অভিনব উপায়ে আগামী মরশুমের দল প্রকাশ্যে আনল ইস্টবেঙ্গল। সোমবার বাইপাসের ধারে ইমামির আর্ট গ্যালারিতে ইস্টবেঙ্গলের কোচ এবং গোটা দলকে হাজির হয়েছিল। সেখানেই পুরো টিমের আত্মপ্রকাশ ঘটে। আর এই অনুষ্ঠানেই আগামী মরশুম নিয়ে কথা বলেন কোচ কার্লেস কুয়াদ্রাত।
নতুন মরশুমেও ট্রফি জয়ের সংকল্প লাল-হলুদ কোচের। তবে দলের অধিনায়ক ক্লেটন সিলভার প্রাথমিক টার্গেট আইএসএলের প্রথম ছয় নিশ্চিত করা। এদিকে ষষ্ঠ বিদেশি এখনও চূড়ান্ত হয়নি। ১৪ তারিখ এসিএল টু কোয়ালিফায়ারের আগেই ষষ্ঠ বিদেশি চূড়ান্ত করতে চান ♊কুয়াদ্রাত। তবে তাড়াহুড়ো না করে, ষষ্ঠ বিদেশি নির্বাচনের ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।
এদিন কুয়াদ্রাত সাংবাদিকদের বলেন, ‘এবারে আমাদের উপর সমর্থকদের প্রত্যাশা বেড়েছে। সমর্থকরা আমাদের উপর বিশ্বাস করতে শুরু করেছে। দলগঠনও বেশ ভালো হয়েছে। চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি। সব ধরণের প্রতিযোগিতার জন্য আমরা মানসিক ভাবে প্রস্তুত। এবার আর প্লে-অফে থেমে থাকতে চাই না। আইএসএল ট্রফি জিততে চাই। এটাও জানি, আমাদের ধাপে ধাপে এগোতে হবে। প্রথমে ডুরান্ড কাপ রয়েছে। সেখানে ভালো খেলতে হবে। যে প্রতিযোগিতাতেই খেলি না কেন, জেতার চেষ্টা করতে হবে। দীর্ঘ দিন বাদে ভালো একটা দল হয়েছে আমাদের। ক্লাব ট্রফি জেতায় সমর্থকেরাও খুশি। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, আমরা আরও শক্তিশালী হ꧟তে চাই।’
আরও পড়ুন: টেকনিক্যাল কমিটিকে অন্ধ⭕কারে রেখেই কোচ বাছাই, রেগে লাল বাইচুং,ও দিলেন ইস্তফা
সঙ্গে কুয়াদ্রাত যোগ করেছেন,෴ ‘সত্যি বলতে, অনেক কিছু হয়েছে গত এক বছরে। সবচেয়ে বড় পার্থক্য হল, এখন আমাদের দলকে নিয়ে একটা আশা তৈরি হয়েছে। লোকে আমাদের প্রতি বিশ্বাস রাখছে। দুটো ফাইনালে উঠেছি, একটা জিতেছি। এত কিছু পাব নিজেও ভাবিনি।’ এদিকে অধিনায়ক ক্লেটন সিলভার লক্ষ্য আবার একটু আলাদা। তিনি দাবি করেছেন, ‘আগে আমাদের প্রথম ছয়ে শেষ করতে হবে। সেটাই প্রাথমিক লক্ষ্য। তার পরে পরবর্তী লক্ষ্যের কথা ভাবা যাবে।’
আরও পড়ুন: আরও একটি পালক, মোহনবাগান র🌟ত্ন পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধꦆ্যায়, সেরা প্লেয়ার পেত্রাতোস
ষষ্ঠ বিদেশি নিয়ে কুয়াদ্রাতের দাবি, ‘ষষ্ঠ বিদেশি বাছাইয়ের কাজ চলছে। আশা করি, তা ঠিক সময়ে সম্পন্ন হবে। আমাদের হাতে এখনও কিছুটা সময় আছে। আশা করছি, ১৪ তারিখের আগে ষষ্ঠ বিদেশি বাছাইয়ের কাজ শেষ হয়ꦡে যাবে। সেটার পর দেখত💃ে হবে, ওই ফুটবলারের ভিসা সমস্যা কত দ্রুত মেটে। তারপরই বুঝতে পারব ১৪ তারিখের ম্যাচে সেই বিদেশিকে খেলাতে পারব কিনা।’
ভারতীয় ফুটবলে সাত মরশুম কাটানোর পর কুয়াদ্রাতের উপলব্ধি, তাঁর কোচিং করানো সেরা দলের মধ্যে এই ইস্টবেঙ্গল থাকবে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্প্যানিশ কোচ বলেছেন, ‘বেঙ্গালুরুতে থাকার সময় আমাকে সেট-পিস কোচ বলা হত। আরও অনেক ভূমিকা পালন করেছি। আমি আসার আগে এই দলটা ৫-৬, ৪-৬ ♛ব্যবধানে হেরেছিল। কৌশলের অভাব ছিল। গত বার আমরা সেটা বদলে দিয়েছি। ১০টা ম্যাচে গোল খাইনি। টিমওয়ার্ক দেখাতে পেরেছি। এ বার আইএসএল জেতার জন্যও তৈরি আ༺মরা। আরও বেশি আগ্রাসী হতে হবে আমাদের।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।