কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ব্লাইন্ডার খেলেন ক্রোয়েশিয়ার বিশ্বকাপ গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। মাঠে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিচ এবং ইভান পেরিসিচের মতো বিখ্যাত তারকাদের উপস্থিতি সত্ত্বেও সকলের নজর কেড়ে নিলেন ২৭ বছর বয়সী এই তারকা। শট স্টপার ছিলেন বাইরে। ডমিনিক লিভাকোভিচ ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে নেইমারের চারটে আক্রমণ,&n🐽bsp;লুকাস পাকেতার দুটো আক্রমণ এবং ভিনিসিয়াস জুনিয়ার ও অ্যান্টনির একটি আক্রমণকে সহজেই আটকে দিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। ৯০ মিনিটে একাই ব্রাজিলকে আটকে দিলেন ডমিনিক লিভাকোভিচ।
আরও পড়ুন… Croatia vs Brazil: জে🐽দের কাছে শিল্পের পরাজয়! ফের শেষ আটেই বিদায় ব্রাজিলের
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার মধ্যে কোয়ার্টার ফাইনালের ম্যাচের অতিরিক্ত সময়েও ডমিনিক লিভাকোভিচ পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন। এরফলে তিনি এবং তার 🧜দল ১১৫ মিনিট পর্যন্ত ব্রাজিলকে ধরে রাখতে পেরেছিলেন। এক্সট্রা টাইমের প্রথমার্ধের শেষের অতিরিক্তি সময়ে ব্রাজিল লিড নেওয়ায় নেইমার তাকে পরাজিত করে গোল করেছিলেন। যদিও দ্বিতীয় অধ্যায় ক্রোয়েশিয়া পাল্টা আঘাত করে এবং লিভাকোভিচ ক্রোয়েশিয়াকে নিশ্চিন্ত করেন। কারণ খেলাটিকে পেনাল্টিতে নিয়ে যাওয়া𓂃র জন্য শক্তিশালী ছিলেন।
১২০ মিনিট জুড়ে তিনি একটি অবিশ্বাস্য ১১টি সেভ করেছিলেন, যেখানে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন একটিও সেভ করতে পারেননি। পরে পেনাল্টিতে রদরিগোর শটটি সেভ দিয়ে এক ম্যাচে মোট ১২টি সেভ দিয়েছিলেন তিনি। কিন্তু বীরত্ꦰব পেনাল্টি শুটআউটে অব্যাহত ছিল, কারণ তিনি ক্রোয়েশিয়ার লিড রক্ষা করার জন্য ব্রাজিলের প্রথম প্রচেষ্টাটি রক্ষা করেছিলেন এবং মারকুইনহোস শেষ স্পট কিকটি পোস্টে আঘাত করায় ক্রোয়েশিয়া এই ম্যাচে জয়ী হয়।
আরও পড়ুন… Croatia vs Brazil:꧑ ব্রাজিলকে টাইব্রেকারে🎐 ৪-২ গোলে হারিয়ে সেমিতে উঠল ক্রোয়েশিয়া
জানেন কে ডমিনিক লিভাকোভিচ? লিভাকোভিচ এন কে জাগরেব যুব অ্যাকাডেমির মাধ্যমে বিশ্বফুটবলে এসেছিলেন। প্রথম দলে চার বছরে নিজের জন্য একটি নাম তৈরি করেছিলেন তিনি। তাকে শীঘ্রই ২০১৫ সালে ক্রোয়েশিয়ান জায়ান্ট দিনামো জাগ্রেব দ্বারা ছিনিয়ে নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে তাদের শহরের প্রতিবেশীদের কাছে ধার দেওয়া হয়েছিল কিন্তু ২০১৬ সালে প🎶্রথম পছন্দের গোলরক্ষক হিসাবে দায়িত্ব নিতে ফিরে এসেছিলেন। পরের বছর জানুয়ারিতে, তিনি ক্রোয়েশিয়ার সঙ্গে তার সিনিয়র দলে অভিষেক করেন। কিন্তু ২০১৯ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে নিয়মিত হননি। তিনি এখন দিনামোর হয়ে ২৬২টি এবং ক্রোয়েশিয়ার হয়ে ৩৯টি ম্যাচ খেলেছেন।
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচটিতেই তিনি দুরন্🐽ত সেভ করেননি। কারণ চলতি বিশ্বকাপের আগেও তিন কাঠির তলায় দারুণ ভাবে পাহাড় হয়ে দাঁড়িয়েছেন। তিনি ক্রোয়েশিয়ার জন্য ত্রাণকর্🐼তা হয়ে উঠেছেন। এর আগে পেনাল্টিতে জাপানকে পরাজিত করেছিল ক্রোয়েশিয়া। সেই ম্যাচেও তিনটি সেভ দিয়েছিলেন ডমিনিক লিভাকোভিচ। মরক্কোর ইয়াসিন বোনুর পর ক্রোয়েশিয়ার ডমিনিক। এবার বিশ্বকাপে একের পর এক গোলকিপার চমকে দিচ্ছেন গোটা বিশ্বকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।