বাংলাদেশের ঝটিরা সফর শেষ করে গত সোমবার কলকাতায় পা রেখেছেন ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তাঁকে স্বাগত জানাতে তৈরি ছিল এই রাজ্যের সকলেই। এমনকী তাঁকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী সুজিত বসুও। কলকাতা বিমানবন্দরে মার্টিনেজকে দেখতে উপচেয়ে পড়🔴ে আর্জেন্তাইন সমর্থকদের ভিড়। সোমবার কোনও কর্মসূচি না থাকলেও ꦓমঙ্গলবার একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন এই বিশ্বকাপার।
গোল্ডেন গ্লাভস জয়ী এই তারকাকে শুধ🥂ু তাকে স্বাগতই জানানো নয়, তার জন্য ব্যবস্থা করা হয়েছে এলাহী নৈশ ভোজের। কলকাতার বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে এলাহী নৈশভোজের আয়োজন করা হয়। এছাড়াও আজ অর্থাৎ মঙ্গলবার মিলনমেলা প্রাঙ্গনে ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে মার্টিনেজকে সুস্বাদু বাঙালি খাবারে আপ্যায়ন করা হবে। এই বাঙালিআনা খাবারের দায়িত্ব পড়েছে ব🐓াঙালি রেস্তোরাঁ ‘সপ্তপদী’ কাছে।
মার্টিনেজের জন্য সপ্তপদী রেস্তোরাঁ একাধিক সুস্বাদু ও প্রসিদ্ধ বাঙালি খাবারের আয়োজন করেছে। এই খাবারের মধ্যে থাকবে ইলিশ পাতুরি ও ডাব চিংড়ি। 🥀ঘটি বাঙাল মিশিয়েই তাঁর জন্য খাবারের ব্যবস্থা করা হবে। তার জন্য তরল পানীয়ে থাকছে কাঁচা আমের শরবৎ, লিচু লঙ্কার শরবৎ,ব্লু ল্যাগুন, জল। সাল্যাডে থাকবে- গ্রিন স্যালাড প্ল্যাটার, বেদানা ভিনাইগ্রেটের সঙ্গে কাটা শশা, কর্ন ক্যাপসিকাম ভিনাইগ্রেট, অ্যাসোর্টেড লেটুস, তরমুজ ও ফেটা চিজ।
টার্ট ও ক্যানাপে থাকছে কিমা মটর💦 টার্ট, অনিয়ন বেলপেপার টার্ট, আলু পোস্ত ক্যানাপে, মালাই মুরগি ভুট্টা ক্যানাপে। মেন কোর্সে থাকছে ভাত, বাসন্তী পোলাও, লুচি, ছোꦇলার ডাল, ভাজা মশলা আলুর দম, ঝুড়ি আলু ভাজা, ধোকার ডালনা, পটলের দোরমা,ডাব চিংড়ি,ইলিশ পাতুরি, চট্টগ্রামের চৈতল মুইঠ্যা,সপ্তপদীর অভিনব মাংস,কাঁচা লঙ্কার মুরগি।
এই সব খাবার বাদেও রয়েছেন মিষ্টি ব্যবস্থা। বাঙালির শেষ পাতে যে মিস্টার থাকবেই। ফলে মার্টিনেজের বিশেষ বাঙালি খাবারের শেষেও থাকছে൲ মিস্টি। সেগুলি হল আমের চাটনি, খেজুর আমসত্ত্ব চাটনি,পাঁপড়,♉ রসগোল্লা,পান্তুয়া, মিষ্টি দই, লিচু লঙ্কার পায়েস এবং পান। এই সব এলাহী আয়োজন করা হয়েছে মর্টিনেজের জন্য।
এই সব খাবার খাওয়ার পাশাপাশি নিজের শরীরচর্চার দিকেও তিনি নজর রাখবেন। এই শহরে এসে অত্যাধিক পরিমাণে খাবার খাওয়ার কারণে তি🐠নি প্রতিদিন নিয়ম করে দু’ঘণ্টা করে ব্যায়াম করবেন নিজের শরীরকে ফিট রাখার জন্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।