বিশ্বফুটবলে বড় অঘটন। 🌠২০০৩ সালের পর প্রথমবার ব্যালন ডি পুরস্কারের তালিকায় মনোনয়নই পেলেন না সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। সিআরসেভেন বর্তমানে খেলতে ব্যস্ত সৌদির ক্লাব আল নাসেরে। মার্কিন যুক্তরাষ্ট্রের দল ইন্টার মিয়ামিতে খেলছেন লিওনেল মেসি। দুই ফুটবলারই গত একবছরে জাতীয় দলের জার্সিতে তেমন জ্বলে ওঠেননি। আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি কোপা আমেরিকায় চোট পেয়েছিলেন। তাঁর আগে জাতীয় দলে সাফল্য বলতে ২০২২ বিশ্বকাপ জয়, সেবার তিনি প্রত্যাশা মতোই জিতেছিলেন ব্যালন ডি অর পুরস্কার।
আরও পড়ুন-ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্👍ট সিরিজে ৭১২ রান,টি২০🍸 বিশ্বকাপ জয়! যশস্বীর টার্গেট এবার চ্যাম্পিয়ন্স ট্রফি…
আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সময়টা সেই বিশ্বকাপ থেকেই খারাপ যাচꦅ্ছে। সেই সময় ফার্নান্দো স্যান্তোসের সঙ্গে ঝামেলায় জড়ানোর পাশাপাশি এরিক টেন হ্যাগের সঙ্গেও ম্যান ইউতে মন কষাকষি চলেছিল তাঁর। এরপর চলতি বছরের ইউরো কাপেও তেমন ভালো পারফরমেন্স দেখা যায়নি তাঁর থেকে। একটি ম্যাচেও গোল করতে 🀅পারেননি পর্তুগিজ তারকা। এমনকি পেনাল্টিও নষ্ট করেছিলেন। আর এই আবহেই গত ২১ বছরে প্রথমবার ব্যালন ডি অরের মনোনয়নের তালিকায় জায়গাই পেলেন না লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আরও পড়ু💙ন-ভিডিয়ো- দেশ না এগোলে তোমার দলও এগোবে ন♈া! সিরিজ হারে স্পষ্টবার্তা হর্ষের! স্বীকার করলেন লতিফও…
স্পেনের ইউরো কাপজয়ী দলের বেশ কয়েಞকজন সদস্য মনোনিত হয়েছেন এই পুরস্কারের জন্য। এই তালিকায় নাম রয়েছে ১৭ বছর বয়সী স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের। এছাড়াও ডানি কারভাহাল, ওলমো, রদ্রি, নিকো উইলিয়ামসরা এই তালিকায় জায়গা পেয়েছেন। ব্যালন ডি অরের জন্য রিয়াল মাদ্রিদের সাত ফুটবলার মনোনয়ন পেয়েছেন।
আরও পড়ুন-গ্রামের মানুষ ক্রিকেটের নাম শুনলে রেগে যেত! এখন সেখানেই তিনি হিরো! বলছেন RCBඣ তারকা
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র ছাড়াও এই তালিকায় রয়েছেন পিএসজি থেকে সদ্য দলে যোগ দেওয়া কিলিয়ান এমবাপে, ইংল্যান্ডের মিডফিল্ডার জুডে বেলিংহ্যাম। এছাড়াও ইংল্যান্ডের বুকায়ো সাকা, হ্যারি কেন, ফিল ফডেন, ডেক্লান রাইসসহ মোট ৬জন ব্যালন ডি অরের মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছেন। মহিলাদের বিভাগে দুবারের ব্যালন ডি অরজয়ী অ্যালেক্সিয়া পুতেলাস মনোনয়ন পেয়েছেন। চলতি বছরের অক্টোবর মাসের ২৮ তারিখ প্যারিসে বসতে চলেছে ব্যালন ডি অরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই তালিকায় পর্তুগিজ এবং আর্জেন্তাইন সুꦜপারস্টারের বাদ পড়া একটা জিনিস বুঝিয়ে দিল, এবার ফুটবল বিশ্ব তাঁদের পরের প্রজন্মের দিকেই তাকাতে শুরু করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।