অবশেষে কোপা আমেরিকার ট্রফি উঠল লিওনেল মেসির হাতে। শেষ পর্যন্ত বড় মঞ্চে ব্রাজিলের হার্ডল টপকাতে প🌸ারল আর্জেন্তিনা। ঐতিহাসিক মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপ𝕴া আমেরিকা ২০২১-এ চ্যাম্পিয়ন হলেন মেসিরা। এদিনের জয়ের পরে অনেক অধরা স্বপ্ন যেন পূর্ণ হল মেসির।
মেসির🌠 হাত ধরেই যেন শাপমোচন হল আর্জেন্তিনার। ১৯৯৩ সালের পর অবশেষে শাপমুক্তি হল তাদের। দীর্ঘ ২৮ বছর পর ফের কোপার খেতাব পুনরুদ্ধার করল আর্জেন্তিনা। সঙ্গে দেশের জার্সিতে ট্রফি জয়ের ক্ষরা মিটল।
ট্রফি জয়ের পরেই মেসিকে নিয়ে মারাকানায় সেলিব্রেশনে মেতে ওঠে𒐪 টিম আর্জেন্তিনা। দফায় দফায় চলে সেলিব্রেশন। ম্যাচ জিতেই মাঠের মধ্যে মেসিಞকে ঘিরে চলে এমি, আগুয়েরোদের উচ্ছাস। আকাশে ছোঁড়া হয় টুর্নামেন্টের নায়ককে।
এরপর মাঠে উপস্থিত সকলের সঙ্গে সেলিব্রশন করতে দেখা যায় মেসিকে। সেই সময় নেইমারকে স🎉ান্তনা দিতে দেখা এলএমটেনকে।
এরপরে গোল্ডেন বুট, টুর্নামেন্টের সেরার পুরস্কারও জেতেন তিনি। তবে ট্🅺রফি জেতার পরে ফের সেলিব্রেশনে মাতল টিম আর্জেন্তিনা। মেসিকে নিয়ে চলল উচ্ছাসের বন্যা। হবে নাইবা কেন, দীর্ঘ প্রতিক্ষার অবসান হল এদিন। এখন তো সেলিব্রেশনের প💎ালা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।