সাত বছর পর অবশেষে এফসি গোয়াকে বিদায় জানালেন মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান🌊্দেস। জাতীয় দলের নিয়মিত সদস্য ব্র্যান্ডন। দীর্ঘদিন ধরেই এফসি গোয়ায় শুধু খেলছেনই না, দলের অধিনায়কও। মাঝমাঠে এতদিন দিয়েছেন নির্ভরতা, কিন্তু অবশেষে দলের সঙ🐓্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেললেন এই গোয়ানিজ ফুটবলার। ২৯ বছর বয়সী ফুটবলার চললেন মুম্বই সিটি এফসিতে। মাণ্ডবী নদীর তীরের দল থেকে এবার আরব সাগর তীরের ক্লাবে পাড়ি দিলেন ব্র্যান্ডন। এফসি গোয়ার হয়ে ১০০-র বেশি ম্যাচ খেলেছেন তিনি। তবে শেষ পর্যন্ত পুরোনো দলেই ফিরতে চলেছেন তিনি। অতীতে মুম্বই সিটি এফসিতে খেলার পাশাপাশি কলকাতার বড় ক্লাব মোহনবাগানেও খেলেছেন এই মিডফিল্ডার। জাতীয় দলে ইগর স্টিম্যাচের অন্যতম ভরসা তিনি। মাঝমাঠে তার উপস্থিতি আক্রমণে ঝাঁঝ বাড়ায় সুনীলদের খেলায়। কারণ ব্র্যান্ডন মূলত অ্যাটাকিং মিডফিল্ডার, অবশ্য দলের প্রয়োজনে কয়েকটি ম্যাচে তাঁকে উইদ্রল ফরওয়ার্ড হিসেবেও খেলতে দেখা গেছিল।
আরও পড়ুন-বিশ্বের সবথেকে টাকা কামানো অ্যাথলিট হলেꦅন CR7! মেসি কোথায়? দশে আছেন বিরাট?
এবারের আইএসএলে গোয়া দলের সেমিফাইনালে ওঠার পিছনে যথেষ্ট অবদান ছিল ব্র্যান্ডন ফার্নান্দেসের। চারটি অ্যাসিস্টের পাশাপাশি চান্স তৈরির ক্ষেত্রে ব্র্যান্ডন রয়েছেন সবার ওপরে। এবারের আইএসএলে ৬০টি চান্স তৈরি করেছিলেন এই গোয়ানꦬিজ ফুটবলার। দল সেমিফাইনালে মুম্বই সিটি এফসির বিপক্ষে হেরে গেছিল। এরপর সেই মুম্বই, আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। পুরোনো দলেই এবার দীর্ঘমেয়াদি চুক্তিতে ফিরতে চলেছেন তিনি। আইএসএল শেষ হতেই দল গোছাতে শুরু করে দিয়েছে ক্লাবই। মুম্বই সিটি এফসি বরাবরই কোয়ালিটি ফুটবলার নিতে কার্পণ্য করেনা, এক্ষেত্রেও আইএসএলের অন্যতম সেরা ভারতীয় ফুটবলারকে নিয়ে দল আরও শক্তিশালী করল আইএসএলের নকআউট চ্যামജ্পিয়নরা।
আরও পড়ুন-উঠে যাচ্ছে এশিয়ান কোটা, বাড়ছে স্যা🎃লারি ক্যাপ, বড় পরিবর্তনেরജ ইঙ্গিত ISL-এ
ব্র্যান্ডনের দল ছাড়ার পর ক্লাবের এক 🐲ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, 'গোয়ার অন্যতম আইকন ব্র্যান্ডন। তাঁর অভাব দলে প্রভাব ফেলবেই, কারণ প্রায় সাত বছর এই দলে রয়েছে সে। ক্লাব ওর সঙ্গে চুক্তি বাড়াতেই চেয়েছিল, সেই মতো কথাও বলেছিল। কিন্তু আর্থিক দিক থেকেই বনিবনা হয়নি। এরপর মুম্বই সিটি এফসি বড় অঙ্কের প্রস্তাব দেওয়ায়, ওর পক্ষেই সেই প্রস্তাবে না করা সম্ভব ছিল না'। চার বছরের চুক্তি মুম্বই সিটি এফসিতে যোগ দিচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, আইএসএলের খেলা চলাকালীনই তাঁর সঙ্গে 🔜প্রাথমিক কথাবার্তা বলে রেখেছিল মুম্বইয়ের ক্লাব।
আরও পড়ুন-'ভারতীয় ফুটবলের জন্য বড় ক্ষতಞি', সুন🤡ীলের অবসরের পর বললেন পাহাড়ি বিছে
ক্লাবের এক কর্তার থেকে জানা গেছে, ব্র্যান্ডন নাকি পরের দিকে ক্লাবে 🃏থেকে যেতেও রাজি হয়ছিল, কর্তারা অনেক বোঝানোর পর। কিন্তু মুম্বই শিবির তখন আর তাঁকে ছাড়তে রাজি হয়নি, ফলে ব্র্যান্ডনেরও আর কিছু করার ছিল না, কারণ তখন অনেকটা দেরি হয়ে গেছে। এক্ষেত্রে আইএসএলের নিয়মের দিকেই আঙুল তুলেছেন গোয়ার এক কর্তা। তখনও স্যালারি ক্যাপ নিয়ে কোনও নতুন বার্তা না আসায়, তাঁরা ব্র্যান্ডনের বিষয় সিদ্ধান্ত নিতে পারেননি বলে দাবি করেছেন স🌠েই কর্তা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।