অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোহারান হেরে দ্বিপাক্ষিক সিরিজ নিয়েই প্রশ্ন তুলে দিলেন জস বাটলার। ইংল্যান্ডের সাদা বলে অধিনায়কে মন্তব্য, কীভাবে দ্বিপাক্ষিক খেলা শেষ করে দিতে হবে, তা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজে বোঝ𒆙া গেল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক পরেই অস্ট্রেলিয়ার মাটিত🐼েই একদিনের সিরিজ খেলতে নেমেছিলেন বাটলাররা। যে সিরিজে অজিদের সামনে কার্যত দাঁড়াতেই পারেননি। পূর্ণশক্তির দল না নামালেও বিশ্ব চ্যাম্পিয়নরা যে এরকমভাবে আত্মসমর্পণ করতে পারে ইংল্যান্ড, তা অনেকেই ভাবতে পারেননি। বিশেষত তৃতীয় ম্যাচে তো লজ্জাজনক হারের মুখে পড়তে হয়েছে। ২২১ রানের রেকর্ড ব্যবধানে হেরেছে। সেই হারের পরই দ্বিপাক্ষিক সিরিজের প্রাস🍨ঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন বাটলার।
ব্রিটি🔯শ সংবাদমাধ্যম বিবিসিতে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক বাটলার বলেন, ‘গত কয়েক বছরে ক্রিকেটের ছবিটা নাটকীয়ভাবে পালটে গিয়েছে। আমরা এখন আলাদা একটা সময় আছি। কীভাবে দ্বিপাক্ষিক সিরিজকে প্রাসঙ্গিক রাখা যায়, তা নিয়ে অনেকেই আলোচনা করছেন। আমার মতে, কীভাবে (দ্বিপাক্ষিক) সিরিজকে প্রাসঙ্গিক রাখা যাবে না, তার ভালো উদাহরণ উঠে এসেছে এই সিরিজে।’
শুধু বাটলার নন, বিশ্বকাপ জয়ের মাত্র চারদিন পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ থাকায় ক্ষোভ উগরে দিয়েছিলেন মইন আলি। তবে সেখানেই শেষ হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঠাসা সূচি আছে ইংল্যান্ডের। পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের আবুধাবিতে প্রস্তুতি সারছে টেস্ট দল। স্বভাবতই পৃথিবীর অন্য প্রান্ত তথা অস্ট্রেলিয়ার প্রথমসারির দল নামাতে পারেনি ইংল্যান্ড। সেই প্রেক্ষিতে বাটলার বলেন, 'আমাদের কাছে এই সিরিজটা (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড) কঠিন হওয়ার কথাই ছিল। অস্ট্রেলিয়া আমাদের উড়িয়ে দিয়েছে। কিন্ত⛄ু এটা (বিশ্বকাপের) সুপার লিগের অন্তর্গত ছিল না। তাই (এই সিরিজের) ততটাও গুরুত্ব ছিল।'
বাটলার বলেন, 'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখনই ইংল্যান্ড খেলে, তখনই ভালো পারফরম্যা꧑ন্স মেলে ধরতে চাই আমরা। কিন্তু এটা মারাত্মক কঠিন হয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে (সিরিজের) ফলাফল নিয়ে আমি চিন্তিত নই। (অস্ট্রেলিয়ার) সফর থেকে আমরা যেটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) চাইছিলাম, সেটাই পে🔯য়ে গিয়েছি।'
ইংল্যান্ডের অধিনায়ক আরও বলেন, 'একটির পর একটি সিরিজ পড়ছে - আমার মতে (দ্বিপাক্ষিক সিরিজের) সেটাই সবথেকে সমস্যার হয়ে দাঁড়িয়েছে। আমাদের একদল খেলোয়াড় টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। যা কয়েকদিন পরেই পাকিস্তানে শুরু হবে। একইসময় আমাদের দল এখানে খেলছে। নয়া বছরে যেদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে 𓄧টেস্ট ম্যাচ শেষ হবে, তারপর ঠিক পরদিনই বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হতে চলেছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।