আবু ধাবি টি-১০ লিগে ব্যাট হাতে ঝড় তুললেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ওপেনার এভিন লুইস। দিল্লি বুলসের হয়ে ক্যারিবিয়ান তারকা মাত্র ১৬ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। তিনি মুক্তার আলির 𒅌এক ওভারে ৫টি ছক্কা মারেন। সেই ওভারে একটি ২ রানও নেন তিনি। একটি ওয়াইড বল মিলিয়ে মুক্তারের ওভারে ৩৩ রান ওঠ🧸ে।
লুইস তাঁไর ঝোড়ো ইনিংসে ২টি চার ও ৭টি ছক্কা মারেন। মূলত তাঁর এমন বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করেই ডোয়েন ব্র্যাভোর দিল্লি বুলস ৫ ওভার বাকি থাকতে ৯ উইকেটে ম্꧑যাচ জিতে যায়।
প🉐্রথমে ব্যাট করে মারাঠা অ্যারাবিয়ান্স ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৮৭ রান তোলে। মোসাদ্দেক হোসেন ২২ বলে ৩৫ রান করেন। একদা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ও ডেকান চার্জার্সের স্কোয়াডে নাম লেখানো পঞ্জাবের পেসার ইশান মালহোত্রা ৬ রান করে নট-আউট থাকেন।
ফিডেল এডওয়ার্ডস ও আলি খান দিল্লির হয়ে ১টি করে উইকেট নেন। ক্যাপ্꧅টেন⛎ ব্র্যাভো ২ ওভারে ২৩ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
জবাবে ব্যাট করতে নেমে দিল্লি বুলস মাত্র ৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৮৯ রান তু🐬লে ম্যাচ জিতে যায়। বোপারা ২৮ রানে অপরাজিত থাকেন। প্রবীণ তাম্বে ১ ওভারে ১২ রান খরচ করেন। যদিও কোনও উইকেট পাননি তܫিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।