উইকেটকিপার যখন বল ধরে স্টাম্পের বেল ফেলে দেন, ক্রিজের অনেকটা বাইরে ছিলেন সোফি ডিভাইন। তৃতীয় আম্পায়ার টেলিভিশন রিপ্লে দেখে আউট ঘোষণা করেন আরসিবির ওপেনারকে। তা সত্ত্বেও মঙ্গলবার উইমেন্স প্রিমিয়র লিগে আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে সোফির এই রা♒ন-আউট নিয়ে𓆉 দেখা দেয় জোর বিতর্ক।
আসলে মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটকিপার যস্তিকা ভাটিয়া গ্লাভস দিয়ে নয়, বেল ফেলে দেন পুরোবাহু দিয়ে। যস্তিকার কব্জির অনেকটা উপরে লেগে বলে পড়ে যায়। তা সত্ত্বেও তৃতীয় আম্পায়ার ডিভাইনকে রান-আউট🐟 ঘোষণা করায় অবাক হন অনেকেই।
যদিও এক্ষেত্রে বিতর্কের ♔কোনও অবকাশই ছিল না। রান-আউট নিয়ে ক্রিকেটপ্রেমীদের সাধারণ ধারণা হল এই যে, বল ধরে কব্জির নীচের অংশ দিয়ে স্টাম্প ভাঙতে হয়।🌞 উইকেটকিপারের ক্ষেত্রে গ্লাভস দিয়ে বেল না ফেললে ব্যাটার আউট হবেন না বলে ধারণা অনেকের।
তবে তৃতীয় আম্পায়ার এক্ষেত্রে যথাযথ সিদ্ধান্ত জানিয়েছেন। ডিভাইনকে থার্ড আম্পায়ার আউট ঘোষণা করার পরেই ধারাভাষ্যকাররা বুঝিয়ে দেন নিয়ম। ধারাভাষ্যকারদের বলতে শোনা যায়, ‘যস্তিকা গ্লা🅷ভস দিয়ে নয়, পুরোবাহু দিয়ে বেল ফেলা সত্ত্বেও সোফি ডিভাইকে আউট দেওয়া হল দেখে যদি কারাও সংশয়ে পড়েন, তবে তাদের জানিয়ে রাখা হল যে, বল ধরা থাকলে কনুইয়ের নীচে হাতের যে কোনও অংশ দিয়ে বেল ফেললেই তা বৈধ বলে বিবেচিত হবে।’
আরও পড়ুন:- IPL 2023: গত মরশুমের নায়ককে চেন্নাইয়ের বির𝔉ুদ্ধে উদ্বোধনী ম্যাচে পাবে না গুজরাট, খুশি ন꧟ন হার্দিকরা
সোফি খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। তিনি এক্ষেত্রে নিজের ভুলেই আউট হন। পয়েন্টের দিকে বল ঠেলেই রান নেওয়ার জন্য় দৌড় শুরু করেন সোফি। তাঁর ডাকে সাড়া দেন নন-স্ট্রাইকার ব্যাটไার স্মৃতি মন্ধনা। তবে মাঝপথে এসে ইউটার্ন নিয়ে পুনরায় ক্রিজে ফেরার চেষ্টা করেন ডিভাইন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।