শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে তাঁরা মুখোমুখি হবে ভারতের। অ্যাডিলেড ওভালে মুখোমুখি হবে দুই দল। গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল ইংল্যান্ড। ম্যাচে কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তুলেছিলেন অলরাউন্ডার বেন স্টোকস। তাঁর অপরাজিত ইনিংস দলের জয় নিশ্চিত করে। সেমিফাইনালে নামার আগে দলের পেসার মার্ক উডের গলাতেও ধরা পড়ল বেন স্টোকসের উপর দলের আস্থার বিষয়টি। মার্ক উড জানিয়ে দিলেন༒ কঠিন মুহূর্তে ইংল্যান্ড সবসময় বেন স্টোকস💛ের উপর নির্ভর করতে পারে।
ব্রিটেনের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উড জানিয়েছেন 'কঠিন পরিস্থিতিতেও (বেন স্টোকস) হল আমাদের অন্যতম সেরা ক্র꧃িকেটার। আমি জানি লোকেরা ওকে নিয়ে প্রশ্ন তুলছে। তবে যখন তোমার ওকে দরকার, ও সবসময় ওর পারফরম্যান্সের মধ্যে দিয়ে তোমার পাশে দাঁড়ায়। আর এই কারণেই ও দলে রয়েছে। পরিস্থিতির চাপে ওকে পড়তে দেখা যায় না। কারণ ও বেশিরভাগ সময়তেই এমন কঠিন পরিস্থিতিতে দলকে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে।'
প্রসঙ্গত ২০১০ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড দল। পল কলিংউডের নেতৃত্বে সেবার শিরোপা জয়ের পরে তাঁরা এখন পর্যন্ত আর শিরোপা জেতেনি। ফলে এই বছর শিরোপা জিততে মরিয়া তাঁরা। তাঁদের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস শ্রীলঙ্কা ম্যাচের আগে চলতি বিশ্বকাপে করেছিলেন তিন ইনিংসে মাত্র ১৬ রান। শ্রীলঙ্কা ম্যাচে ৩৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে ফর্মে ফেরার পাশাপাশি দলকে সেমিফাইনালে😼ও তোলেন তিনি। স্টোকস সম্বন্ধে উড আরও যোগ করেন 'আপনি জানেন যে ক্রিকেটার হিসেবেও কতটা ভালো একজন ক্রিকেটার। আমরা যখন সমস্যায় পরি তখন কিন্তু ও হাল ছেড়ে দেয় না। যখন আমাদের ওকে দরকার পরে। তখন ও কোনও না কোনও উপায়ে দলকে কঠিন পরিস্থিতি থেকে টেনে বার করে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।