🌱 শুভব্রত মুখার্জি: ভারতীয় ঘরোয়া ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ লিগ আই লিগ। এই মুহূর্তে ভারতের প্রিমিয়র ডিভিশন লিগ আইএসএল। এই আইএসএল শুরু হওয়ার আগে ভারতের প্রিমিয়র ডিভিশন লিগ ছিল এই আই লিগ। তবে আইএসএলের জমানাতে কিছুটা হলে ও দুয়োরানির মতন ব্যবহার যেন পেয়েছে আই লিগ। বিভিন্ন কারণে আইএসএলের সঙ্গে লড়াইতে পেরে ওঠেনি আই লিগ। এবার সেই আই লিগকেই ঢেলে সাজাতে প্রস্তুত এআইএফএফ। আর সেই লক্ষ্যেই এবার আসন্ন মরশুম শুরুর আগেই আই লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেন এআইএফএফের সভাপতি কল্যান চৌবে। বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি এদিনের বৈঠকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করা হয়, তা হল উন্নত প্রযুক্তির ব্যবহারের মধ্যে দিয়ে খেলার সম্প্রচার।
আরও পড়ুন: ♍তড়িঘড়ি আনোয়ারকে রেজিস্ট্রেশন করাল ইস্টবেঙ্গল, ডুরান্ড কাপের ডার্বি খেলবেন?
ꦗখেলার প্রোডাকশনের বিষয়ে এদিন দীর্ঘ আলোচনা হয়েছে। আটটি হাই ডেফিনেশন ক্যামেরা দিয়ে ম্যাচের সম্প্রচারের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে কল্যান চৌবের তরফে। বিভিন্ন ক্লাবের কথা মাথায় রেখেই তৈরি হবে এবারের সূচি, যাতে কোনও ক্লাব সূচি নিয়ে কোনও রকম অভিযোগ না তুলতে পারে, সেদিকে লক্ষ্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। নূন্যতম খেলার পরিকাঠামোগত দিকটি খেয়াল রাখতে হবে ক্লাবগুলোকে। এদিন আই লিগ ক্লাবের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবে। দীর্ঘ দুই ঘন্টা ধরে চলে এই বৈঠক। দিল্লিতে আয়োজন করা হয়েছিল এই বৈঠকের। ১২টি আই লিগ ক্লাবের মধ্যে এদিন আটটি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: 𒐪বিএসএসের সঙ্গেও ড্র, শেষ ছয়ে জায়গা করে নিতে পারবে তো মহমেডান?
༺এআইএফএফের তরফে ক্লাবগুলোকে আশ্বাস দেওয়া হয়েছে, দুই পক্ষ মিলে যৌথ ভাবে কাজ করা হবে আই লিগের প্রোফাইলের মানোন্নয়নের জন্য। এই বিষয়ে কাজ করতে আই লিগের ক্লাবগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি টাস্কফোর্সও গঠন করা হয়েছে। পাশাপাশি আই লিগের ম্যাচগুলো প্রাইম টাইমে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ক্লাবগুলোকে তাদের ঘরের মাঠের বিষয়ে আপডেট দিতে বলা হয়েছে। মাঠে পিচের অবস্থা, মাঠের পরিকাঠামোর বিষয়ে তাদেরকে জানাতে বলা হয়েছে। কী ভাবে গোটা মরশুম জুড়ে পিচের কোয়ালিটি তারা আন্তর্জাতিক মানের রাখার বিষয়ে ভাবনা চিন্তা করছে, সেই বিষয়েও জানাতে বলা হয়েছে। ১৮০০ লাক্স ফ্লাডলাইটের ব্যবস্থা মাঠগুলোতে বসানোর কথা বলা হয়েছে। মাঠের পরিকাঠামো অনুযায়ী ২-৬টি ক্যামেরার কিটের বন্দোবস্ত করা হবে। আগামী ২৬ অগস্ট আই লিগ ক্লাবগুলো, ফেডারেশন এবং টাস্কফোর্স আবার রিভিউ মিটিংয়ে বসবে এমনটাই জানানো হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।