আগে থেকেই জল্পনা ছিল। শিলমোহরও আগেই পড়ে গিয়েছিল। শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল দুই তারকা বিদেশি ডিফেন্ডারের নাম। স্পেনের জোস আন্তোনিয়ো পারদো লুকাস এবং অস্ট্রেলিয়ার জর্ডন এলসের নাম শেষমেশ লাল-হলুদের তরফে ঘোষণা করা হল। পারদো স্পেনের একাধিক ক্লাবে খেলেছেন। লা লিগা টু-এ ৭০টি ম্যাচ খে💝লার অভিজ্ঞতা রয়েছে। জর্ডন এলসে♋র আবার মোহনবাগানের অজি বিশ্বকাপার কামিন্সের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে। কোচ কার্লেস কুয়াদ্রাতের পরামর্শেই এই দুই ফুটবলারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল।
মোহনবাগানের বড় নামের পাশে এবার থমকে যেতে রাজি নয় ইস্টবেঙ্গলও। গত চার বছর ধরে কলকাতা ডার্বি হারের চাকা এবার ঘোরাতে মরিয়া লাল হলুদ। সেই সঙ্গে আইএসএলের ব্যর্থতা কাটাতে মুখিয়ে রয়েছে তারা। যে কোনও মূল্যে এবার সমর্থকদের ভালো ফল উপহার দিতে চায় মশাল ব্রিগেড। আর বাগানের শক্তিশালী ফরোয়ার্ড-লাইনকে আটকাতে বুনো তেতুঁল নিয়ে চলে এল লাল-হলুদ ব্রিগেড।ꦍ
অজি তারকা সেন্ট্রাল ব্যাক জর্ডন এলসে গত গত বছর খেলেছিলেন পার্থ গ্লোরিতে। এর আগে এ লিগের ক্লাব অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে ১২৪টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নিউ ক্যাসল জেটস-এর হয়ে ৩৪টি ম্যাচ খেলেন তিনি। এবার ইস্টবেঙ্গলে খেলতে আসছেন জর্ডন। বাগানের বিশ্বকাপা🤡র কামিন্সের বিরুদ্ধেও খেলার অভিজ্ঞতা রয়েছে জর্ডন এলসের।
২৯ বছরের তারকার উত্থান অ্যাডিলেড ইউনাইটেডের যুব দল থেকে। যুব দলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার সময়েই লোনে পারা নাইট হিলসের জার্সিতে সিনিয়র পর্যায়ে অভিষেক ঘটে। জানা গিয়েছে, হয়তো কয়েক দিনের মধ্যেই সরকারি ভাবে জর্ডনের নাম ঘোষণা করা হবে ইস্টবেঙ্গলের তরফে। জানা গিয়েছে, অস্ট্রে꧒লিয়ান ডিফেন্ডার ভিসার আবেদনও করে দিয়েছেন।
আরও পড়ু♊ন: গর্ভবতী স্ত্রীর পাশে থাকতে পারবেন সুনীল, ছুটি মঞ্জুর করে দিলেন স্নেহবৎসল ইগর
স্পেনের জোস আন্তোনিয়ো পারদো লুকাসের উত্থান আবার স্পেনের ভিয়ারিয়াল এবং ভ্যালেন্সিয়ার যুব ফুটবল টিম থেকে। গত মরশুমে খেলেছেন এলডেনসের হয়ে। চলতি বছরের জুন মাসে ৬১ বছর পর দলটিকে তৃতীয় ডিভিশন থ꧟েকে দ্বিতীয় ডিভিশনে তুলে আনতে সাহায্য করেছেন।
আরও পড়ুন: কোলাসোর সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে ওড়িশার, বড় অঙ্কের♏ ট্রান্সফার-ফি পাচ্ছে বাগান- রিপোর্ট
৩৫ বছরের পারদোকে মূলত ইভান গঞ্জালেসের পরিবর্ত হিসেবেই নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এই মরশুমে ইভানকে ছেড়ে দেওয়া হয়েছে। ৩৫ বছরের এই ডিফেন্ডার বর্তমানে ফ্রি এজেন্ট ছিল। ফলে তাঁকে সই করাতে খুব একটা সমস্যা হয়নি ইস্টবেঙ্গলের। তিনি ক্লাব ফুটবল ক্যারিয়ারে মোট ৩৭৪টি ম্যাচ খেলেছেন। ফলে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাজিমাত করতে চায় লাল-হলুদ। এঁদের বা♔ইরে লাল-হলুদে যোগ দিয়েছেন স্প্যানিশ জুটি স্ট্রাইকার সিভেরিও এবং মিডফিল্ডার ক্রেসপো। তাই এই মরশুমে ইস্টবেঙ্গলও কিন্তু ধামাকাদার প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে র✤য়েছে। এবার শেয়ানে শেয়ানে লড়াই করবে লাল-হলুদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।