Argentina vs Colombia Copa America 2024 Final Highlights: ভালো জিনিসের জন্য কিছুটা অপেক্ষা করতে হয়। শেষপর্যন্ত যখন সেই ভালো জিনিস আসে, তখন স্পেন বা আর্জেন্তিনার মতোই সাফল্য মেলে। আর তাই তো ২০২১ সালে বিশ্ব ফুটবলে আর্জেন্তিনার রাজত্বের যে ইতিবৃত্ত শুরু হয়েছিল, সেট🍨া আরও একটা মাইলস্টোন ছুঁল আজ। ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপের পরে ২০২৪ সালের কোপা আমেরিকা জিতল। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা। শুধু চ্যাম্পিয়ন হল না, কোপার ইতিহাসে সবথেকে বেশি খেতাবের মালিক হল লিওনেল মেসি, দিয়োগো মারাদোনার দেশ। আর যে ম্যাচের মাধ্যমে সেই ইতিহাস গড়ল আর্জেন্তিনা, সেই কোপা আমেরিকার ফাইনালের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস ব💧াংলার ব্লগে।
ARG vs COL Final LIVE: কোপায় কে কী পুরস্কার পেলেন?
২০২৪ সালের কোপা আমেরিকায় কে সেরা খেলোয়াড় হলেন? কে গ𒉰োল্ডেন বুট জিতলেন (সর্বোচ্চ গোলদাতা)? কে সেরা গোলকিপার হলেন (গোল্ডেন গ্লাভস)? কোন দল ফেয়ার প্লে'র পু💃রস্কার জিতল? (দেখে নিন পুরো তালিকা)
ARG vs COL Final LIVE: কোপায় আর্জেন্তিনার কাছে শিশু ব্রাজিল!
ব্রাজিল কতবার কোপা আমেরিকা? উরুগুয়ে কতবার জিতেছে? ১৯১৬ সাল থেকে কোপা আমেরিকার কোন সংস্করণে কে চ্যাম্পিয়ন হয়েছে, সেটার পুরো তালিকা দেখে নিন। আর সেটা দেখলে ব্রাজিলকে কার্যত শিশু মনে হবে। (ক্লিক করে দেখুন এখানে)
ARG vs COL Final LIVE: চ্যাম্পিয়ন আর্জেন্তিনা!! সর্বাধিক কোপার মালিক হলেন মেসিরা
চ্যাম্পিয়ন আর🌼্জেন্তিনা!!! কোপা আমেরিকার বাদশা আর্জেন্তিনা। উরুগুয়েকে ছাপিয়ে সর্বাধিক কোপা আমেরিকার খেতাব জয়ের নজির গড়ল আ🌃র্জেন্তিনা। শুধু যে খেতাব জয়ের নিরিখে কোপার রাজা হল আর্জেন্তিনা, তা মোটেও নয়। আর্জেন্তিনার মতো এতবার কেউ রানার্স-আপও হয়নি
ARG vs COL Final LIVE: ১১২ মিনিটে গোওওওওল আর্জেন্তিনার, প্রায় হাতের মুঠোয় কোপা
১১২ মিনিট: গোওওওওওওওওওওওওওওওওওওওওওওওল। গোল করলেন লাউতারো মার্টিনেজ। যে গোলটা তৈরি✅ হয় লো সেলসোর ফ্লিকে। মার্টিনেজ বক্সের মধ্যে থেকে একেবারে গোলের কোণা লক্ষ্য করে শট মারেন। গোওওওওওল! প্রায় হাতের মুঠোয় কোপা আমেরিকার খেতাব।
ARG vs COL Final LIVE: দুরন্ত ব্লক, কোপার ফাইনালে মেসিদের রাখলেন মার্টিনেজ!
১০৯ মিনিট: আর্জেন্꧟তিনাকে কোপা আমেরিকার ফাইনালে বাঁচিয়ে রাখলেন লিসান্দ্রো মার্টিনেজ!!!! বক্সের মধ্যে মাতেউস উরিবে বলটা পান। শট নেওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ ছিল। কিন্তু অবিশ্বাস্য ব্লক লিসান্দ্রোর। কর্নার পেল কলম্বিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লক। কারণ পেনাল্টি শ্যুট-আউটে ম্যাচ গড়ালꩲে চোখ বুজে অ্যাডভান্টেজ আর্জেন্তিনার।
ARG vs COL Final LIVE: কাউন্টডাউন শুরু, শেষ ১৫ মিনিটের খেলা শুরু
পেনাল্টি শ্যুট-আউটের কাউন্টডাউন শুরু হয়ে গেল। শেষ ১৫ মিনিটের খেলা শু꧒রু হল। কে ডেডলক 🅰ভাঙবে? নাকি পেনাল্টিতেই ফয়সালা হবে ২০২৪ সালের কোপা ফাইনালের?
ARG vs COL Final LIVE: কোপা ফাইনালে এখনও হল না গোল, ১৫ মিনিট পরেই পেনাল্টি
শেষ এক্সট্রা টাইমের প্রথমার্ধের খেলা। এখনও গোলশূন্য আছে কোপা ফাইনালের ফলাফল। নির্ধারিত ৯০ মিনিটের শেষটা এবং এক্সট্রা টাইমের শুরুটা ভালো করে আর্জেন্তিনা। তারপর আবার ছন্দে ফেরে কলম্বিয়া। যাই হোক, আর ১৫ মিনিট পড়ে♔ আছে। তারপরও দু'দলই গোলের সংখ্যা সমান হলে পেনাল্টি শ্যুট-আউট হবে।
ARG vs COL Final LIVE: মোজিকার দারুণ ক্রস, দুর্দান্ত ডিফেন্ডিং মার্টিনেজের
১০৪ মিনিট: আর্জেন্তিনার বক্সের মধ্যে দুর্দান্ত ক্রস মোজিকার। একটা সময় মনে হচ্ছিল যে দিয়াজ বলট🍨া পেয়ে যাবেন। কিন্তু দিয়াজ আসার আগেই বলটা ছিনিয়ে নেন লিসান্দ্রো মার্টিনেজ। বিপন্মুক্ত করে দেন।
ARG vs COL Final LIVE: আরিয়াসের শট, ফের ডিফ্লেকশন হল
১০২ মিনিট: আর্জেন্তিনার সাময়িক চাপের পরে ফের⭕ আক্রমণে কলম্বিয়া। আরিয়াসের সাম𓆏নে বেশ কিছুটা জায়গা ছিল। হাতে সময়ও ছিল। দূর থেকে শট নিলেন। তবে ডিফ্লেকশন হল। সহজেই বলটা ধরলেন আর্জেন্তিনার গোলকিপার মার্টিনেজ। কর্নার হতে দিলেন না।
ARG vs COL Final LIVE: জোড়া পরিবর্তন আর্জেন্তিনার
৯৭ মিনিট: জোড়া পরিবর্তন আর্জেন্তিনার। মাঠে নামলেন লো সেলসো এবং লাউতারো মার্টিনেজ। উঠে গেলেন এনজো এবং ম্যাক অ্যালিস্টার। আর্জেন্তিনার কোচ স্কোলানির উদ্দেশ্যটা একেবারে স্পষ্🅺ট।
ARG vs COL Final LIVE: ভালো মুভমেন্ট আর্জেন্তিনার, মিলল সুযোগ
৯৫ মিনিট: দারুণ মুভমেন্ট আর্জেন্তিনার। বক🙈্সের মধ্যে দারুণভাবে ঢুকে আসেন ডি পল। কাটব্যাকটা পান গ🍬ঞ্জালেজ। প্রথম টাচেই শট নেন। কিন্তু সরাসরি বলটা লাগে কলম্বিয়ার গোলকিপারের শরীরে। যিনি বলটা ধরে নেন।
ARG vs COL Final LIVE: শুরু এক্সট্রা টাইমের খেলা
এক্সট্রা টাইমের প্রথম♏াꦏর্ধের খেলা শুরু হল। কলম্বিয়াকে এবার চাপে ফেলে দিয়েছে আর্জেন্তিনা। বিশেষত নির্ধারিত সময়ের ৯০ মিনিটের মিনিট দুয়েক আগে থেকে একাধিক সুযোগ পায় আর্জেন্তিনা।
ARG vs COL Final LIVE: শেষ কোপা ৯০ মিনিটে! এক্সট্রা টাইমে গড়াল ফাইনাল
শেষ নির্ধারিত ৯০ মিনিটের♏ খেলা। গোলশূন্য থাকল ম্যাচ। এবার এক্সট্রা টাইমের খেলা হল। সেমিফাইনাল পর্যন্ত কোনও𝔍 এক্সট্রা টাইম ছিল না। ফাইনালেই আছে। ৩০ মিনিটের এক্সট্রা টাইম হবে।
ARG vs COL Final LIVE: আরও ১টা সুযোগ হাতছাড়া আর্জেন্তিনার
৯০+১ মিনিট: খেলার শেষলগ্নে কলম্বিয়ার উপর চাপ বাড়াল আর্জেন্তিনা। প🍬রপর কয়েকটি সুযোগ তৈরি ফেলে। এবার বক্সের𒊎 মধ্যে দারুণ জায়গায় চলে আসেন ডি'মারিয়া। তাঁকে শুধু একটাই কাজ করতে হত। সেটা হল যে কলম্বিয়ার গোলকিপারকে টপকাতে হত। কিন্তু ভারসাম্য রাখতে পারলেন না।
ARG vs COL Final LIVE: ৮৮ মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া আর্জেন্তিনার
৮৮ মিনিট: সুবর্ণ সুযোগ হাতছাড়া আর্জেন্তিনার। ডি'মারিয়া যে ক্রসটা বাড়ান🐓, সেটা গোলের সামনে ব🅠াড়ান নিকো গঞ্জালেজ। ফাঁকা গোলে বলটা স্রেফ ঢোকাতে হল। কিন্তু জুলিয়ান আলভারেজ সময়মতো পৌঁছাতে পারলেন না। সুবর্ণ সুযোগ হাতছাড়া।
ARG vs COL Final LIVE: বাজে ক্রস ডি'মারিয়ার
৮৭ মিনিট: বক্সের মধ্যে ডি'মারিয়া ভালো একটা ক্রস বাড়াতে পারলে সুযোগ তৈরি হতে পারত আর্জেন্তিনার। কিন্তু তাঁর ক্রসটা আহামরি ছিল না। ক্র𒁏িশ্চিয়ান রোমেরো ব𒅌লটা রাখতে পারলেন না।
ARG vs COL Final LIVE: বক্সের বাইরেই ফ্রি-কিক হামেসের, মারলেন ওয়ালে
৮২ মিনিট: আর্জেন্তিনার ডিফেন্সের উপরে ফের চাপ তৈরি 𝔉হামেস রদ্রিগেজের। আর্জেন্তিনার বক্সের কাছে ফ্রি-কিক আদায় করে নেন। কিন্তু সুযোগের সদ্বব্যবহার করতে পারেননি। গোলারꦏ মতো শট মারেন। তা আর্জেন্তিনার ওয়ালে আছড়ে পড়ে।
ARG vs COL Final LIVE: হামেসের বল, হেডার কুয়েস্তার, লক্ষ্যভ্রষ্ট
৭৮ মিনিট: ফ্রি-কিক 🥀থেকে আর্জেন্তিনার বক্সেꦡ বলটা ভাসিয়ে দেন হামেস রদ্রিগেজ। কুয়েস্তার হেডার। কিন্তু আগেরবারে মতোই এবারও বলটা নীচে রাখতে পাখলেন না। সুযোগ হাতছাড়া কলম্বিয়ার।
ARG vs COL Final LIVE: জালে বল জড়ালেন মেসির পরিবর্তন, তবে অফসাইড
৭৬ মিনিট: গোওওওওওওওওওওওওল! কলম্বিয়ার জালে বল জড়িয়ে দিল আর্জেন্তিনা। মেসির জায়গায় নামা নিকো গঞ্জালেজ গোল করলেন। নাকি না? ও!! ন♑া!! অফসাইডের জন্য পতাকা তুলে দিলেন সহকারী রেফারি। বাতিল গোল।
ARG vs COL Final LIVE: হাউ-হাউ করে কান্না মেসির, মন ভাঙল ফুটবলপ্রেমীদের
চোটের জন্য মাঠ ছাড়ার পরে হাউ-হাউ করে কাঁদতে থাকেন লিওনেল মেসি। তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু মাঝপথেই কোপার ফাইনাল থেকে উঠে যাওয়ার পর যন্ত্রণায় কাঁদতে থ✱াকেন। যে দৃশ্যটা ফুটবলপ্রেমীদের হৃদয় ভেঙে চুরমার করে দিল।
ARG vs COL Final LIVE: পরিবর্তন আর্জেন্তিনার
৭২ মিনিট: পরিবর্তন আর্জেন্তিনার। মোলিনা নামলেন। মন্টিয়েলকে তুলে নিলেন স্কোলানি। যিনি মিনিট দুয়েক আগেই একটা সুযোগ তৈরি করেন। তবে কোনও লাভ হ🅠য়নি।
ARG vs COL Final LIVE: কোপা ফাইনাল শেষ মেসির জন্য, চোখের জলে ছাড়লেন মাঠ
৬৬ মিনিট: চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি। এরকমভাবে কখনওই ছাড়তে চাননি মাঠ। কিন্তু ভাগ্যের পরিহাসে তাঁকে মাঠ ছাড়তে হল। মাঠ ছাড়ার সময় কেঁদে ফেললেন। তাঁর জায়গায় নামলেন নিকো গঞ্জালꦺেজ।
ARG vs COL Final LIVE: ফের শুয়ে পড়েছেন মেসি
৬৪ মিনিট: আবারও মেসি শুয়ে পড়েছেন। তাঁকে দেখে মনে হচ্ছে যে পুরনো চোটটাই ভোগাচ্ছে। আর্জেন্তিনার ফ্যানদের ফের উদ্বেগ বাড়ল। এই চোটটা বারবা♓র ভোগাচ্ছে মেসিকে।
ARG vs COL Final LIVE: হামেসকে ফাউল, হলুদ কার্ড ম্যাক অ্যালিস্টারকে
৬২ মিনিট: কো𓄧পা আমেরিকার ফাইনালে দ্বিতীয় হলুদ কার্ড। প্রথম হলুদ কার্ড দেখলেন আর্জেন্তিনার কোনও খেলোয়াড়। হামেস রদ্রিগেজকে ফাউল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। হলুদ কার্ড দেখান রেফারি। তারপর লারমা অনেকটা দূর থেকে শไট নেন। কয়েক যোজন দূর দিয়ে বেরিয়ে গেল।
ARG vs COL Final LIVE: ফ্রি-কিক আর্জেন্তিনার
৬০ মিনিট: ডি'মারিয়াকে ফাউল লারমার। ফ্রি-কিক আর্জেন্তিনার। কোনও বিপদ হয়নি কলম্বিয়ার। তারইমধ্যে তুমুল উত্তেজিত দেখায় স্কোলানিকে। কোনও একটা বিষয় নিয়ে তুমুল উত্তেজিত হয়ে প🐲ড়েন আর্জেন্তিনার কোচ। তাঁকে শান্ত করেন সাপোর্ট স্টাফরা।
ARG vs COL Final LIVE: ডি'মারিয়ার শট, সহজ সেভ ভারগাসের
৫৮ মিনিট: বক্সের বাঁ-দিকে বলটা পেলেন ডি'মারিয়া। বাইরের দিকে বেরিয়ে গোলের দিকে শট নেন। যদিও মনের মতো শটটা নিতে পা💯রেননি।♏ ক্যামিলো ভারগাস সহজেই বলটা ধরে নেন।
ARG vs COL Final LIVE: কাট করে ঢুকে শট আরিয়াসের
৫৪ মিনিট: কাট করে ভিতরে ঢুকলেন আরিয়াস𒅌। বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো শট নে✨ওয়ার চেষ্টা। তবে আর্জেন্তিনার খেলোয়াড়ের গায়ে লেগে বলটা মাঠের বাইরে বেরিয়ে গেল।
ARG vs COL Final LIVE: লড়াই মার্টিনেজ এবং দিয়াজের
৫২ মিনিট: লিসান্দ্রো মার্টিনেজ এবং লুইস দিয়াজ দুজনেই বলটার জন্য গেলেন। কিন্তু দিয়াজের মুখে🥃 কনুই লাগল আর্জেন্তিনার তারকার। যদিও কোনও কার্ড দেখাননি রেফারি।
ARG vs COL Final LIVE: ম্যাক অ্যালিস্টারের আক্রমণ, ভালো ব্লক কলম্বিয়ার গোলকিপারের
৪৮ মিনিট: বক্সের মধ্🐓যে বল পেলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। কিন্তু গোল হল না। কলম্বিয়ার গোলকিপার বলটা ব্লক করে দিলেন। ম্যাচে তাঁর প্রথম ঠিকঠাক সেভ। শেষপর্যন্ত বলটা বের করে দিলেন রিচার্ড রিয়োস। আপাতত খেলার ফলাফল -🙈 আর্জেন্তিনা ০-০ কলম্বিয়া।
ARG vs COL Final LIVE: দ্বিতীয়ার্ধের শুরুতেই শট কলম্বিয়ার
৪৭ মিনিট: বক্সের ডানদিক থেকে ডানপায়ে শট সান্তিয়াগো আরিয়াসের। তবে গোল হল না। দ্বিꦺতীয়ার্ধের শুরুতেই নিজেদের মানসিকতা বুঝিয়ে দিল কলম্বিয়া।
ARG vs COL Final LIVE: শুরু কোপা ফাইনালের দ্বিতীয়ার্ধ, মেসিরা গোল করবেন?
শুরু দ্বিতীয়ার্ধের খেলা। প্রথ🐎মার্ধে ভালো খেললেও ক🦩লম্বিয়াকে সতর্ক থাকতে হবে। কারণ আর্জেন্তিনা একটা গোল করে দিলেই তাদের পক্ষে ম্যাচে ফেরাটা কঠিন হয়ে যাবে। অন্যদিকে আবার আর্জেন্তিনা প্রথমার্ধে আহামরি না খেললেও দ্বিতীয়ার্ধে ম্যাচের রং পুরোপুরি পালটে দিতে পারে। লিওনেল মেসি বা অ্যাঞ্জেল ডি'মারিয়ার একটা অসামান্য স্কিলেই বদলে যেতে পারে ম্যাচের ভাগ্য।
ARG vs COL Final LIVE: কোন দল কতবার কোপা আমেরিকা জিতেছে?
আর্জেন্তিনা এবং উরুগুয়ে জিতেছে ১৫ বার। ন'বার জিতেছে ব্রাজিল। ১২টি ফাইনালে হেরেছে। ২০২১ সালের ফাইনালে আর্জেন্তিনার কাছে হেরেছিল। ব্রাজিলের শেষ কোপা খেতাব এসেছিল ২০১৯ সালে। মারাকানায় পেরুকে ৩-১ গোলে হারিয়ে জিতেছౠিল। দু'বার করে কোপার খেতাব জিতেছে প্যারাগুয়ে, চিলি এবং পেরু। আর একবার করে জিতেছে কলম্ব🌳িয়া এবং বলিভিয়া। ইকুয়েডর এবং ভেনেজুয়েলা কখনও কোপা আমেরিকার খেতাব জেতেনি।
ARG vs COL Final LIVE: পজেশন থেকে গোলে শট- এগিয়ে থাকল কলম্বিয়া
প্রথমার্ধে বল পজেশনের নির🧸িখে এগিয়ে ছিল কলম্বিয়া। ৫২.২ শতাংশ বল পজেশন ছিল কলম্বিয়ার। আর্জেন্তিনার বল পজেশন ছিল ৪৭.৮ শতাংশ। কলম্বিয়া গোলে শট নেয় আটটি। তেকাঠিতে ছিল চারটি। আর্জেন্তিন⛎া গোলে শট নেয় তিনটি। তেকাঠিতে ছিল একটি।
ARG vs COL Final LIVE: গোলশূন্য প্রথমার্ধ, বার ও মার্টিনেজ বাঁচাল আর্জেন্তিনাকে
শেষ হল প্রথমার্ধের খেলা। গোলশূন্য অবস্থায় শেষ হল কোপা আমেরিকার ফাইনালের প্রথমা𒁃র্ধ। তবে খেলায় বেশি দাপট ছিল কলম্বিয়ার। অনেক বেশি সুযোগ তৈরি করেছিℱল। মার্টিনেজ কয়েকবার আটকে দেন। একবার বার বাঁচিয়ে দেয় আর্জেন্তিনাকে। তবে কলম্বিয়া আগে গোল করতে না পারলে বিপদ আছে। কারণ আর্জেন্তিনা স্রেফ একটা অ্যাটাকে খেলা ঘুরিয়ে
ARG vs COL Final LIVE: মেসির ফ্রি-কিক, বাইরে হেডার
৪৪ মিনিট: প্রথমার্ধের একেবারে শ🃏েষলগ্নে এগিয়ে যাওয়ার সুযোগ পেল আর্জেন্তিনা। তবে হাতছাড়া𒁃 করল। বিপজ্জনক জায়গায় নিকোলাস তাগলিয়াফিকোকে ফাউল করেন আরিয়াস। ফ্রি-কিক নেন মেসি। বক্সের মাঝখান থেকে হেডার তাগলিয়াফিকোর। তবে বলটা নীচে রাখতে পারেননি। বিপদ হল না কলম্বিয়ার।
ARG vs COL Final LIVE: রিয়োসের শট, মার্টিনেজ আছেন তো
৪১ মিনিট: বক্সের বাইরে ডানপায়ে শট রিচার্ড রিয়োসের। সহজেই বলটা ধরে নিলেন মার্টিꦛ✃নেজ। একটা লুজ বল থেকে সুযোগ পেয়ে যায় কলম্বিয়া। অষ্টম শট নিল গোলে।
ARG vs COL Final LIVE: হেডার আরিয়াসের, লক্ষ্যভ্রষ্ট হল
৪০ মিনিট: বক্সের মধ্যে থ💦েকে হেডার আরিয়াসের। সুযোগ হাতছাড়া। প্রথম ৪০ মিনিটে গোলের উদ্দেশে সাতটি শট নিয়েছে কলম্বিয়া। তিনটি তেকাঠিতে ছিল। দুটি শট নিয়েছে আর্জেন্তিনা। একটি তেকাঠিতে ছিল।
ARG vs COL Final LIVE: যন্ত্রণায় মেসি! তবে হাঁফ ছেড়ে বাঁচল আর্জেন্তিনা
৩৭ মিনিট: আর্জেন্তিনার ফ্যানদের হৃদকম্পন বেড়ে গিয়েছিল। তাঁকে ট্যাকল করেন জন আরিয়াসের। সেইসময় দু'জনেই জড়াজড়ি করে পড়ে ♉যান। মেসিকে দেখে মনে হচ্ছে যে বেশ লেগেছে। ত༒বে তিনি খেলা চালিয়ে যাচ্ছেন।
ARG vs COL Final LIVE: দুর্দান্ত সেভ মার্টিনেজের, দারুণ শট নেন লারমা
৩৩ মিনিট: কর্নার পেল কলম্বিয়া। বক্সের অনেকটা বাইরে আচমকা শট নেন জেফারসন লারমা। বল ও পায়ের দুর্দান্ত সংযোগ হয়। তবে আর্জেন্তিনার তেকাঠির নীচে তো আছেনই তিনি। আঙুল দিয়ে সেভ করে নিশ্চিত গোল রুখে দিলেন মার্টিনেজ। কর্নার ক✅লম্ব꧅িয়ার। কর্নার থেকে বিপদ হল না আর্জেন্তিনার।
ARG vs COL Final LIVE: বাজে ফাউল কর্ডোবার, হলুদ কার্ড দেখলেন
২৭🌠 মিনিট: বাজে ফাউল। কোপা আমেরিকার ফাইনালের প্রথম হলুদ কার্ড দেখলেন জন কর্ডোবা। আর্জেন্তিনার বক্সের লিসান্দ্রো মার্টিনেজকে চ্যালেঞ্জ। অনেক দেরিতে চ্যালেঞ্জ করেন। পরিষ্কার কার্ড হয়। সেটাই রেফারি দেখালেন। লেগেছে মার্টিনেজের। আপাত🤡ত তাঁর চিকিৎসা চলছে।
ARG vs COL Final LIVE: বক্সের মধ্যে থেকে হেডার, লক্ষ্যভ্রষ্ট
২৫ মিনিট: বাঁ-দিক থেকে ক্রস মোজিকার। বক্সের মধ্যে থেকে হেডার কর্ডোবার। তবে বলট♌া তেকাঠিতে রাখতে পারেননি। গোলকিক দেন রেফারি। যদিও কলম্বিয়ার খেলোয়াড়রা প্রতিবাদ করতে থাকেন। তাঁরা কর্নারের 𒅌দাবি করতে থাকেন।
ARG vs COL Final LIVE: আপাতত গোলশূন্য কোপার ফাইনালের ফলাফল
২৩ মিনিট: সামনের দিকে বড় বাড়ানোর চেষ্টা স্যাঞ্চেজের। তবে ক꧟েউ বলের নাগাল পেলেন না। বলটা সোজা গেল মার্টিনেজের কাছে। তিনি ধরে নিলেন। আপাতত খেলার ফলাফল -- আর্জেন্তিনা ০-০ কলম্বিয়া। তবে বেশি পজিটিভ সুযোগ তৈরি করেছে কলম্বিয়া।
ARG vs COL Final LIVE: ডি'মারিয়া ও মেসির কম্বিনেশন! বিপদ থেকে বাঁচল কলম্বিয়া
২০ মিনিট: বাঁ-প্রান্ত থেকে নীচু ক্রস ডি'মারিয়ার। পেনাল্টি বক্সের মাঝখানে মেসি বলটা পান। বলটা আসতেই শট নেন। তবে তাঁর শট ব্লক করে দিল কলম্বিয়ার ডিফেন্স। বড় ফ✅াঁড়া কাটল কলম্বিয়ার।
ARG vs COL Final LIVE: হামেসকে আটকাতে ফাউল আর্জেন্তিনার
১৪ মিনিট: বাজে ফাউল এনজো ফার্নান্দেজের। বিপজ্জনক জা▨য়গায় ফাউল করলেন। হামেসকে ধরতে গিয়ে যথেষ্ট ဣচাপে পড়ছে আর্জেন্তিনার ডিফেন্স, তা স্পষ্ট বোঝা গেল এই ফাউলে। তবে শেষপর্যন্ত কোনও বিপদ হয়নি আর্জেন্তিনার।
ARG vs COL Final LIVE: দুরন্ত বল হামেসের, বাঁচালেন মার্টিনেজ
১৩ মিনিট: দুর্দান্ত বল হামেস রদ্রিগেজের। কর্নার থেকে দারুণ বলটা তোলেন। হেড কুয়েস্তারܫ। বলটা গোলে থাকলেও আর্জেন্তিনার তেকাঠির নীচে আছ💮েন মার্টিনেজ। তিনি বলটা ধরে নিলেন।
ARG vs COL Final LIVE: কোপার ফাইনালে দাপুটে শুরু কলম্বিয়ার, পোস্ট বাঁচাল মেসিদের
১০ মিনিট: কোপা আমেরিকার ফাইনালের🐼 প্রথম ১০ মিনিটে আধিপত্য বজায় র💮াখল কলম্বিয়া। আর্জেন্তিনার প্রাথমিক দুটি আক্রমণের পরে পুরোটাই হলুদ হয়ে থাকল ফ্লোরিডার পিচ। আর একটু ভাগ্য ভালো থাকলে গোলও পেয়ে যেত কলম্বিয়া। লিওনেল মেসিদের বাঁচিয়ে দিল বার।
ARG vs COL Final LIVE: দুরন্ত হামেসদের! আর্জেন্তিনাকে বাঁচিয়ে দিল বারপোস্ট
৭ মিনিট: উফফফফফ! একটুর জন্য! বক্সের মধ্যে জন কর্ডোবাকে লক্ষ্য করে দুর্দান্ত বল বাড়ান✤ হামেস রদ্রিগেজ। কর্ডোবা দারুণ শট নেন। বলটা আর্জেন্তিনার গোলপোস্টের বাইরের দিকে বেরিয়ে গেল। অল্পের জন্য বেঁচে গেল আর্জেন্তিনা।
ARG vs COL Final LIVE: আর্জেন্তিনার ডিফেন্সে হানা কলম্বিয়ার, সেভ মার্টিনেজের
৬ মিনিট: ফাঁকা জায়গায় বল পেলেন দিয়াজ। আর্জেন্তিনার ডিফেন্স ভেদ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর্জেন্তিনার গোল লক🌟্ষ্য করে শট নিলেন। তাঁর নীচু শট সহজে🎐ই ধরে ফেলেন মার্টিনেজ। তবে আর্জেন্তিনার ডিফেন্সকে কিছুটা চাপে ফেলে দেন দিয়াজ।
ARG vs COL Final LIVE: কর্নার আর্জেন্তিনার
৩ মিনিট: কর্নার পেল আর্জেন্তিনা।🧸 তবে গোল পায়নি। কিন্তু কোপা আমেরিকার ফাইনালের শুরু থেকেই নিজেদের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন লিওনেল মেসিরা। তাঁর কর্নার সহজেই ক্লিয়ার করে দেয় কল
ARG vs COL Final LIVE: শুরুতেই আক্রমণে আর্জেন্তিনা, সুযোগ মিস আলভারেজের
১ মিনিট: ম্যাচের শুরুতেই আক্রমণ ⛦আর্জেন্তিনা। কলম্বিয়ার মধ্যে থেকে ডান পায়ে শট আলভারেজের। তবে গোলে থাকল না। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হ যাবতীয় বিশৃঙ্খলা, হই-হট্টগোলের পরে একেবারে দারুণ ছন্দে ম্যাচ শুরু আর্জেন্তিনার।
ARG vs COL Final LIVE: ৮২ মিনিট লেটে শুরু কোপা আমেরিকার ফাইনাল, কে জিতবে শিবোপা?
১ মিনিট: একটা সময় মনে হচ্ছিল যে কোপ👍া আমেরিক🐽ার ফাইনাল হয়তো পিছিয়ে যাবে। স্থগিত হয়ে যাবে। শেষপর্যন্ত সেটা হল না। নির্ধারিত সময়ের ৮২ মিনিট পরে কোপা আমেরিকার ফাইনাল শুরু হল।
ARG vs COL Final LIVE: শুরু কোপা ফাইনাল, আর্জেন্তিনা নাকি কলম্বিয়ার হাসি ফুটবে?
দীর্ঘ প্রতীক্ষার পরে কিক-অফ হল ফ্লোরিড🍰ার হার্ডরক স্টেডিয়ামে। ঐতিহাসিক ১৬ তম কোপা আমেরিকার জয়ের লক্ষ্যে নেমেছে আর্জেন্তিনা। আর ২০০১ সালের পরে ফের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হতে মরিয়া কলম্বিয়া। কার মুখে শেষ হাসি ফুটবে? উত্তরটা মিলবে🤡 ঘণ্টাদুয়েক পরেই।
ARG vs COL Final LIVE: হচ্ছে কোপা ফাইনাল
শুরু হচ্ছে কোপা আমেরিকার ফাইনাল। যাবতীয় বিশৃঙ্খলা, চূড়ান্ত বাজে পরিস্থিতির পরে অব♛শেষে শুরু হচ্ছে ম্যাচ। এখন জাতীয় সংগীত চলছে। নির্ধারিত সময়ের প্রায় ৮০ মিনিট পরে ম্যাচ শুরু হচ্ছে।
ARG vs COL Final LIVE: ভেন্টিলেশনের পাইপ দিয়ে মাঠে ঢোকার চেষ্টা, বাতিল কোপা ফাইনাল?
অভিযোগ উঠেছে যে ভেন্টিলেশন সিস্টেমের মধ্যে দিয়ে মাঠে ঢোকার চেষ্টা করছেন অনেকে। অভিযোগ, কয়েকজন ফ্যান স্টেডিয়ামের বাইরের একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন। একের পর এক ফ্যান ভেন্টিলেশন সিস্টেম দিয়ে মাঠের মধ্যে ঢোকার চেষ্টা♎ করছেন। এমনই পরিস্থিতি যে কয়েকজন সাংবাদিক বলতে শুরু করেছেন, টিকিট রিফান্ডের টাকা নিয়ে তৈরি থাকুক আয়োজকরা।
ARG vs COL Final LIVE: বিনা টিকিটের লোকেরা ঢুকে গিয়েছে মাঠে, উঠছে অভিযোগ
অভিযোগ উঠেছে যে বিনা টিকিটেই স্টেডিয়ামের ভিতরে ঢুকে গিয়েছেন অনেকে। আবার এমন অনেকে🌌ই আছেন, যাঁদের কাছে বৈধ টিকিট থাকলেও ঢুকতে দেওয়া হচ্ছে না। সবমিলিয়ে চূড়ান্ত বাজে পরিস্থিতি। অনেক সাংবাদিকের বক্তব্য, তাঁরা জীবনে অনেক খেলা কভার করেছেন। কিন্তু এরকম বাজে পরিস্থিতি কখনও ꦗদেখেননি।
ARG vs COL Final LIVE: ঠাসা গ্যালারি! এবার সত্যিই শুরু হতে পারে কোপা ফাইনাল
গিজগিজ করছে ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়াম। সেই দৃশ্যও🐬 দেখানো হচ্ছে। অবশেষে মনে হচ্ছে যে আর পিছিয়ে যাবে না ম্যাচ। যদি সেটাই হয়, তাহলে ভারতীয় সময় অনুযায়ী, সকাল ৬ টা ৪৫ মিনিটে কিক-অফ হবে কোপা আমেরিকার ফাইনালের। আপাতত ওয়ার্ম-আপ চলছে।
ARG vs COL Final LIVE: ১ ঘণ্টা ১৫ মিনিট পরে শুরু হবে কোপা ফাইনাল! আদৌও হবে তো?
রবিবার সন্ধ্যায় উইলম্বডন, রাতে ইউরো ফাইনাল দেখে ভোর-ভোর অ্যালার্ম দিয়ে কোপা ফাইনাল দেখার জন্য উঠেছিলে♉ন? দাঁড়ান, দাঁড়ান! কারণ আরও পিছিয়ে গেল কিক-অফ টাইম। স্থানীয় সময় অনুযায়ী, রাত ৯ টা ১৫ মিনিট শুরু হবে কোপা আমেরিকার ফাইনাল। যে ম্যাচটা আদতে রাত আটটায় শুরু হওয়ার কথা ছিল। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী যে ম্যাচটা ভোর ৫ টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল, সেটা শুরু হবে সকাল ৬ টা ৪৫ মিনিটে।
ARG vs COL Final LIVE: দ্বিতীয়বার ওয়ার্ম-আপে নামছেন, আরও পিছোচ্ছে কোপা ফাইনাল
কোনওভাবেই সকা🧔ল ৬ টা ১৫ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী) থেকেও কোপা আমেরিকার ফাইনাল শুরু হবে না। ৬ টা ১৫ মিনিট বাজতে পাক্কা এক মিনিট বাকি। সবে 🐈নতুন করে ওয়ার্ম-আপ করতে নামলেন খেলোয়াড়রা।
ARG vs COL Final LIVE: বাইরে আটকে পরিবার, কোপা ফাইনালের আগে বিরক্ত ফুটবলাররা
রিপোর্ট অনুযায়ী, খেলোয়াড়রাও চূড়ান্ত বিরক্ত হয়েছেন। কারণ তাঁদের পরিবারের সদস্যরা মাঠের বাইরে আটকে আছে�𒆙�ন। কতটা অব্যবস্থা হলে এরকম হয় যে এরকম একটা টুর্নামেন্টের ফাইনালের আগে খেলোয়াড়রা নিজেদের উপর ফোকাস করতে পারছেন না। চিন্তা করতে হচ্ছে পরিবারের সুরক্ষা নিয়ে।
ARG vs COL Final LIVE: কোপার ফাইনালে চরম অব্যবস্থা, বিশ্বকাপ কীভাবে করবে?
এরকম চূড়ান্ত অব্যবস্থা নিয়ে কীভাবে ২০২৬ সালে আমেরিকায় ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হবে, তা নিয়ে প্রশ্ন উঠে গেল। কোপা আমেরিকার মতো হাইপ্রোফাইল টুর্নামেন্টের ফাইনাল নাকি নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পরে কিক-অফ হচ্ছে (তাও হবে কিনা, নিশ্চয়তা নেই)। বিশ্বকাপে কী পরিস্থিতি হতে পারে, সেটা ভেবেই শিউরে উঠছেন অনেকে। উল্লেখ্য, হার্ডরক স্টেড⛄িয়ামে বিশ্বকাপের সাতটি ম্যাচ হবে।
ARG vs COL Final LIVE: আরও ১৫ মিনিট পিছোল কোপার ফাইনাল! ভয়াবহ অবস্থা
যে আশঙ্কাও করা হচ্ছিল, সেটাই হল। রিপোর্ট অনুযায়ী, আরও ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হল কিক-অফের সময়। সকাল ৬ টা ১৫ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী) থেকꦫে কোপা আমেরিকার ফাইনাল শুরু হবে। স্থানীয় সময় অনুযায়ী, রাত ৮ টা ৪৫ মিনি꧑টে শুরু হবে কোপা আমেরিকার ফাইনাল।
ARG vs COL Final LIVE: লক-ডাউন হয়ে গিয়েছিল স্টেডিয়ামের বাইরে, চরম অব্যবস্থা
ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামের বাইরে ভয়াবহ অবস্থা হয়েছিল। ভয়াবহ মানে ভয়াবহ অবস্থা। স্টেডিয়ামে লকডাউন করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে খুব ধীরে-ধীরে ফ্যানদের স্টেডিয়ামে ঢোকানো হতে থাকে। ছবিতে দেখা গিয়েছে যে কলম্বিয়ার ফ্যানেরা একে অপরের উপরে পড়ে গিয়েছেন♛।
ARG vs COL Final LIVE: এখনও মাঠে নামেননি খেলোয়াড়রা, আরও পিছিয়ে যাবে কোপা ফাইনাল?
খেলোয়াড়রা এখনও মাঠে নামেননি। আর সেটা থেক🎉ে আশঙ্কা করা হচ্ছে যে ফের পিছিয়ে যেতে পারে কোপা আমেরিকার ফাইনাল। এমনিতেই এবার কোপার আয়োজনের ক্ষেত্রে একাধিক ফাঁকফোকর ছিল বলে অভিযোগ উঠেছে। খোলাখুলি সুরক্ষা ব্যবস্থা নিয়ে উষ্মাপ্রকাশ করেছে বিভিন্ন দল। তারইমধ্যে চরম অব্যবস্থা দেখা গেল।
ARG vs COL Final LIVE: ফাইনালে সেরাটা দিতে বদ্ধপরিকর মেসি
ফাইনালের আগে পর্যন্ত এবারের কোপা আমেরিকায় লিওনেল মেসি তেমন ফর্মে নেই। সেমিফাইনালে একটি গোল করেছেন বটে। কিন্তু তাঁর পায়ের চোটটা ভোগাচ্ছে। ট্রেডমার্ক পায়ের কাজ দেখালেও সেই মেসি-মেসি বিষয়টা পুরো নেই। যদিও মেসি জানিয়েছেন যে ফাইনালে নিজের সেরাটা উজাড় করে দেবেন। এমনিতে যা মে♋সি খেলেছেন, সেটা আর পাঁচজন খেললে বলা হত যে ভালো ফর্মে আছেন। কিন্তু মেসি তো মেসিই। তিনি নিজেই নিজের মাপকাঠি ঠিক করেন।
ARG vs COL Final LIVE: মেসির দেশের লেজেন্ড ডি'মারিয়া
এখনও পর্যন্ত আর্জেন্তিনার জার্সিতে ১৪৪টি ম্যাচ খেলেছেন ৩৭ বছরের অ্যাঞ্জেল ডি'মারিয়া। করেছেন ৩১টি খেলেছেন। মোট ছ𒊎'টি 🀅কোপা আমেরিকার ফাইনাল এবং চারটি বিশ্বকাপ খেলেছেন। ২০০৮ সালে যখন বেজিং অলিম্পিক্সে আর্জেন্তিনা সোনা জিতেছিল, তখন ম্যাচের একমাত্র গোলটা করেছিলেন ডি'মারিয়া।
ARG vs COL Final LIVE: কেন ম্যাচের কিক-অফ টাইম পিছিয়ে গেল?
ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামের বাইরে যে চূড়ান্ত অব্যবস্থা তৈরি হয়েছে, তার জেরে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের কিক-অফ টাইম পালটে দেওয়া হয়েছে। ফাইনালের জন্য মাঠের বাইরে হাজার-হাজার দর্শক অপেক্ষা করছিলেন। তারইমধ্যে দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয় যে যাঁদের কাছে শুধুমাত্র টিকিট আছেন, তাঁরাই মাঠে ঢুকতে পারবেন। যখন ফের মাঠে ঢুকতে দেওয়া হবে, তখন তাঁদেরই শুধু ছাড়া হবে। সেই পরি🗹স্থিতিতে ওয়ার্ম-আপের মধ্যেই লকার রুমে ফিরে যান খেলোꦰয়াড়রা।
ARG vs COL Final LIVE: আরও ১টা ফাইনালে গোল করে বিদায় জানালেন ডি'মারিয়া, আশাবাদী মেসি
কোপা আমেরিকার ফ☂াইনালটাই হতে চলেছে দেশের জার্সিতে অ্যাঞ্জেল ডি'মারিয়ার শেষ ম্যাচ। আর ফাইনালে গোল করে ডি'মারিয়া নিজের কেরিয়ার শেষ করতে পারবেন বলে আশাবাদী লিওনেল মেসি। তিনি বলেন, 'কে জানে, ও হয়তো ফাইনালে আরও একটা গোল করবে। ঠিক যেমন ওর আগে ⛎খেলা সব ফাইনালে গোল করেছে। দারুণ হবে সেটা।'
ARG vs COL Final LIVE: ৩০ মিনিট দেরিতে শুরু হবে ফাইনাল! প্রশ্নের মুখে CONMEBOL
নির্ধারিত সময়ের ৩০ মিনিট পরে শুরু হবে কোপা আমেরিকার ফাইনাল। ভোর ৫ টা ১৩ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন (CONMEBOL) তরফে জানানো হল যে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পরে শুরু হবে কোপা আমেরিকার ফা🦩ইনাল। অর্থাৎ ৬ টা থেকে ফাইনাল শুরু হবে। স্থানীয় সময় অনুযায়ী, রাত ৮ টা ৩০ মিনিটে ফাইনাল শুরু হবে।
ARG vs COL Final LIVE: ত্রিমুকুট জেতার লক্ষ্যে আর্জেন্তিনা, হতে পারবে স্পেন?
২০০৮ সালে ইউরো জিতেছিল স্পেন। ২০১০ সালে বিশ্বকাপ জিতেছিল। ২০১২ সালে ফের 🔯ইউরো জিতেছিল। আর সেই ত্রিমুকুট জয়ের নজির স্পর্শ করতে পারে আর্জেন্তিনা। ২০২১ সালে কোপা আমেরিকা জেতেন মেসিরা। ২০২২ সালে বিশ্বকাপ জেতেন। আর আজ কোপা আমেরিকা জিতলে✨ স্পেনের মতো ত্রিমুকুট জিতে ফেলবেন তাঁরা।
ARG vs COL Final LIVE: কলম্বিয়ার প্রথম একাদশে কারা আছেন?
কোপা ফাইনালে ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজাল কলম্বিয়া। প্রথম একাদশে আছেন - ক্যামিলো ভারগাস,♏ ডেভিনসন স্যাঞ্চেজ, কার্লোস কুয়েস্তা, জোহান মোজিক💯া, সান্তিয়াগো আরিয়াস, হামেস রদ্রিগেজ, জেফারসন লারমা, রিচার্ড রিয়োস, জন কর্ডোবা, লুইস দিয়াজ এবং জন আরিয়াস।
ARG vs COL Final LIVE: শেষ ম্যাচে প্রথম একাদেশ ডি'মারিয়া, কিক-অফ একটু পরেই
আর্জেন্তিনার জার্সিতে শেষ ম্যাচে প্রথম একাদশে থাকলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তাঁকে প্রথম একাদশে রেখেই দল সাজিয়েছেন লিওনেল স্কোলানি। আর্জেন্তিনার প্রথম একাদশ -- এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েস, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্র🔥িগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি'মারিয়া, লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ।
ARG vs COL Final LIVE: আজ জিতলেই কোপার সবথেকে দল হবে আর্জেন্তিনা
সর্বাধিক কোপা আমেরিকা জয়ের তালিকার শীর্ষে যুগ্মভাবে আছে উরুগুয়ে এবং আর্জেন্তিনা। দুটি দলই ১৫ বার করে কোপা আমেরিকা জিতেছে। আজ জিতলে উরুগুয়েকে ছাপিয়ে যাবে আর্জেন্তিনা। তবে উরুগুয়ের থেকে অনেক বেশি ফাইনালে খেলেছে মেসির দেশ। ২৯ বার কোপার ফাইনাল খেলেছ꧑ে আর্জেন্তিনা। সেখানে উরুগুয়ে ২১টি ফাইনাল খেলেছে।
ARG vs COL Final LIVE: রেকর্ড কোপার লক্ষ্যে আর্জেন্তিনা, হতে পারবে সেই স্পেন?
রেকর্ড ১৬ তম কোপা আমেরিকা জিতবে আর্জেন্তিনা? নাকি🃏 ২৩ বছরে নিজেদের প্রথম কোপা জিতবে কলম্বিয়া? আজ সেই উত্তরটা মিলবে ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে। লিওনেল মেসিরা যদি আজ জিততে পারেন, তাহলে ত্রিমুকুট জয়ের নজির গড়বে আর্জেন্তিনা। যে রেকর্ডের সঙ্গে একমাত্র তুলন𝐆া করা যেতে পারে ২০০৮ সাল থেকে ২০১২ সালের মধ্যে স্পেনের তিন মুকুট জয়ের সঙ্গে। সেটা কি হবে? নাকি ২০০১ সালের পরে ফের কোপা জিতবেন হামেস রদ্রিগেজরা?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।