এআইএফএফ পড়েছে মহা জ্বালায়, সেই সঙ্গে চাপে পড়েছে আনোয়ার আলিও। শনিবার ছিল এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠক। কিন্তু এদিনও সুরাহা হল না বিষয়টি নিয়ে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই নিয়ে সিদ্ধান্ত পিছিয়ে দিল এআইএফএফের পিএসসি, ফলে সেদিনই নির্দিষ্টভাবে কোনও সিদ্ধান্ত আসতে পারে। আগে আনোয়ারকে ইস্টবেঙ্গলের ফুটবলার হিসেবে মান্যতা দিলেও তাঁকে নির্বাসিত করেছিল এআইএফএফএর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি, পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানাও করা হয়েছিল তাঁর ক্লাব ইস্টবেঙ্গল, প্রাক্তন ক্লাব দিল্লি এফসিকে। এর জেরে চাপ🃏ে পড়েছিলেন আনোয়ারও। যদিও শুক্রবারই পিএসসির সেই সিদ্ধান্তকে স্থগিত করে দেয় দিলꦆ্লি আলাদত।
আরও পড়ুন-‘ক্রিকেটে টাকার গন্ধ পেয়েছে, বুকিরা তাই ঢুকতে চাইছে’! আশঙ্কার সুর আইসিসির দুর্নীতিদমন শাখার ജপ্রাক্তন হেড মার্শালের গলায়…
শুক্রবার দিল্লি হাইকোর্টে এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির রায়ের ওপর স্থগিতাদেশের সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত হয়ে যায় শনিবার পিএসসির বৈঠকের। এদিনই আনোয়ার আলির খেলা বা শাস্তির বিষয়টি নিয়ে চূড়ান্♚ত সিদ্ধান্ত হয়ে যেতে পারত। কিন্তু সমস্যা তৈরি হল শুনানির আগে। এমন এক অদ্ভূত কাণ্ড ঘটালেন পিএসসির ⛦ডেপুটি চেয়ারম্যান, যা শুনেই লোকের হাসি পেতে বাধ্য। এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দায় সাড়া গোছের ব্যবহার দেখা দিল এআইএফএফের।
আরও পড়ুন-দলীপ ট্রফিতে পরপর উইকেট হারা෴লেও বুক চিতিয়ে লড়লেন ইন্ডিয়া বি-র অধিনায়ক অভিমন্যু! দলের লজ্জা ঢাকলেন শতরানে…
জানা যাচ্ছে, শুনানির সময় নাকি গাড়ি চালাচ্ছিলেন এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ডেপুটি চেয়ারম্যান, আর তা দেখেই প্রতিবাদ করেন এক আইজীবী। 🌺তিনি প্রশ্ন করেন শুনানির শুরুতেই যখন এমন চিত্র ধরা পড়েছে, তখন কীভাবে শুনানি চালিয়ে যাওয়া সম্ভব? এরপরই এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সিদ্ধান্ত নেয় আনোয়ার আলিকে নিয়ে সিদ্ধান্তের শুনানি পিছিয়ে মঙ্গলবার করার।
আরও পড়ুন-মাথার🧸 ওপ🔴র থেকে চার মারার ভিডিয়ো শেয়ার আকাশ দীপের! ‘উইকেট যে নিলাম,সেটা কই’,খুনসুটিতে মাতলেন বাংলার মুকেশ…
মঙ্গলবার দিন প্রথমে আনোয়ার আলিকে নিয়ে সিদ্ধান্ত নেবে এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি, সেক্ষেত্রে তিনি পরের ম্যাচ থেকে খেলতে পারবেন কিনা এবং তিনি ইস্টবেঙ্গলের হয়েই খেলবে কিনা তা স্থির হয়ে যাবে। আবারও এনওসি নিয়ে সেদিন কথা হবে। এরপরে আসবে শাস্তির প্রসঙ্গ। সেই অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি লাগু♍ করা হবে। ফলে মঙ্গলবারই জানা যাবে ইস্টবেঙ্গলে পাঁচ বছরের চুক্তিতে আসা এই ফুটবলার ঠিক কবে থেকে খেলতে নামবেন। এদিকে তাঁর অনুপস্থিতিতে ইস্ট𓃲বেঙ্গল দলের রক্ষণভাগ একদমই জমাট দেখায়নি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, ফলে তাঁকে দলে চাইবেন কোচ কার্লেস কুয়াদ্রাত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।