শুভব্রত মুখার্জি: ২০২২ সালের শেষে কাতারের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা আয়োজিত বিশ্বকাপ ফুটবলের আসর। করোনা পরবর্তীতে বদলে গিয়েছে কার্যত গোটা বিশ্বের সমাজ ব্যবস্থা। ফুটবল বিশ্বও তার ব্যতিক্রম 🐲নয়। করোনার প্রভাবে বদলে গিয়েছে ফুটবলের বেশ কিছু নিয়ম। বলা ভালো পরিবর্তন হয়েছে বেশকিছু নিয়মের। বিশ্বে ধীরে ধীরে করোনার কারণে ২০২০ সালে চালু꧑ হওয়া বিভিন্ন নিয়মও ধীরে ধীরে ফের অবলুপ্তির পথে। ৯০ মিনিটে পাঁচ বদলির নিয়ম অবশ্য স্থায়িত্ব পেয়েছে আগেই।
প্রচলিত নিয়ম অনুযায়ী ♏কোন টুর্নামেন্টে ২৩ জনের স্কোয়াড নিয়ে যেতে পারত দেশগুলো। ২০২১ সালের ইউরোতে অবশ্য সে নিয়মে একটু পরিবর্তন আনে উয়েফা। আসন্ন কাতার বিশ্বকাপকে মাথায় রেখে ফিফাও হাঁটছে সে পথে। ২০২২ কাতার বিশ্বকাপে চাইলে ২৬ জনের স্কোয়াড নিয়ে যেতে পারব❀ে অংশগ্রহণকারী দলগুলো।
আরও পড়ুন… কাতার বিশ্বকাপে নিষিদ্ধ পার্টি, বিবাহ বহির্ভূত🐻 যৌনতায় লিপ্ত হলে ৭ বছর কারাদণ্ড
করোনার কারণে ব্যস্ত সূচিতে ফুটবলারদের উপর যাতে করে বাড়তি ধকল না পড়ে, সেটা নিশ্চিত করতে নতুন করে এই নিয়ম চালু হল। যা এখন সব প্রতিযোগিতাতেই প্রযোজ্য। বহুদিন ধরে প্রচলিত তিন বদলির নিয়ম এখন ঠাঁই পেয়েছে ইতিহাসের পাতাতে। উল্লেখ্য ইউরোতেও ২৬ জন ফুটবলার নেওয়ার সুযোগ ছিল। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সারা বছর ধরেই অত্যꩵধিক গরমের তাপমাত্রা পরিলক্ষিত হয়। তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে ফুটবলারদের কষ্ট হবে বলে স্টেডিয়ামগুলোতে এয়ারকন্ডিশনের ব্যবস্থা করা হয়েছে। ফলে প্রথমবার এবার বিশ্বকাপ হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। ফলে টুর্নামেন্টের জন্য কিছু নতুন নিয়ম প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ফিফা কাউন্সিল ব্যুরো।
আরও পড়ুন… কাতার বিশ্বকা🐽পে নিষিদ্ধ পার্টি, বিবাহ বহির্ভূত যৌনতায় লিপ্ত হলে ৭ বছর কারাদণ্ড
∆ আসুন একনজরে দেখে নেওযꦜ়া যাক ফিফা ব্যুরো🐟র নেওয়া সেই সিদ্ধান্তগুলো :-
১) প্রাথমিক তালিকায় ৩৫'র বদলে🧜 ৫৫ জন ফুটবলার রাখা যাবে।
২) চূড়ান🐻্ত তালিকায় খেলোয়াড় কমপক্ষে ২৩ জন থাকবে আর সর্বোচ্চ ২৬ জন ফুটবলার থাকতে পাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚরবেন।
৩) চূড়ান্ত তালিকায় থাকা ২৩ থেকে ২৬ জন ফুটবলার ক্লাব ফুটবলে তাদের ক্লাবের হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে পারবেন ২০২২'র ১৩ই নভেম্বর 𒈔পর্যন্ত।
৪) ম্যাচ চলাকালীন দলের বেঞ্চে ২৬ জনের বেশি (১৫ বদলি ফুটবলার এব😼ং ১১ কর্মকর্তা—তাঁদের একজন অবশ্যই দলের চিকিৎসক হতে হবে ) সদস্য বসতে পারবেন না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।