২০১৮-র ১৫ জুলাই লুজনিকি স্টেডিয়ামে ফ্রান্সের বিশ্বচ্যাম্🌟পিয়ন হꦯওয়ার ছবি ফুটবলপ্রেমীদের মনে আজও তাজা। ঠিক ২ বছর পরে সেই ১৫ জুলাই তারিখেই ফিফা প্রকাশ করল পরবর্তী কাতার বিশ্বকাপের ক্রীড়াসূচি।
২০২২-এর ২১🎃 নভেম্বর আল বাইত স্টেডিয়ামে শুরু হবে কাতার বিশ্বকাপ। গাফ রিজিয়নের ৬০ হাজার দর্শকাসন বিশিষ্ট স্টেডিয়ামে ভারতীয় স♎ময় দুপুর ৩টে ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আয়োজক কাতার।
বিশ্বকাপের ফাইনাল খেলা হবে ১৮ ডিসেম্বর তারিখে। খেতাবি লড়াই অনুষ্ঠিত হবে ৮০ হাজার দর্শকাসন বিশিষ্ট লুজালি স্টেডিয়ামে 🥀ভারতীয় সময় সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে।
গ্রুপ লিগের খেলাগুলি শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩টে ৩০, সন্ধ্যা ৬টা ৩০, রাত ৯টা ৩০ ও রাত ১২টা ৩০ মিনিটে। ক𝓀াতারের স্থানীয় সময় অনুযায়ী ম্যাচগুলি শুরু হবে দুপুর ১টা, বিকাল ৪টে, সন্ধ্যা ৭টা ও রাত ১০টায়।
নকআউট ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় সন♋্ধ্যা ৮টা ৩০ ও রাত ১২টা ♓৩০ মিনিটে। অর্থাৎ, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ও রাত ১০টায়। ১৭ ডিসেম্বর অর্থাৎ, ফাইনালের আগের দিন খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে তৃতীয় স্থান নির্নায়ক প্লে-অফ।
দলগুলিকে পর্যাপ্ত বিশ্রাম দিতে ১২ দিন ধরে খেলা হবে গ্রুඣপ লিগের ম্যাচগুলি। প্রতিদিন চারটি করে ম্যাচ আয়োজিত হবে। যেহেতু দু'টি ম্যাচ কেন্দ্রের মধ্যে যাতায়াতের জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হবে না, তাই ๊অনুরাগীরা চাইলে অনায়াসে একই দিনে আলাদা আলাদা স্টেডিয়ামে একাধিক ম্যাচ দেখতে পারবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।