বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ধাক্কা ব্রাজিলের। ভেনেজুয়েলার কাছে আটকে গেল তারা। ম্যাচে আধিপত্য বজায় রেখেও জিততে পারল না ব্রাজিল। তবে জয়ের সুযোগ ছিল না এরকম নয়। কিন্তু তা হাতছাড়া করেন ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দলকে 🦩জেতানোর সুযোগ ছিল তাঁর কাছে। সেটি মিস করেন ভিনি। ম্যাচে একটা সময় লাল কার্ড দেখায় ভেনেজুয়েলাকে ১০ জনে খেলতে হয়। তবুও ম্যাচ জিততে ব্যর্থ হয় ব্রাজিল। ম্যাচ শুরুর পর খেলায় প্রথম গোল করে সেলেকাও ব্রিগেডই। ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছ🐈িলেন রাফিনহা।
এদিন ম্যাচের পুরোভাগেই আধিপত্য বজায় রেখেছিল ব্রাজিল। খেলার ৮ মিনিটেই গোল করার সুযোগ তৈরি করেছিল তারা। ভেনেজুয়েলার ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন ভিনি। পাস দেন রাফিনহাকে, কিন্তু তিনি বল গোলে রাখতে ব্যর্থ হন। এরপর ২২ মিনিটের মাথায় আরও একটা সুযোগ পায় ব্রাজিল। এক্ষেত্রে ভাগ্য ভালো ছিল ভেনেজুয়েলার, ভিনিসিয়াসের শট পোস্টে লেগে ফিরে আসে। ২৭ মিনিটে ব্রাজিলের গোলরক্ষকের ভুলে গোল করার সুযোগ প্রায় পেয়েই গিয়েছিল ভেনেজুয়েলা, কিন্তু একের পর এক শট ব্লক করে সে যাত্রায় ত্রাতা হয়ে ডিফেন্ডাররা। অবশেষে ৪৩ মিনিটে গোল পায় ব্রাজিল। ফ্রি কিক থেকে অসাধারণ গোল করেন রাফিনহা।
লিড বেশিক্ষন স্থায়ী হয়নি ব্রাজিলের। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলেই গোল শোধ করে ভেনেজুয়েলা। ৪৬ মিনিটে বক্সের মাথা থেকে দুরন্ত শটে গোল করে যান পরিবর্ত খেলোয়াড় তেলাসকো সাগাভিয়𓆉া। এর পর ৫৮ মিনিটে ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় ভিনিসিয়াসকে বক্সের মধ্যে ফেলে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। পেনাল্টি পায় ব্রাজিল, কিন্তু সেটা থেকে কাজের কাজ করতে ব্যর্থ হয় ভিনি। শট ব্লক করে দেন গোলরক্ষক রোমো। ফিরতি বলটিও বাইরে মারেন ভিনিসিয়াস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।