শুভব্রত মুখার্জি: মানকাডিং নিয়ে ক্রিকেট🐎ে বিতর্ক দীর্ঘদিনের। বোলার বল করতে আসার সময়, তাঁর রান আপে থাকাকালীন অর্থাৎ বলটি রিলিজ করার আগ মুহূর্তে, ননস্ট্রাইকার প্রান্তের ব্যাটার এগিয়ে গেলে তাকে রান আউট করে দেও🐻য়া। এতদিন আউটের এই ধরনটি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দ্বারা আইনসিদ্ধ ছিল না। তবে বর্তমানে বেশ কয়েকমাস হল আউটের এই ধরনটি আইনসিদ্ধ হয়েছে। তারপরেও এই ধরনের আউট নিয়ে ভারতের প্রতি ফের কটাক্ষ ছুঁড়ে দেওয়ার চেষ্টা করেন ইংল্যান্ডের মহিলা দলের বর্তমান সদস্য ড্যানিয়েলা ওয়াট। আর এই ঘটনার পরেই নেটিজেনদের একাংশের চরম আক্রমণের মুখে পড়েছেন তিনি।
নেটিজেনদের একাংশ তো ড্যানি ওয়াটকে আইনটা ভালো করে দেখার এবং জানারও পরামর্শ দেন। উল্লেখ্য আউটের এই ধরনটি আইনসিদ্ধ হওয়ার পরেও এই ধরনটি নিয়ে বিতর্ক কম নেই। অনেকেই এই ধরনের আউটকে খেলাটার 'স্পিরিটের' বিরোধী বলে দাবি করেছেন। যাদের মধ্যে অন্যতম ড্যানি ওয়াট। প্রসঙ্গত ইংল্যান্ডের বিপক্ষে তাঁদের দেশের মাটিতে ওয়ানডে সিরিজে ভারত হোয়াইটওয়াশ করে তাঁদেরকে। সিরিজের শেষ ম্যাচের একেব🉐ারে শেষ উইকেটটি দীপ্তি শর্মা এইভাবে আউট করেছিলেন। আউটের ধরন পছন্দ হয়নি ব্রিটিশদের। সমালোচনার বন্যা বইয়ে দেন তাঁরা। এই এক ধরনের ঘটনা ঘটেছে অনূর্ধ্ব-১৯ মহিলাদের বিশ্বকাপের ক্রিকেট ম্যাচেও। ম্যাচ ছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার। সেখানে এই মানকাডিং পদ্ধতিতে প্রোটিয়া ব্যাটারকে আউট করতে দেখা🧸 যায় ভারতীয় ক্রিকেটারকে।
যে আউটের ভিডিয়োটি শেয়ার করে ড্যানি ওয়াট লেখেন 'আশা করি এই ঘটনা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আর দেখতে (ঘটবে না) পাব না।' ঘটনা ঘটে প্রোটিয়া ইনিংসের ১৭ তম ওভারে। ১৩৮ রান জয়ের জন্য তাড়া করতে নেমে ততক্ষণে প্রোটিয়াদের স্কোর ৭ উইকেটে ৬৫ রান। লেগ স্পিনার মান্নাত কাশ্যপ ঘটান ঘটনাটি। যেখানে জেন্না ইভান্স বোলার বল রিলিজের আগেই ক্রিজ ছেড়ে এগিয়ে গেলে মান্নাত তাঁকে আউট করে দেন। তবে অধিনায়ক শেফালি ভার্মা আপিলটি তুলে নেন। ফলে ফের ব্যাট করার সুযোগ পান ইভান্স। ইজু বলে এক ভক্ত লেখেন 'আশা করি আরো দশবার এই ঘটনা ঘটবে। তোমরা কান্নাকাটি চাল♎িয়ে যেতে পার।' অভিজিৎ প্রসাদ লিখেছেন 'আরও বেশি করে কান্নাক🧸াটি কর।' নিক স্মিথ কটাক্ষের সুরে লেখেন 'এই (মানকাডিং) বিষয়টি কি ভারতীয় বিষয়? একজন তো ড্যানি ওয়াটকে স্পষ্ট করে দেন 'অবাক লাগছে একজন প্রফেশনাল ক্রিকেটার একজন অনূর্ধব-১৯ ক্রিকেটারকে খেলার আইন না মেনে খেলার কথা বলছে। ড্যানি (ওয়াট) দয়া করে নিয়ম কানুনগুলো ভালো করে পড়।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।