বড় ꦓনজির গড়ে ফেললেন বেন স্টোকসরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন ইংল্যান্ডের প্লেয়াররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের চতুর্থ তথা ম্যাঞ্চেস্টার টেস্টের জন্য যে একাদশ ইংল্যান্ড বেছে নিয়েছে, সেই দলের ১০ জন প্লেয়ারই করে ফেলেছেন হাজারের বেশি টেস্ট রান। একমাত্র মার্ক উড বাদে।
ইংল্যান্ডের এই দলের দশ জন তারকা জ্যাক ক্রলি (১৯২০), বেন ডাকেট (১০৩৭), মইন আলি (২৯৭৭), জো রুট (১১,২৩৬), হ্যারি ব্রুক (১০২৮), বেন স্টোকস (৬০২১), জনি বেয়ারস্টো (৫৬২৩), ক্রিস ওকস (১৭১৭), স্টুয়ার্ট ব্রড (৩৬৪১), জেমস অ্যান্ডারসন (১৩২৭) প্রত্যেকেই টেস্টে হাজার রানের গণ্ডি টপকে গিয়েছেন। মার✅্ক উড একমাত্র ৬৮১ রান করেছেন।
আরও পড়ুন: 'ইসলাম মেনে জীবনযাপন' করতে মাত্র ১৮ বছর ব🌌য়সেই অবসর নিলেন লম্বা ছক্কা হাঁকানো পাক তরুণ𒆙ী
এমন নজির এর আগে টেস্ট খেলা কোনও দলই গ🌠ড়তে পারেনি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৫ সালের সুপার টেস্টে আইসিসির বিশ্ব একাদশ টিমে এমন নজির ছিল। তবে কোনও একটি নির্দিষ্ট দেশের দলে এমন নজির দে✤খা মিলল এই প্রথম বার। যা টেস্ট ক্রিকেটে ইতিহাস হয়ে থাকল।
অ্যাশেজের প্রথম দু'টি টেস্টে ইংল্যান্ডকে রীতিমতো ল্য়াজেগোবরে করে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু তৃতীয় টেস্টে দুরন্ত প্রত্য়াবর্তন করে ব্রিটিশরা। তারা সেই টেস্ট ম্যাচ জিতে নেয়। চতুর্থ টেস্টেও চাপেই রয়েছে অজিরা। এই টেস্ট যদি ইংল্যান্ড জেতে, তবে সি♉রিজে সমতা ফিরবে। পঞ্চম টেস্ট সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
আরও পড়ু🐼ন: শ্রীলঙ্কাকে হারিয়ে WTC Points Table-এ ভারতের সঙ্গে মগডালে বাবরের পাকিস্তান
ম্য়াঞ্চেস্টারে টস জিতে অজিদের ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মার্নার💧্স ল্যাবুশেন এবং মিচেল মার্শ দু'জনেই হাফসেঞ্চুরি করেন। ৫১ করে রান করেন দুই তারকা। এটাই অজি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। এছাড়া ৪৮ রান করেছেন ট্রেভিস হেড। ৪১ রান করেছেন স্টিভ স্মিথ। ৩৬ করে অপরাজিত থাকেন মিচেল স্টার্ক। ইংল্যান্ডের হয়ে ক্রিস ও𝓰কস পাঁচ উইকেট তুলে নেন। ২ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। একটি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন, মার্ক উড এবং মইন আলি।
ইংল্যান্ড ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে টপকে বড় রানের পথে। ব্রিটিশ ওপেনার জ্যাক ক্রলি ১৫০ পার করে গিয়েছেন। এখনও ব্যাট করছেন তিনি। এছাড়া হাফসেঞ্চুরি করেছেন মইন আলি এবং জো রুট। মইন ৫৪ করে আউট হয়ে যান। জো রুট সেঞ্চুরির পথে। এখনও পর্যন্ত ম্যাঞ্চেস্টারে যা পরিস্থিতি, তাতে চালকের আসনে বেন স্টোকဣসের ইংলꦅ্যান্ডই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।