করোনাকালে ইংল্যান্ড ক্রিকেটারদের রোটেশন পলিসি নিয়ে কম চর্চা হয়নি। তবে শুধু খেলোয়াড়রা নয়, ব্যস্ত সূচির জেরে ইংল্য়ান্ড কোচেরাও সাময়িক বিরতি নিয়ে দলের দায়ভার সামলানর রাস্তা বেছে নিয়েছেন। চলতি অ্যাসেজ সিরিজের পরেই💛 সাময়িক বিরতি নিতে 🐎চলেছেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড।
পরের মাসেই দুই বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের পাঁচটি বিশ ওভারের ম্যাচ খেলবে ইংল্যান্ড। অ্যাসেজ পরেই ঘরের মাঠে আসন্ন সেই সিরিজে ইংল্যান্ড দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ ও প্রাক্তন অধিনায়ক পল কলিংউড। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কলিংউড টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের সঙ্গে থাকলেও গত 𝔉সপ্তাহেই সাময়িক বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরেছেন। তার পর বিরতি নেওয়ার পালা কোচ সিলভারউডের।
কলিংউডের সহকারী হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ইংল্যান্ড দলের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন দলের প্রাক্তন ওপেনার মার্কাস ট্রেসকোথিক। এই সিরিজের জন্য ইতিমধ্যে༒ই ইয়ন মর্গ্যানের নেতৃত্বে ১৬ জনের দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। প্রথমবার বাঁ-হাতি পেস বোলার ডেভিড পাইন এই সিরিজে ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন।
এখন থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই দল নির্বাচন করছে ইংল্যান্ড। এই সম্পর্কে কলিংউড বলেন, ‘আমরা এক শক্তিশালী দল নির্বাচন করেছি যেখানে বড় শট মারার দক্ষতা সম্পন্ন ব্যাটারদের পাশাপাশি আমাদের বোলিং বিভাগেও বৈচিত্র রয়েছে। টি✨-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক বছরও বাকি নেই এবং যে ক্রিকেটাররা অ্যাসেজ খেলছেন, তাদের অনুপস্থিতিতে এই স্কোয়াডে থাকা ক্রিকেটাররা নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।