শনিবার থেকে নিজেদের আইএসএল অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল এফসি। তার আগে শুক্রবার আরও ৩ ফুটবলারকে বিদায় জানাল তারা। এই ৩ ফুটবলারের তালিকায় রয়েছে হরমনজ্যোৎ সিং খাবরা, এডউইন সিডনি ভ্যান্সপল এবং ভিপি সুহের। এর আগে গোলরক্ষক কমলজিৎ সিং-কে বিদায় জানিয়েছিল লাল হলুদ শিবি🍬র। খাবরা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে খুবই পছন্দের একজন খেলোয়াড় ছিলেন। তবে গত মরশুমে বেশিরভাগ সময়টা চোটের জন্য মা𒉰ঠের বাইরেই থাকতে হয়েছে তাঁকে। মূলত বয়সটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল তাঁর জন্য। খাবরা ইস্টবেঙ্গলের হয়ে এর আগে ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত খেলেছিলেন। সেই সময় তাঁর নেতৃত্বে ফেডারেশন কাপ, আইএফএ শিল্ড, ইন্ডিয়ান সুপার কাপ জেতে লাল হলুদ শিবির। টানা ৭ বার কলকাতা লিগে চ্যাম্পিয়নও হয়েছিল।
পরবর্তীতে আইএসএল ক্লাব বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছিলেন খাবরা। গত মরশুমে ফের একবার প্রত্যাবর্তন হয়েছিল ইস্টবেঙ্গলে। তাঁকে নিয়ে লাল-হলুদ জনতার আবেগ অনেকটাই বেশি, অবশ্য হবেই না কেন অনেক ডার্বির নায়ক যে তিনি। অন্যদিকে ভিপি সুহের এবং এডুইন সিডনি ভ্যান্সপলকে বিদায় জানানো হয়েছে ম্যানেজমেন্টের তরফে। তাঁদের দু'জনকেই এবছর বেশ কয়েকটি কলকাতা লিগের ম্যাচ খেলতে দেখা যায়, তবে ম্যানেজমেন্টের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই মুহূর্তে তাঁদের দলে রাখা হবে না। ভ্যান্সপল গত মরশুমে চেন্নাইয়িন এফসি থ♋েকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন। অন্যদিকে ২০২২-২০২৩ মরশুমে নর্থইস্ট ইউনাইটেড এফসি থেকে লাল-হলুদে এসেছিলেন সুহের।
প্রসঙ্গত, এই মরশুমের জন্য বেশ শক্তিশালী দল গঠন করেছে ইস্টবেঙ্গল এফসি। আইএসএল-এর বিগত বছরগুলির ব্যর্থতা কাটিয়ে উঠতে এবছর সব বিভাগেই নতুন ফুটবলার নেওয়া হয়েছে। শুধু বিদেশি নয়, যুক্ত করা হয়েছে চারকা ভারতীয় ফুটবলারও। আক্রমণ ভাগে নিজেদের শক্তি বৃদ্ধি করতে সই করানো হয়েছে দিমিত্রিয়স দিয়ামানতাকোস, ডেভিড লালহালসাঙ্গাদের। মাঝমাঠের শক্তি বৃদ্ধির জন্য আনা হয়েছে মাদিহ তালাল, জিকশন সিং-ক♌ে। ডিফেন্স মজবুত করতে ঘর ভেঙেছে চিরপ্রতিদ্বন𝔍্দ্বী মোহনবাগানের, সই করানো হয়েছে আনোয়ার আলিকে। সবমিলিয়ে খাতায় কলমে বেশ শক্তিশালী ইস্টবেঙ্গল। সমর্থদের প্রত্যাশা এবার অনেকটাই বেশি কোচ কুয়াদ্রাতের থেকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।