ঠিক যেন পাড়ার এ𝐆গারোজন খেলোয়াড় হঠাৎ একজোট হয়ে মাঠে নেমে পড়ার মতো। 𝕴পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে নেমে পড়ার আগে ইংল্যান্ডের পরিবর্তিত স্কোয়াডের ক্রিকেটাররা একসঙ্গে অনুশীলন করারও পর্যাপ্ত সুযোগটুকুও পাননি। তা সত্ত্বেও পারস্পরিক বোঝাপড়ায় এতটুকু অভাব নেই ব্রিটিশ ক্রিকেটারদের মধ্যে।
লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানꦑ ডে ম্যাচে বোলার ম্যাট পারকিনসন ও উইকেটকিপার জন সিম্পসনের মধ্যে তেমনই অদ্ভূত বোঝাপড়ার ছবি চোখে পড়ল।
পাকিস্তান ইনিংসের ২৮তম ওভারে লেগ-স্পিনার পারকিনসনের প্রথম বলেই সুইপ মারার চেষ্টা করেন বাঁ-হাতি ব্যাটসম্যান ফহীম আশরাফ। বোলারের ডেলিভারের পরেই ব্যাটসম্যানের সম্ভাব্য গতিবিধি অনুমান করে উইকেটকিপার সিম্পসন তড়িৎ গতিতে লেগ-স্ট্যাম্পের দিকে সরে🐻 যান।
আশরাফ নিখুঁতভাবেই সুইপ শট খেলেন। তবে পূর্বঅনুমান মতো উইকেটকিপার ততক্ষণে বলের লাইনে পৌঁছে গিয়েছেন। ক্লোজ কিপিং করা সত্ত্বেও সিম্পসন আশরাফের মাঝব্যাটে খেলা শটের বল দস্তানাবন্দি করেন সেকেন্ডের ভগ্নাংশ সময়ে। যেখানে বাউন্ডারি প🌸েয়ে যাওয়ার কথা ছিল পাক ব্যাটসম্যানের, সেখানে তাঁকে আউট হয়ে ক্রিজ ছ🦄াড়তে হয়। নিশ্চিতভাবেই এটা বলা যায় যে, এমন ক্যাচ ধরতে পারলে বিশ্বের যে কোনও উইকেটকিপার খুশি হবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।