আইএসএলের নতুন মরশুম শুরু হতে এখনও খানিকটা๊ সময় বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই দল গঠনের লক্ষ্যে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। সেই উদ্দেশ্যেই দুই প্রাক্তন লাল-হলুদ তারকা অ্যালভিটো 🌞ডি'কুনহা ও ষষ্ঠী দুলেকে দায়িত্ব দেওয়া হল।
শ্রী সিমেন্টের সঙ্গে ইতিমধ্যেই সম্পর্ক ভে🧸ঙে দিয়েছে লাল-হলু💜দ। ওপার বাংলার বসুন্ধরা সঙ্গে চুক্তি নিয়ে কথাবার্তা চলছে। গতবারের শেষ মুহূর্তে কোনওক্রমে দল গড়ে আইএসএলে একেবারে ল্যাজেগোব♏রে ক😼রেছিল ইস্টবেঙ্গল। লিগ তালিকায় সবার শেষে তারা শেষ করেছিল। এবার লক্ষ্যে তাই ঠিকঠাকভাবে বাছাই করে খেলোয়াড় নির্বাচন। সেই লক্ষ্যেই চলতি সন্তোষ ট্রফিতে প্রতিভা খুঁজে বার করার লক্ষ্যে অ্যালভিটো ও ষষ্ঠীকে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবারই (১৯ এপ্রিল) কেরালার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অ্যালভিটোরা।
ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার এই বিষয়ে এক বিবৃতিতে জানান, ‘প্রাক্তন তারকাদের পরামর্শে আমরা অ্যালভিটো এবং ষষ্ঠীকে স্পটার হিসাবে নিযুক্ত করেছি। উনারা মঙ্গলবারই কেরালার উদ্দেশ্যে রওনা দেবেন।’ এছাড়াও রাজ্য অ্যাসোসিয়েশন আইএফএকে আরও জানানো হয়েছে, ‘আমরা আইএফএকে জানিয়েছি এবার থেকে ফুটবল সংক্রান্ত যে কোনও জায়াগায় ইস্টবেঙ্গল নামটিই যেন ব্যবহার করা ꩵহয়।’ ক্লাব তাঁবুতে সদস্যদের জন্য অত্যাধুনিক রেস্তোরাঁও গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।