ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের পুরনো ক্লাবে ফিরে প্রথম মরশুমে খারাপ না খেললেও, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড চূড়ান্ত হতাশাজনকভাবে মরশুম শেষ করেছে। প্রিমিয়র লিগে ষষ্ঠ হয়ে চ্যাম্প💦িয়ন্স লিগ খেলার সুযোগ তো হাতছাড়া হয়েইছে, পাশাপা🐽শি প্রিমিয়র লিগ জমানায় সবথেকে কম পয়েন্ট নিয়ে শেষ হয়েছে মরশুম।
তবে আসন্ন মরশুমে বেশ কিছু বদল ঘটছে। রেড ডেভিলসদের হয়ে দায়িত্ব নিতে চলেছেন আয়াক্সকে তিন মরশুমে তিন লিগ জেতানো ম্যানেজার এরিক টেন হাগ। নতুন কোচকে নিয়ে বেশ উচ্ছ্বাস ধরা পড়ল রোনাল্ডোর গলায় এবং তিনি টেন হাগের জন্য সময়ও চেয়ে নিলেন। ‘আমি জানি আয়াক্সে ও দারুণ কাজ করেছে এবং ও একজন অভিজ্ঞ কোচ। তবে আমাদের ওকে সময় দিতে হব🦩ে। পরিবেশ-পরিস্থিতি ওর ইচ্ছা অনুযায়ী বদলাতে হবে। আমরা শুধু খেলোয়াড়রা নয়, সমর্থকরাও ওর আশাতে খুব উচ্ছ্বসিত। ওর জন্য অনেক শুভকামনা এবং আশা করছি পর꧋ের মরশুমে আমরা ট্রফি জিতব।’ আশাবাদী রোনাল্ডো।
তবে ইউরোপা খেলা ইউনাইটেডের হয়ে কি আদৌ রোনাল্ডোকে পরের মরশুমে খেলতে দেখা যাবে? জল্পনা উড়িয়ে ♎পর্তুগীজ মহাতারকা জানান, ‘এমন ক্লাবে যেখানে আমার কেরিয়ারে উঁচু পর্যায়ে যাওয়া শুরু হয়, সেখানে ফিরতে পেরে আমি খুবই খুশি ছিলাম এবং এখনও ভীষণই খুশি এখানে। এই ক্লাবে ফেরার অনুভূতিটা ভাষায় ব্যক্ত করা যায় না। আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হল ম্যাচ এবং চ্যাম্পিয়নশিপ জেতা। আমি নিশ্চিত ম্যাঞ্চেস্টার নিজেদের জায়গা ফিরে পাবে। অনেকক্ষেত্রে একটু বেশি সময় লাগে বটে, তবে আমার বিশ্ব🔯াস আছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।