শুভব্রত মুখার্জি: দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিল বার্সেলোনা ক্লাব এবং আর্জেটাইন কিংবদন্তি লিওনেল মেসির। লিওনেল মেসি এখন বার্সেলোনা ছেড়ে পা রেখেছেন প্যারিসে। তার নয়া গন্তব্য পিএসজি। সেই ক্লাবে নেইমাඣর-ডি মারিয়া-রামোসদের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন তিনি । কিন্তু ২১ বছরের সম্পর্ক বলে কথা। প্রিয় তারকাকে কি এত সহজে ভুলতে পারেন বার্সেলোনার সমর্থকেরা!
২১ বছরের দীর্ঘ সম্পর্ক একদিনে ভোলাটাও সম্ভব নয়। বার্সেলোনা মেসিকে ছেড়ে দিতে বাধ্য হওয়ার হতাশা রয়েছে ফুটবলার, কোচিং স্টাফ, কর্মকর্তা, সমর্থক সকলের মধ্যে । এই অবস্থায় দাঁড়িয়ে সবাইকে 'মেসি চ্যাপ্টার' যে ক্লোজ অর্থাৎ বন্ধ তা মেনে নিয়ে সামনের দিকে তাকানোর আহ্বান জানালেন বার্সেলোনার ম্যানেজার রোন🔥াল্ড কোম্যান। এক সাক্ষাৎকারে কোমান বলেন, 'যে কোনো ফুটবলাররের একদিন শেষ থা♉কে।সেই চ্যাপ্টার অবশ্যই একদিন বন্ধ করতে হবে। এ বার নতুন মরসুমে মনোনিবেশ করতে হবে। নতুন ফুটবলাররা আছেন এবং তাদের নিয়ে এগিয়ে যেতে হবে। এর জন্য আমাদের হাতে সময় আছে। এই মরসুমে স্কোয়াডে তরুণ ফুটবলার যোগ দিয়েছে। ক্লাবের ভবিষ্যৎ নিয়ে কাজ করছি। গত কয়েক দিনে কী ঘটেছে তার উপর মনোযোগ না দিয়ে ক্লাব নিয়ে ভাবা উচিত।'
উল্লেখ্য লা লিগার 'ফেয়ার প্লে' আജইনের কারণে মেসির সঙ্গে চুক্তি নবীকরন করা বার্সেলোনার পক্ষে সম্ভব হয়নি ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।