আইএসএলের মাঝমরশুমে পৌঁছে একাধিক সমস্যায় জেরবার এটিকে মোহনবাগান। চোট-আঘাত সমস্যায় একেবারে তাদের নাজেহাল দশা। সঙ্গে বিদেশি প্লেয়ারদের চোট তাদের বড় সমস্যায় ফেলেছে। আইএসএলের অর্ধেক মরশুম ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। কিন্তু এটি🔜কে মোহনবাগান𒈔 এখনও পর্যন্ত ৬ জন ফিট বিদেশিকে একসঙ্গে মাঠে নামাতে পারেনি। ফলে আইএসএলের অন্যান্য কোচেদের থেকে জুয়ান ফেরান্দোর কাজটা বেশ বেশি কঠিন হয়ে উঠেছে।
আইএসএলের প্রতিটা ম্যাচের আগে বা পরে এই নিয়ে স্বাভাবিক কারণেই ঘ্যানঘ্যান করে চলেছে এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। তিনি বারবার সাংবাদিকদের বলেছেন, অন্যান্য দল যেখানে ৬ জন বিদেশি নিয়ে খেলছে, সে🧜খানে তাঁকে লড়তে হচ্ছে কখনও তিন, আবার কখনও বা চার জন বিদেশি নিয়ে। স্বাভাবিক ভাবেই খেলার ফলে তারতম্য ঘটছে।
আরও পড়ুন: পোগবার পরিবর্ত খুঁজে ඣনিল ATK Mohun Bagan, নতুন বছরে যোগ দিচ্ছেন সার্বিয়ান তারকা
সম্প্রতি ফ্লো🅰রেন্তিন পোগবার পরিবর্তে সবুজ-মেরুন দলে নিয়েছে সার্বিয়ার ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচকে। পোগবা চোটের কারণে আইএসএলের একটি ম্যাচও খেলতে প🌜ারেনি। তাঁর চোটের জায়গায় অস্ত্রোপচার হয়েছে। এবং তাঁকে এই মরশুমে আর পাওয়াই যাবে না।
পাশাপাশি জনি কাউকোও চোটের কারণে ছিটকে গিয়েছেন। তাঁর🙈ও অস্ত্রোপচার হয়েছে। এবং এই মরশুমে তাঁকেও পাওয়া যাবে না। তাঁর জায়গাতেও পরিবর্ত হিসেবে ফুটবলার খুঁজছিল এটিকে মোহনবাগান। জানা গিয়েছে, বাগানে এ বার যোগ দিতে চলেছেন প্রাক্তন নর্থ ইস্ট তারকা মিডফিল্ডার ফেডের🌜িকো গালেগো। তবে ফেরান্দো নিজেই বলেছিলেন, দলে কাউকোর বদলে একজন নম্বর ৯ আনবেন। কিন্তু গালেগো মুলত অ্যাটাকিং মিডফিল্ডার।
আরও পড়ুন: ওদের সীমা♍হীন বাজেট, ২ দলের মানই তফাৎ গড়ে দিল- MCFC ম্যাচ হেরে কাঁদুনি EB কোচের
উরুগুয়ের এই মিডফিল্ডার বর্তমান এটিকে মোহনবাগানের দলে যোগ দিলে ফেরান্দোর দল কিছুটা হলেও অক্সিজেন পাবে। কিন্তু একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, তা হলওে কি ফেরান্দো দলে কোনও নতুন নম্বর ৯ নেবেন না? পেত্রাতোস দিয়েই এই মরশু🍎ম শেষ করবেন? না কি দলে আরও কিছু পরিবর্তন দেখা যেতে পারে? সময়ই এর উত্তর দেবে।
নুরিদ্দিনকে ছেড়ে দিল মহামেডান
এ দিকে চলতি আইলিগে একেবারে হতশ্রী দশা মহামেডানের। এই পরিস্থিতিতে দলে পরিবর্তন প্রয়োজন। ইতিমধ্যেই নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কিবু ভিকুনা। এ বার তারকা মিডফিল্ডার নুরিদ্দিন দাভ্রোনভকে ছেড়ে দিল মহামেডা𒐪ন। সোমবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছে মহমেডান। চলতি মরশুমে সেই ভাবে দাগ কাটতে পারেননি নুরুদ্দিন। চলতি আইলিগে আট ম্যাচে মাত্র একটিই অ্যাসিস্ট করেছেন। এ দিকে নিকোলা স্টোজানোভিচ আসার ফলে তাজিক এই মিডফিল্ডারের বিদায় এক প্রকার নিশ্চিত ছিল। তবে নুরিদ্দিনের পরিবর্তে কাকে নেয় মহমেডান, সেটাই এখন ꦇদেখার!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।