দু'বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে বিরাট কোহলির ব্যাট🎃ে কোনও আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা নেই। বিরাট শেষবার শতরান করেন ২০১৯ সালের নভেম্বরে। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে দিন-রাতের টেস্টে শেষবার সেঞ্চুরি করেন কোহলি। তার পর থেকে ধারাবাহিকভাবে হাফ-সেঞ্চুরি করলেও তিন অঙ্কে টেনে নিয়ে যেতে পারেননি নিজের ইনিংসকে। মাঝের দু'বছর সময়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক ছবি বদলে গিয়েছে হুবহু। দেখে নেওয়া যাক ক🍷োহলির শেষ আন্তর্জাতিক শতরানের পর থেকে এখনও পর্যন্ত বদলে যাওয়া এমনই পাঁচটি ছবি।
পাকিস্তান বিশ্বকাপে ভারতকে প্রথমবার হারিয়েছে: ২০২১ টি-২০ বিশ্বকাপে পাকিস্তান পরাজিত করে ভারতকে। তার আগে পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান কখনও টিম ইন্ꦚডিয়াকে হারাতে পারেনি।
অস্ট্রেলিয়া প্রথমবার টি-২০ বিশ্বকাপ জিতেছে: ২০০৭ থেকে শুরু হলেও এতদিন অস্ꦐট্রেলিয়া হাতে তুলতে পারেনি আইসিসি টি-২০ বিশ্বকাপ। অবশেষে ২০২১🔥 সালে খরা কাটায় অজিরা। তারা ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জেতে।
আইপিএল ১০ দলের টুর্নামেন্টে পরিণত হয়েছে: এখনও নতুন দু'টি দল মাঠে না নামলেও বিরাট কোহলির শেষ আন্তর্জাতিক শতরা♛নের পর থেকে এপর্যন্ত মাঝের সময়ে এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে, এবার থেকে আইপিএলে অংশ নেবে ৮-এর বদলে ১০টি🧸 দল। প্রথমবার আইপিএলের আঙিনায় মাথা গলিয়ে দিয়েছে আমদাবাদ ও লখনউ।
ভারত টেস্টে সব থেকে কম রানে অল-আউট হয়েছে: গত অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে ভারতীয় দল তাদের টেস্ট ইতিহাসে সব থেকে কম ৩৬ রানে অল-আউট হওয়ার লজ্জাজনক নজ♏ি๊র গড়েছে।
এবি ডি'ভিলিয়র্স আইপিএল থেকেও অবসর নিয়েছেন: গত মরশুমের শেষেও মনে হয়েছিল বুঝি এবি ডি'ভিলিয়র্স আ🍒ইপিএল খেলা চালিয়ে যেত পারেন। তবে তিনি সকলকে অবাক করে সব ধরনের ক্রিকেট🉐 থেকে অবসর ঘোষণা করেন।
কোহলি আর কোনও ফর্ম্যাটেই ক্যাপ্টেন নন: গত মরশুমের শেষেই বিরাট কোহলি আরসিবির নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। টি-২০ বিশ্বকা🐻পের পরে সংক্ষিপ্ত ফর্ম্যাটে জাতীয় দলের ক্যপ্টেন্সিও ছেড়ে দেন বিরাট। গত দক্ষিণ আফ্রিকা সফরের আগে জাতীয় নির্বাচকরা কোহলিকে সরিয়ে রোহিতকে ওয়ান ডে ক্যাপ্টেন ঘোষণা করেন। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের পরেই বিরাট নিজে থেকেই টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। সুতরাং, তিনি আর কোনও ফর্ম্যাটেই জাতীয় দলের ক্যাপ্টেন নন। আইপিএলেও নেতৃত্ব দেবেন না তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।