রবিবার ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার। বিগত মরশুমগুলির মতো এবছরও নিজেদের হতশ্রী পারফরম্যান্স জারি রেখেছে এরিক টেন হ্যাগের ছেলেরা। এদিনের ম্যাচে ৩-০ ব্যবধানে পরাজিত হয় ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের খেলা দেখে মনেই হচ্ছিল না ডিফেন্স বলে কোনও বিষয় রয়েছে। ঘরের মাঠে এমন শোচনীয় হারের পর কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একদা ইউরোপীয় ফুটবলে রাজত্ব করা দলের এরকম পরিস্থিতি মেনে নিতে পারছে না সমর্থকরা। এদিন তারা কোচকে উদ্দেশ্য করে গাইতে থাকে, ‘কাল সকালে তোমার ছাঁটাই হবে’। তবে কোচ টেন হ্যাগ কিন্তু নিজের চাকরি নিয়ে নিশ্চিন্ত। তিনি বলেন, ‘আমি এসব নিয়ে ভাবছি না’। ম্যাচে ৪২ মিনিটে লাল কার্ড দেখেন 🐼ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার ব্রুনো ফার্নান্দেজ। যদিও রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েছে।
EPL-এ ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স বিগত বছরগুলিতে খুবই খারাপ। এবছর এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলে লিগ টেবিলে ১২ নম্বরে রয়েছে। এদিন টটেনহ্যামের বিরুদ্ধে শুরুতꦕেই গোল খায় ম্যান ইউ। কাউন্টার অ্যাটাকে বিপক্ষের ৪ জন ডিফেন্ডারকে কাটিয়ে ম্যানচেস্টারের বক্সের মধ্যে ঢুকে পড়েন টটেনহ্যামের ফুটবলার মিকি ফান ডে ভেন। এরপর বাম দিক থেকে করা তাঁর নিচু ক্রসে শট নিয়েꦜ গোল করেন ব্রেনান জনসন। এরপর আরও একাধিক গোলের সুযোগ তৈরি করতে থাকে টটেনহ্যামের ফুটবলাররা। তাঁদের আক্রমণ দেখে মনেই হচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড দলে কোনও ডিফেন্ডার রয়েছে। খেলায় ইউনাইটেড আরও বেশি গোলে পরাজিত হলে অবাক হওয়ার কিছু থাকত না। তবে ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় সেই লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।
দ্বিতীয়ার্ধে ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে আরও অসহায় দেখায়। সেই সুযোগে ৪৭ মিনিটে গোল করেন দেজান কুলুসেভস্কি। ২-০ ব্যবধানে এগিয়ে যায় টটেনহ্যাম হটস্পার। এরপর ৭৭ মিনিটে তৃতীয় গোলটি করেন ডোমিনিক সোলাঙ্কে। ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ নিজের চাকরি হারানোর আশঙ্কাকে পাত্তাই দিলেন না। তিনি বলেন , ‘আমি এসব নিয়ে ভাবি🥂ত নয়, আমরা একটা দল হিসেবে পুরো গ্রীষ্মটা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম আগেই। আমাদের কোথায় কোথায়🎉 উন্নতি করতে হবে, কীভাবে দল গঠন করা হবে তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আমরা সবাই জানি এরজন্য সময় লাগবে। কিছু ফুটবলারও দলের সঙ্গে দেরিতে যুক্ত হয়েছে’। তিনি আরও বলেন, ‘আমাদের দলে কিছু ইনজুরি সমস্যা রয়েছে। আমাদের বেশ কিছু জায়গায় আরও উন্নতির প্রয়োজন। আমাদের আরও একটু ধৈর্য ধরতে হবে’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।