চলতি আইএসএলে এটিকে মোহনবাগানকে একেবারেই চেনা ছন্দে পাওয়া যায়নি। ধারাবাহিকতার অভাব থেকে, আত্মবিশ্বাসের সঙ্গে ফুটবল খেলা, বা গোলের মুখ খোলা- সবেতেই পিছিয়ে সবুজ-মেরুন বাহিনী। তারকাখচিত দল হওয়া সত্ত্বেও কোনও মতে আইএসএলের লিগ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। এর সবচেয়ে বড় কারণ পজিটিভ স্ট্রাইকারের অভাব। নম্বার নাইন না নেওয়ার জ🅺েদ দেখিয়েছেন জুয়ান ফেরান্দো। যার জন্য গোলের জন্য হাহুতাশ করতে হচ্ছে এটিকে মোহনবাগানকে।
এটিকে মোহনবাগানের পারফরম্যান্স একেবারেই খুশি নন টিম কর্তৃপক্ষ। আস্থা হারিয়েছে জুয়ান ফেরান্দোর উপর থেকেও। আইএসএলের ফাই꧃নালে উঠতে না পারলে এবং চ্যাম্পিয়ন হতে না পারলে, ফেরান্দোোর বিদায় কার্যত নিশ্চিত। এমন ভাবনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: সেরা ছয়ে থাকার মতো দল নয় ইস্টবেঙ্গল- চেন্💞নাইয়িনের কাছে হেরে পাল্টি খেলেন EB কোচ
এমন কী নতᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚুন কোচ কে হতে পারেন, তা নিয়েও নাকি এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ আলোচনা শুরু করে দিয়েছে। এ ক্ষেত্রে নাম ভেসে আসছে এটিকে-কে চ্যাম্পিয়ন করা আন্তো꧃নিও লোপেজ হাবাস এবং জোসে মোলিনার নাম। এই দুই কোচের মধ্যে একজন সম্ভাবনাকে ফিরিয়ে আনার সম্ভাবনা প্রবল। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, সুপার কাপের আগে আপাতত কোচ বদল করবে না এটিকে মোহনবাগান।
সম্প্রতি বেঙ্গালু এফসি-র বিরুদ্ধে হেরে যাওয়ার পর জামশেদপুরের সঙ্গে ড্র করেছে এটিকে মোহনবাগান। কোচ জুয়ান ফেরান্দোর উপর ক্ষোভের আগুন বাড়ছে সবুজ-মেরুন সম𒁏র্থকদেরও। কোচের গোয়ার্তুমির জন্যই এই অবস্থা সবুজ মেরুনের, এমনটাই দাবি বাগান ভক্তদের। মোহনবাগানকে এখনও তিনটে ম্যাচ খেলতে হবে। যে ম্যাচগুলি বেশ কঠিন হতে চলেছে। হায়দরাবাদ এফসি, কেরালা ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে হবে বাগান ব্রিগেডকে। জিততে না পারলেই কিন্তু প্রথম ছয়ও অনিশ্চিত হয়ে পড়বে। স্বাভাবিক ভাবেই প্রবল চাপে জুয়ান ফেরান্দোর টিম।
বাগান ফুটবলারদের চোটের জেরে চোখে সর্ষেফুল দেখার অবস্থা ফেরান্দোর। হুগো বৌমাসের হ্যামস্ট্রিং সমস্যা এবং কার্ꦅল ম্যাকহিউয়ের কুঁচকির চোট নতুন করে চিন্তায় ফেলেছে স্প্যানিশ কোচকে। এই দুই নির্ভরযোগ্য তারকা কবে মাঠে ফিরবেন, কেউ জানেনꦅ না।
ফেরান্দো বলেছেন, ‘হুগোর হ্যামস্ট্রিং সমস্যা রয়েছে। ওকে খেলানোর অনেক চেষ্টা করা হয়েছিল। ম্যাচের আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। কিন্তু ওর পক্ষে খেলা মোটেই সোজা ছিল না। কার্লেরও কুঁচকিতে চোট লেগেছে। এসব ফুটবলের অঙ্গ। এগুলো আট🌼কানো আমাদের হাতে নয়। আমরা খুবই হতাশ। দলের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। মানসিক ভাবেও দলের অনেকে ভেঙে পড়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।