লাগাতার ব্যর্থ ম্যানচেস্টার ইউনাইটেড। অবশেষে চাকরি খোয়ালেন কোচ এরিক টেন হ্যাগ। রবিবার ওয়েস্ট হ্যাജমের বিরুদ্ধে পরাজয়ের পর সোমবার সকালেই তাঁকে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার নির্দেশ দেওয়া হল। দীর্ঘ আড়াই বছর ধরে এই ডাচম্যান ম্যান ইউয়ের কোচ ছিলেন। কিন্তু সেই ভাবে সাফল্য এনে দিতে পারেননি তিনি। এই মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে ১৪ তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয় পেয়েছে তারা। ড্র করেছে ২টিতে এবং পরাজিত হয়েছে ৪টিতে। স্বভাবতই দলের এই পারফরম্যান্স দেখে খুশি ছিলেন না সমর্থকরা। অনেকদিন ধরেই কোচকে ছেঁটে ফেলার রব উঠছিল। কিন্তু ম্যান ইউ ম্যানেজমဣেন্ট কিছুটা ধৈর্য্য রেখেছিলেন। রবিবার ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে পরাজয়ের পর অবশেষে সেই ধৈর্যের বাঁধ ভাঙে।
সোমবার ক্লাবের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এরিক টেন হ্যাগ ম্যানচেস্টার ইউনাইটেডের পুরুষদের প্রথম দলের ম্যানেজার হিসেবে নিজের ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছেন। এরিক ২০২২ সালের এপ্রিলে ম্যানেজার হিসেবে নিযুক্ত হন এবং ক্লাবটিকে দুটি ঘরোয়া ট্রফিতে নেতৃত্ব দেন। ২০২৩ সালে কারাবাও কাপ এবং ২০২৪ সালে এফএ কাপ জিতিয়েছিলেন তিনি। আমাদের সঙ্গে তাঁর সময়♎কালে তিনি যা করেছেন তার জন্য আমরা এরিকের কাছে কৃতজ্ঞ এবং তাঁর ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করি’। গত মরশুমে প্রিমিয়ার লিগের অষ্টম স্থানে শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড, যা ১৯৯০ সালের পর থেকে ক্লাবের সর্বনিম্ন পারফরম্যান্স ছিল। তার পরেও টেন হ্যাগকে এই মরশুমেও ইউনাইটেড ম্যানেজার হিসেবে ধরে রাখে। যদিও তাঁর তত্ত্বাবধানে গত মরশুমে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে এফএ কাপের ফাইনালে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যানচেস্টার ইউনাইটেড একটা সময় ইউরোপীয় ফুটবলে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল। এই দল থেকেই নিজের প্রথম পরিচয় গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্🍸যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের জামানায় একের পর এক সাফল্য অর্জন করেছে তারা। বিগত কিছু বছর ধরে এই দলের এরকম অবস্থা মেনে নিতে পারছেন না সমর্থকরা। এখন সবচেয়ে বড় প্রশ্ন রেড ডেভিলদের নতুন ম্যানেজার কে হবেন? যদিও সেই বিষয়ে কিছু স্পষ্ট হয়নি এখনও।আপাতত অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করবেন রুদ ভ্যান নিস্তেলরয়। অনেকে এই ঘটনার সঙ্গে বাংলার ইস্টবেঙ্গল ক্লাবের মিল খুঁজে পাচ্ছেন। সম্প্রতি খারাপ পারফরম্যান্সের কারণে চাকরি যায় লাল হলুদের হেড কোচ কার্লস কুয়াদ্রাতেরও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।