বয়স হয়েছে তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখে বোঝা মুশকিল। UEFA নেশনস লিগের গ্ৰুপ পর্বের ম্যাচে তাঁর বাইসাইকেল কিক অবাক করেছে দর♐্শকদের। শুক্রবার রাতে পোল্যান্ডের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। সেখানেই খেলার শেষ লগ্নে দুরন্ত গোল𒉰টি করেন রোনাল্ডো। এছাড়াও এদিনের ম্যাচে পেনাল্টি থেকে আরও একটি গোল করেছিলেন তিনি। সব মিলিয়ে পোল্যান্ডকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয় পর্তুগাল। ফলে, প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত রোনাল্ডোদের জন্য।
শুক্রবার রাতে নেশনস লিগের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচটি খেলতে নেমেছিল পর্তুগাল। শুরুটা মোটেও এতো আক্রমণাত্মক হয়নি। প্রথমার্ধে একটিও গোল করতে পারেনি কোনও পক্ষই। তবে ম্যাচের ৩৭ মিনিটে প্রথ🌟ম গোলের সুযোগটি পেয়েছিল পোল্যান্ড। একটুর জন্য শট লক্ষ্যভ্রষ্ট হয় সিস্তফ পিয়ন্তেকের। প্রথমার্ধের একদম শেষে একটি গোল করার সুযোগ পেয়েছিলেন রোনাল্ডোও। রাফায়েল লিয়াও হেড করে তাঁর পায়ে বল পৌঁছে দিয়েছিলেন। কিন্তু সেটিকে গোলে রাখতে ব্যর্থ হন সিআর সেভেন। উল্টে তাঁকে ফাউল করা হয়েছে বলে দাবি জানাতে থাকেন। তবে রেফারি তাতে উৎসাহী ছিলেন না, তর্ক করতে থাকেন রোনাল্ডো। এরপরেই তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে পর্তুগালের ফুটবলাররা। ৫৯ মিনি👍টে পর্তুগালের বক্সের সামনে বিপক্ষ দলের ফুটবলারের পা থেকে বল ছিনিয়ে নিয়ে কাউন্টার অ্যাটাকে যান রাফায়েল লিয়াও। থ্রু বল 🦹বাড়ান নুনো মেন্ডিসের উদ্দেশ্যে। এরপর কিছুটা এগিয়ে বাঁ-দিক থেকে ক্রস ভাসিয়ে দেন নুনো। হেড করে বল গোলে রাখতে ভুল করেন না লিয়াও। এরপরে পেনাল্টি থেকে ৭২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো। বক্সের মধ্যে পোল্যান্ডের ডিফেন্ডারের হাতে বল লাগায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
৮০ মিনিটে পর্তুগালের হয়ে তৃতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। বক্সের বাইরে থেকে নেওয়া জোরাল শট ক্রস বারে লেগে জালে জড়িয়ে যায়। ৮৩ মিনিটে রোনাল্ডোর পাস থেকে দলের হয়ে চতুর্থ গোলটি করেন পেড্রো নেটো। এরপর ৮৭ মিনিটে চোখ ধাঁধানো বাইসাইকেল কিকটি নেন রোনাল্ডো। ডানদিক থেকে ভিটিনহার ভাসানো বল থেকে তিনি গোলটি করেন। যদিও ৮৮ মিনিটে পোল্যান্ড একটি গোল শোধ করে, তবে তা কোনও কাজে আসেনি। এখনও পর্যন্ত গ্রুপ পর্বের কোনও ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি পর্তুগাল। ৫ ম্যাচের ৪টিতে তারা জয় পেয়েছে এবং ১টি ড্র করেছে। ফলে, এক ম্যাচ বাকি থাকতেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলেছে🔜 রোনাল্ডোরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।