বিশ্ব ফুটবলের জনপ্রিয় দল ব্রাজিল। বিশ্বের প্রত্যেকটি দলের কাছে এক আতঙ্ক সাম্বা বাহিনী। একটি নয়, দুটি নয়, পাঁচ পাঁচটি বিশ্বকাপের মালিক তারা। তবে বছরের শুরুতেই তারা উঠে এলো শিরোনামে। দলের হেড কোচ পদ থেকে ছাঁটাই করা হলো ফের্নান্দো দিনিজকে। ঘটনাটি আসলে কি? ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধানের পদে একটি বিশেষ সময় কাটিয়েছিলেন এডনাল্ডো রড্রিগেজ। কিন্তুಌ ২০২৩ সালে ডিসেম্বর মাসে তাঁকে সরে যেতে হয়েছিল। এই নির্দেশ এসেছিল আদালতের তরফ থেকে। তবে ফের এই পদে ফিরে এলেন তিনি এবং এসেই ছাঁটাই করলেন ফের্নান্দো দিনিজকে। যদিও এই সম্পর্কে একটি বিবৃতিও পেশ করা হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের তরফ থেকে।
বিবৃতিতে বলা হয়েছে, 'দীর্ঘদিন ধরে ফের্নান্দো দিনিজ ব্রাজিলিয়ান ফুটবল দলের হেড কোচের পদে ছিলেন। দলের প্রতি তাঁর কর্তব্য এবং আনুগত্যের জন্য আমরা তা♉র কাছে কৃতজ্ঞ থাকবো। উনি যেভাবে দলটিকে গড়েছেন এবং ফুটবলারদের সাহায্য করেছেন, তা দেখে আমরা সকলেই খুশি। আমরা ওনাকে ধন্যবাদ জানাতে চাই সমস্ত দারুণ মুহুর্তের জন্য। আমরা ফের্নান্দো দিনিজকে আগামীদিনের জন্য শুভকামনা জানাচ্ছি। সিবিএফ এবার স্থায়ী কোচ বেছে নিতে চায়।'
সংবাদ সংস্থা এপিকে সিবিএফের এক সূত্র এই প্রসঙ্গে মুখ খুলেছ🍃েন। তিনি বলেন, 'দেখুন ব্যাপারটা আসলে ঠিক এরকম যে চুক্তিতে ছিল যে কার্লো আন্সেলোত্তি ব্রাজিল দলে না ফেরা পর্যন্ত ফের্নান্দো দিনিজকে কোচের দায়িত্বে থাকতে হবে। তবে রিয়াল মাদ্রিদের তরফ থেকে ওনার মেয়াদ বাড়ানো হয়েছে। এডনাল্ডো রড্রিগেজ আশা করেছিলেন যে কোপা আমেরিকার আগে কার্লো আন্সেলোত্তি কোচের দায়িত্বে ফিরবেন। কিন্তু এখন এই বিষয় নিশ্চিত নয়।'
প্রসঙ্গত, ব্রাজিলের জাতীয় ফুট♈বল দলের হয়ে ৬টি ম্যাচে কোচ ছিলেন ফের্নান্দো দিনিজ। তবে তার কোচিংয়ে মাত্র দুটিতেই জিতেছিল ব্রাজিল, একটিতে ড্র এবং পরাজয় হয়েছিল তিনটিতে। বলিভিয়া ও পেরুকে হারিয়েছিল সাম্বা বাহিনী। ভেনেজুয়েলার বিরুদ্ধে করেছিল ড্র। এরপর উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার হাতে পরাজিত হতে হয়েছিল তাদের। এবার দেখার বিষয় কে হয় নেইমারদের নতুন হেড কোচ। নতুন কি পরিবর্তন আসবে ব্রাজিল দলে? এডনাল্ডো রড✅্রিগেজ আগামীদিনের জন্য কি পরিকল্পনা করছেন? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে। জানা যাবে শীঘ্রই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।