শনিবার ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫-এ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল। নিজেদের এই অ্যাওয়ে ম্য়াচ, কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে ই🌄স্টবেঙ্গল। তার আগে বৃহস্পতিবার রাজারহাটে সর্বভারতীয় ফুটবল সংস্থার মাঠে জোরকদমে অনুশীলন করলেন কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। বৃহস্পতিবার কলকাতাতেই সাংবাদিক সম্মেলন সেরে বেঙ্গালুরুর উদ্দেশ্যে উড়ে যান ক্লেইটন সিলভা, নন্দকুমাররা। তবে এদিনের অনুশীলনের পরেই হঠাৎ করে ইস্টবেঙ্গল কোচের কপালে চিন্তার ছাপ দেখা গেল।
আসলে অনুশীলন চলাকালীনই হাঁটুতে হালকা চোট পেয়েছেন নন্দকুমার। এরপরেই নাকি মাঠ থেকে উঠে যান তিনি। সাইড লাইনের ধারে পায়ে ব্যান্ডেজ বেঁধে বসে থাকতে দেখা যায় লাল-হলুদের এই তারকাকে। যদিও মাঠ ছাড়ার সময় ইস্টবেঙ্গলের এই উইঙ্গার বলেন, ‘আমার কোনও চোট লাগেনি। আমি একদম ঠিক আছি।’ সাংবাদিক সম্মেলনে🥀 নন্দকুমারকে সঙ্গে নিয়ে আসেন কুয়াদ্রাত।
আরও পড়ুন… আমি সচিনের স🦩ঙ্গেও খেলেছি, পরে তাঁর ছেলের সঙ্গেও খেলে🔯ছি: অবসর নিয়ে পীযূষ চাওলার জবাব
বৃহস্পতিবারের অনুশীলনে দুই রকম ফর্মে꧃শনে অনুশীলন করান কুয়াদ্রাত। এদিন অনুশীলনের পরে লাল হলুদ কোচ বলেন, ‘আমি ইস্টবেঙ্গলের কোচ হয়ে আসার পরে, অনেক সাফল্য পেয়েছে। আমি শুনেছি ট্রেভর জেমস মর্গ্যান ইস্টবেঙ্গলকে প্রচুর সাফল্য পেয়েছিলেন। তারপরে কিন্তু কোচ হিসেবে আমিই সব থেকে সফল।’ আনোয়ার আলি প্রসঙ্গে কুয়াদ্রাত বলেন, ‘আনোয়ারের মতো ফুটবলার না থাকাটা অবশ্যই একটা বড় ধাক্কা। তবে আমি সেটা নিয়ে বেশি ভাবতে চাই না। বরং আমার হাতে বাকি যে অস্ত্র রয়েছে তাদেরকে নিয়েই পরিকল্পনা কর🐼ছি।’
আরও পড়ুন… AFG vs NZ Test: একট♏া বলও খেল๊া হল না! জেনে নিন এর আগে কতগুলো টেস্ট এভাবে পরিত্যক্ত করা হয়েছে
চলুন দেখে নেওয়া যা🎶ক কখন, কোথায়, কীভাবে ফ্রিতে দেখতে পাবেন বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গলের এই গুরুত্বপূর্ণ 🐽ম্যাচ।
আইএসএল ২০২৪-২৫-এর বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে?
এই ম্যাচটি ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্য়াচ। সেই কারণে🌳ই এটি বেঙ্গালꦅুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
কখন শুরু হবে বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গলের এই ম্যাচ
শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ভারতীয় সময়ে সন্ধ্যা ৭.৩০ মিনিটে বেঙ্গ🧸ালুরু এফসি বনাম ইস্টবেঙ্গল ম্য়াচটি শুরু হবে।
কোন টিভি চ্যানেল আইএসএল ২০২৪-২৫ এর বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গল ম্যাচটি সম্প্রচার করা হবে?
স্পোর☂্টস ১৮-৩- বাংলা, স্পোর্টস ১৮ খেল ও স্পোর্টস ১৮-২- হিন্দি, স্পোর্টস ১৮-১ এসডি ও এইচডি- ইংলিশ-এ বেঙ্গালুরু এফ🉐সি বনাম ইস্টবেঙ্গল ম্যাচটি সম্প্রচার করা হবে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।