অবশেষে ঘটেছে শাপমোচন। অতীতের হতাশাকে পিছনে ফেলে মারাকানার মায়াবী রাতে ২৮ বছর পর কোপার শিরোপা উঠেছে আলবিসেলেস্তের হাতে। নিজের কেরিয়ারের অধরা স্বপ্ন, আর্জেন্তাইন জার্সি গায়ে খেতাব জিততে সক্ষম হয়েছেন লিওনেল মেসি। জয়ের পরে স্বভাবই আবেগ꧋ঘন ‘এলএম১০’।
ম্যাচের পর সাংবাদিকদের উদ্দেশ্যে মেসি জানান, ‘এই জয়ের অনুভব কথায় বর্ননা করা যায় না।🐬 আমি জানতাম কোন না কোন সময়ে এইটা হবেই (খেতাব জয়)। লক্ষ্য সবসময়ই স্পষ্ট ছিল এবং অবশেষে আমরা খেতাব জিততে সক্ষম হই। এই জয়ে খুশির পরিমাণ অপরিমেয়। বহুবার আমি এমন এক রাতেরই স্বপ্ন দেখছি।’
ম্যাচের নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া জানান মেসি এই ফাইনালে তাকে গত বারের ফাইনালের খামতি পূরণের জন্যই উদ্বুদ্ধ করেন। সেই কথা স্বীকার করে নিয়ে আর্জেন্তাইন অধিনায়ক বলেন, ‘আমি ফিদেও (ডি মারিয়া)-কে বলেছিলাম যে আজকে ও ওর বদলা নিতে সক্ষম হবে এবং ম্যাচে হলোও তাই। আমি এই জ🦂য়কে আমার সেই সকল সতীর্থদেরও উৎসর্গ করতে চাই যাদের একাধিকবার খে🐈তাব জয়ের কাছ এসেও স্বপ্নপূরণ হয়নি।’
আলাদাভাবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নিজের পথের ‘কাঁটা’ উপড়ে ফেলতে পেরে বিশেষ খুশি ‘এলএম১০’। ‘আমার মনে হয় ঈশ্বর আমার সেরা 🥀মুহূর্তটা ব্রাজিলের বিরুদ্ধে ওদের ঘরের মাঠে ফাইনালের জন্যই তুলে রেখেছিল। আমার নিজের এই পথের কাঁটাকে উপড়ে ফেলে জাতীয় দলের হয়ে ট্রফি জয়ের দরকার ছিল। আমি অতীতেও ব🐭হুবার কাছাকাছি এসে খালি হাতে ফেরত গিয়েছি। আমি জানতাম কোন না কোন সময়ে ভাগ্য বদলাবে। আমার মনে হয়না এর থেকে ভাল মুহূর্ত আর কিছু হতে পারে না।’ দাবি মেসির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।