শুভব্রত মুখার্জি: পিএসজি ছাড়ার বিষয়ে জনসমক্ষে কখনও কিছু বলেননি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তবে একটা গুঞ্জন সব সময়ে রয়েছে যে, তিনি পিএসজি ছেড়ে দিতে চান। ফিরে যেতে চান তাঁর পুরনো ক্লাব বার্সেলোনাতে। এই মুহূর্তে নেইমারকে দলে নেওয়ার মত আর্থিক অব💟স্থা বার্সার আদৌও আছে কিনা সেই বিষয়ে জল্পনা রয়েছে। তবে পিএসজি থেকে বার্সা যে লোনে নেইমারকে দলে নিতে আগ্রহী, সে কথা তাদের তরফে জানানো হয়েছে। আর তা বাস্তব হলে এই গ্রীষ্মেই হতে পারে চুক্তি। ন্যু ক্যাম্পে নেইমারকে ফেরাতে এবার পিএসজির কাছে লোন প্রস্তাব দেওয়ার কথা ভাবছে বার্সেলোনা। যার খসড়াও ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ভারতীয় ফুটবলের উন্নতিতে I🥃SL বড় ভূমিকা পালন করেছে- দরাজ সার্টিফিকেট দিলেন রোহিত
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বার্সেলোনার তরফে নাকি পিএসজির কাছে নেইমারকে দলে নিতে ৫ꦍ২ কোটি পাউন্ড মূল্যের প্রস্তাব দেওয়া হয়েছে। দ্য ইন্ডিপেনডেন্টের রিপোর্ট অনুযায়ী, নেইমারকে নাকি পিএসজি জানিয়ে দিয়েছে গত মরশুমের আগে তিনি ক্লাব ছাড়তে পারেন। পিএসজি অবশ্য নেইমারকে ছেড়ে দিয়ে ৬০ কোটি পাউন্ড অর্থ রোজগারের আশা করছ❀ে। ফলে আর্থিক দিকটি নিয়ে এখনও দুই ক্লাবের আলোচনা চলছে। যা খবর তাতে করে, বার্সেলোনা প্রথমে নেইমারকে লোনে দলে নিতে চাইছে। এর পর তাঁকে পাকাপাকিভাবে দলে নেওয়ার জন্যও ঝাঁপাবে তাঁরা।
নেইমারের ঘনিষ্ঠ সূত্রে খবর, তিনি নিজেও বার্সেলোনাতে খেলতেই অনেক বেশি আগ্রহী। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার আগেই নেইমার নিজেও স্পেনে যাওয়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছিলেন। বার্সেলোনার🅺 একটাই ভয় ছিল, নেইমারের এই মুহূর্তে যা বাজার ꧟মূল্য তাতে, ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে দলে নিতে না একাধিক ফুটবলারকে ছাড়তে হয় তাদের। তবে পিএসজির সাম্প্রতিক অফার নিয়ে ফের ভাবতে শুরু করেছে বার্সেলোনা দল। তবে একটি রিপোর্ট অনুযায়ী, বার্সেলোনার হেড কোচ জাভি হার্নান্ডেজ নাকি মোটেও খুশি নন নেইমারকে ফের একবার দলে চুক্তিবদ্ধ করার তোড়জোড়ের বিষয়ে। গত জুনেই জাভি সর্বসমক্ষে জানিয়েছিলেন, আসন্ন মরশুমের জন্য তাঁর পরিকল্পনাতে একেবারেই নেই নেইমার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।