খারাপ সময় কাটিয়ে উঠেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আপাতত তাই মনে হচ্ছে। কয়েকদিন আগে এএফসি টুর্নামেন্টে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে আল নাসের। এবার আল ফতের বিরুদ্ধে খেলতে নেমে বড় জয় পেল তারা। এর সঙ্গে সঙ্গেই দুরন্ত ফর্মে ফিরে এলেন ক্রিশ্চিয়ানো। নিজে করলেন দুরন্ত হ্যাটট্রিক। এই নি✤য়ে নিজের কেরিয়ারে ৬৩তম হ্যাটট্রিক হয়ে গেল সিআর সেভেনের। এছাড়াও জোড়া গোল করলেন সাদিও মানে। এর ফলে ৫-০ ব্যবধানে জিতল তারা।
এই দিনের ম্যাচ তারা বড় ব্যবধানে জিতলেও মরশুমের শুরুটা ভালো হয়নি সৌদির এই ক্লাবের। সৌদি প্রো লিগের পরপর দুটি ম্যাচ হারে তারা। সব ট🔯ুর্নামেন্টে দলের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একটা বড় জয় দরকার ছিল ক্রিশ্চিয়ানোদের। এবার সেটাই হল। আল নাসেরের হয়ে খুশির খবর শুধু রোনাল্ডো নয়, অন্যান্য ফুটবলাররাও ছন্দে ফিরছেন ধীরে ধীরে। দ🎉লকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা। শুধু নিজে গোল করেননি করিয়েছেনও।
ম্যাচের ২৭ মিনিটের মাথায় রোনাল্ডোর অ্যাসিস্ট থেকে গোল করেন সাদিও মানে। সেনেগালের তারকা ফরোয়ার্ডকে করতে সাহায্য করার পর রোনাল্ডো নিজেই ৩৮ মিনিটে গোল করেন। এখান থেকেই শুরু। তারপর থেকে তিনি আর থামতে চাননি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবার পর ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর ৮১ মিনিটে আবার একটি গোল করেন সাদিও। ফলে ৪-০ তে এগিয়ে যায় আল নাসের। বড় ব্যবধানে পিছিয়ে যাবার পর ম্যাচে ফিরে আসতে পারেনি বিপক্ষ দল। সবাই যখন ভাবছে ৪-০ তে খেলা শেষ হয়ে যাবে তখন ম্যাচের ইঞ্জুরি টাইমের ষষ্ঠ মিনিটে আসে রোনাল্ডোর তৃতীয় তথা আল নাসেরের পঞ্চম গোলটি। এর ফলে কেরিয়ারের ৬৩তম হ্🎃যাটট্রিক করলেন সিআর সেভেন। এই জয়ের ফলে গ্রুপ টেবিলে অনেকটাই উপরে উঠে এসেছে। তাদের বর্তমান স্থান ১০। আল শাবাবের বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবেন রোনাল্ডো।
অন্যদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য ভারতের খেলতে আসার কথা ছিল রোনাল্ডোর-নেইমারদের। সেই জল্পনা সত্যি হয়েছে। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ভারতের খেলতে আসছে ব্রাজিলীয় তারকা নেইমার। কিছুদিন আগে প্যারিসের পিএসজি থেকে বড় অংকের চুক্তি করে সৌদি আরবের ক্লাব আল হিলালের যোগ দেন তিনি। তবে এখনো সেই দলের হয়ে নেইমারের অভিষেক ঘটেনি। তাঁর অল্প চোট রয়েছে বলে জানা গিয়েছে। তবে অল্প কদিনের মধ্যে অভিষেক ম্যাচ খেলবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসে ভারতে খেলতে আসবেন ন♌েইমার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।