পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হার🥂িয়ে কাতার বিশ্বকাপের জায়গা পাকা করল ক্রোয়েশিয়া।
সেমিফাইনালে জায়গা পাকা করল ক্রোয়েশিয়া
টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে সജেমিফাইনালে জায়গা পাকা কর✤ল ক্রোয়েশিয়া।
গোল করলেন লুকা মাদ্রিচ
🐭লুকা মাদ্রিচের গোলের🦋 পরে পেদ্রোও গোল করলেন। ম্যাচের ফল ৩-২
এগিয়ে ক্রোয়েশিয়া
২-১ এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া
দেখা যাক টাইব্রেকারে কী হয়?
ক্রোয়েশিয়া- নিকোলাভ্লাসিচ (গোল)ব্রাজিল- রডরিগো (স♏েভ)২ꦓ-০ এগিয়ে ক্রোয়েশিয়া
১২০ মিনিটের খেলা শেষ
এক্সট্রা টাইম শেষ, ম্যাচের ফল ১-১। খেলা গড়াল টাইব্রেকার𝔍ে। এখন দেখার পেনাল্টি শুট আউটে কী হয়?
গোলললল
সমতায় ফিরল ক্রোয়েশিয়া। প🦹েটকোভিচের গোলে সমতায় ফিরল ক্রোয়েশিয়া।
ক্রোয়েশিয়া কি ফাইট ব্যাক করতে পারবে?
নেইমারের গোলে ১-০তে এ✤গিয়ে রয়েছে ব্রাজিল। এখন দেখার ক্রোয়েশিয়া কি সমতায় ফিরতে পারবে?
১০৫ মিনিটের খেলা শেষ
১০৫ মিনিটের খেলা শেষ হয়ে গেল। নেইমারের গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল। এখন বাকি ১৫ মিনিটে 🌊কী হয় সেটাই দেখার।
গোলললল
এক্সট্রা টাইমের অতিরিক্ত সময়ে নেইমারের গোলে এগিয়ে গেল ব্রাজিল। পেলꦫের রেকর্ডের সমান হল নেইমারের গোলের রেকর্ড। ১০৫+
শুরু শেষ ৩০ মিনিটের লড়াই
৯০ মিনিটেও ম্যাচের ফল পাওয়💟া গেল না। এবার বাকি ৩০ মিনিটের দিকে তাকিয়ে সকলে। শুরু🎐 এক্সট্রা টাইমের ম্যাচ।
দ্বিতীয়ার্ধের খেলা শেষ
৯০ মিনিটেও গোলের দেখা নেই, এবার ম্যাচ হবে আরও ৩০ মিনিট। দেখার শেষ ৩০ মিনিটে গোল হয় কিনা, নাকি টাইব্রেকারে♎ ম্যাচ গড়ায়।&🃏nbsp;
৯০ মিনিটেও গোলের দেখা নেই
৯০ মিনিটেও গোলের দেখা নেই, ৪ মিনিটের অতিরিক্ত সময়। দেখ🎉ার খেলা কোন পথে যায়।
দুরন্ত লিভাকোভিচ
একের পর এক সেভ ক꧙রছেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। কখনও পাকেটা, কখনও নেইমার, সব সময়ে দারুণ সেভ করছেন লিভাকোভিচ🐼।
৬৫ মিনিট: ব্রাজিল-০, ক্রোয়েশিয়া-০
৬৫ মিনিটের খেলা শেষ, খেলার ফল এখনও গোলশূন্য। 💝দুই দলই গোলের কাছে পৌঁছে গিয়েছিল বেশ কিছুবার, কিন্তু শেষ পর্যন্ত সাফল্য পায়নি কোনও দল। কোনও দলই এখনও গোলের করতে পা🔴রেনি।
৫৫ মিনিট: ব্রাজিল-০, ক্রোয়েশিয়া-০
৫৫ মিনিটের খেলা শেষ, খেলার ফল এখনও গোলশূন্য। কোনও দলই এখনও গো🧜লের করতে পারেনি। দুই দলই গোলের কাছে পৌঁছে গিয়েছিল বেশ কিছুবার, কিন্তু শেষ পর্যন𓆉্ত সাফল্য পায়নি কোনও দল।
শুরু দ্বিতীয়ার্ধ
প্রথমার্ধ গোไলশূন্য থাকার পরে এবার শেষ ৪৫ মিনিটের দিকে তাকিয়ে গোটা ফুটবল বিশ্ব।
প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধের খে꧙লা শেষ, এখনও গোল করতে পারেনি ক𒈔োনও দল। এখন দেখার শেষ ৪৫ মিনিটে খেলা কোন দিকে যায়।
৩৮ মিনিট: ব্রাজিল-০, ক্রোয়েশিয়া-০
৩৮ মিনিটের খেলা শেষ, খেলার ফল এখনও গোলশূন্য। কোনও দলই এখনও গোলের মুখ খু꧟লতে পারেনি। দুই দলই গোলের কাছে পৌঁছে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সাফল্য পায়নি কোনও দল।
ব্রাজিলের দুরন্ত আক্রমণ
ম্যাচের ২০ মিনিটে নেইমার ও ভিনিসিয়াস জুনিয়ারের দুরন্ত আক্রমণ। ক্রোয়েশিয়ার উপর চাপ তৈরি ক♚রেছে ব্রাজিল।
ইভান পেরিসিচের মিসসস
ম্যাচের ১৩ মিনিটে দারুণ আক্রম করল ক্রোয়েশিয়া। ইভ♚ান পেরিসিচ গোলের মুখ খুলে ফেলেছিল। কিন্তু একটু ভুলের জন্য সফল হল না ক্রোয়েশিয়া।
১০ মিনিটে: ব্রাজিল-০, ক্রোয়েশিয়া-০
১০ মিনিটের খেলা শেষ, খেলার ফল এখনও গো🌳লশূন্য। কোনও দলই এখনও গোলের মুখ খুলতে পারেনি। সেভাবে গোলের কাছে পৌঁছাতে পারে𒈔নি কোনও দল।
শুরু ২০২২ কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল
৯০ মিনিটের লড়াꦅই-এ দেখা যাবে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে কোন দল পৌঁছায়।
ইউরোপের দলগুলোর বিরুদ্ধে ব্রাজিলের খারাপ রেকর্ড
২০০২ সালের ফাইনালে জার্মানিকে পরাজিত করার পর থেকে নকআউট ম্যাচে ইউরোপীয় দলের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড খারাপ ছিল। ফ্রান্স ২০০৬ সালে, নেদারল্যান্ডস ২০১০ সালে, জার্মানি ২০১৪ সালে এবং বেলজিয়াম ২০১৮ সালে ছিটকে যায়। এর মধ্যে তিনবার তিনি কোয়ার্টার ফাইনালে (২০০৬, ২০১🐽০, এবং ২০১৮) বাদ পড়েছিল। ২০১৪ সালের সেমিফাইনা🌟লে জার্মানি তাদের পরাজিত করেছিল।
সকলকে স্বাগত জানাই
হ্যালো, আপনাদের HT বাংলার লাইভ ব্লগে স্বাগত জানাই। কাতারে চলতি ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে ক্রোয়েশিয𒅌়ার চ্যালেঞ্জ। গতবার ফাইনালে হেরেছিল ক্রোয়েশিয়ার দল। একই সময়ে, ২০১৪ সাল থেকে ব্রাজিল সেমিফাইনালে উঠতে পারেনি। তারা শেষবার ২০১৮ সালে কোয়ার্টার ফাইনালে হেরেছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।