আর কয়েক দিন পরই আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ফুট🌠বল দল। যেভাবে হোক ঘুরে দাড়াতেই হবে ভারতকে। তাই ইতিমধ্যেই কী করা যেতে পারে তা নিয়ে মাথা ঘামাতে শুরু করে দিয়েছেন দলের হেড কোচ ইগর স্ট্যিম্যাচ। যদিও মাঝে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সঙ্গে তাঁর মতপার্থক্য উঠে আসতো শিরোনামে। তবে এবার দুই পক্ষই নিজেদের মধ্যে বোঝাপড়া রেখে কাজ করবে, এমনটাই জানা গিয়েছে।
এমনকী এআইএফএফের তরফ থেকেও চিঠি পাঠানো হয়♒েছে দলের হেড কোচকে এবং জানানো হয়েছে যে সবরকমভাবে সহযোগিতা করা হবে তাঁকে। এই প্রসঙ্গে নিজের অবস্থান প্রকাশ্যে এনেছেন ইগর স্ট্যিম্যাচ। তিনি জানিয়েছেন যে চলতি মাসের অর্থাৎ ৬ মার্চ ভারতে আসবেন এবং♋ বেশ কয়েকটি আইএসএল ম্যাচ দেখবেন। এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন যে ম্যাচগুলি দেখার পর তিনি পরিকল্পনা করবেন যে ঠিক কি ছকে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।
এআইএফএফ সভাপতি কল্যান চৌবের সঙ্গে ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্ট্যিম্যাচের মতপার্থক্য চাপে ফেলে দিয়েছিল দলকে। এমনকী ভারতীয় ফুটবলপ্রেমীরা মনে করতেন ঐক্🌞য না থাকলে দলের দুর্দশা নিশ্চিত। এছাড়া স্ট্যিম্যাচও বেশ কয়েকবার সাংবাদিক সম্মেলন বা সাক্ষাৎকারে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন এই প্রসঙ্গে।
🌠তবে এবার ভারতীয় ফুটবল দলের সমর্থকদের কাছে একটি সুখবর এলো। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে একটি চিঠির মাধ্যমে ইগর স্ট্যিম্যাচকে আশ্বাস দিয়েছেন যে আসন্ন আফগানিস্তান ম্যাচের জন্য তিনি সবরকমভাবে সহযোগিতা করবেন তাঁর এবং গোটা দলের সঙ্গে। এমনটাই জানা গিয়েছে রেভ স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী। এই ঘটনা প্রসঙ্গে রেভ স্পোর্টসের সাক্ষাৎকারে নিজের মু♕খ খুলেছেন। তিনি বলেন, 'এআইএফএফের কোনও দরকারই ছিল না ইগর স্টিম্যাচকে চিঠি পাঠানোর যদি তাঁকে সমর্থনই না করে। চিঠির বিষয়বস্তু স্পষ্ট যে আফগানিস্তান ম্যাচের আগে এআইএফএফ সবরকমভাবে সাহায্য করতে চাইছে দলের হেড কোচকে। আসল বক্তব্য এটাই সকলেই চাই যে একসাথে থেকে ভারতীয় ফুটবলের হয়ে ইতিহাস গড়তে।'
উল্লেখ্য, সম্প্রতি জয়পুরে একটি অনুষ্ঠানে ইগর স্ট্যিম্যাচ জানিয়েছ༒েন যে যেভাবেই হোক তিনি দলকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করিয়েই দেবে। তবে যেহেতু এআইএফএফ সভাপতি নিজেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন, তাই মনে করা হচ্ছে দলের পারফরম্যান্স দারু📖ণ হতে পারে আফগানিস্তানের বিরুদ্ধে। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত আফগানিস্তানকে বধ করতে পারে কিনা ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।