আলিয়া ভাট আরও একবার ইন্টারনেটে ঝড় তুলেছেন ব্যক্তিগত জীবনের একটি মিষ্টি ঝলক দিয়ে। আকাঙ্ক্ষা রঞ্জ𝄹ন কাপুর ইনস্টাগ্রামে একটি মনকাড়া ফোটো শেয়ার করলেন, যেখানে দেখা মিলল আলিয়ার পাশাপাশি ছোট্ট রাহারও। ঘনিষ্ঠ বন্ধুদের♉ সঙ্গে সময় কাটাচ্ছিলেন আলিয়া। দেখা গেল, রাহার গালে চুমু দিচ্ছেন আকাঙ্খা।
ছবিটিতে খোলা বারান্ডায় দেখা গেল আলিয়া ভাটের গার্ꦇল গ্যাংকে। সকলের হাসিমুখ বুঝিয়ে দিচ্ছে, কত সুন্দর একটা সময় কাটাচ্ছেন তাঁরা সকলে মিলে। ছোট্ট রাহাকে দেখা গেল গোলাপি পোশাকে। আলিয়ার😼 গায়ে ছিল কালো রঙের টপ।
আরও পড়ুন: আন🌱প্ল্যানড চাইল্ড অনন্যা!🍨 ২৬ বছর পর ফাঁস করলেন ভাবনা পাণ্ডে, চাঙ্কিকে বিয়ে করায় মত ছিল না বাবার
ছবিটি নেটিজেনদের মন কেড়ে নিয়েছে। দেখুন-

রণবীর কাপুর ও আলিয়া ভাট বিয়ের পিঁড়িতে বসেন ২০২২ সালের এপ্রিল মাসে। সেই বছরেরই নভেম্বর মাসে তাঁদেℱর কোলে আসে রাহা। এরমধ্যে রাহার একটা ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যালে। যদিও কার্যত সেটি ছিল আলিয়ার, তবে দেখা না দিয়েই, লাইমলাইট কেড়ে নেয় রাহা।
আরও পড়ুন: একটুর জন্💛য জেতেননি সারেগামাপা! ইন্🎃ডিয়ান আইডলে হিট ময়ূরী, ইনস্টায় তাঁকে ফলো করে এই অস্কার-জয়ী
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছিল অভিনেত্রী শেয়ার করেছেন যে তার প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস’ এই বছর একটি চলচ্চিত্র উৎসবের সঙ্গে অংশীদারিত্ব করছে। আলিয়া ব্যাখ্যা 𒈔করেছেন যে চলচ্চিত্র উৎসবটি কতটা বিশেষ, যা প্রকৃতির স্থিতিস্থাপকতা প্রদর্শন করে এবং দর্শকদের গ্রহ, জলবায়ু এবং পরিবেশ সম্পর্কে নানা কিছু জানার ও উপভোগ করার সুযোগ দেয়।
আরও পড়ুন: ছোটবেলায় প্রেম, বিবাহবার্ষিকীতে বউকে ডাকলেন বিশেষ ন𒐪ামে, সোহমের থেকে কত ছোট তনয়া
তবে আসল মজা হল, যখন আলিয়া এই ভিডিয়োটি শ্𝓡যুট করছিলেন, তখ🌱ন কাছাকাছিই ছিল রাহা। আর এই খুদেকে ‘মা’ বলে ডাকতেও শোনা যায়। আর রাহার মিষ্টি গলার আওয়াজ সকলের মন জয় করে নেয়।
কাজের সূত্রে, আলিয়াকে ভাটকে শেষ দেখা গিয়েছে জিগরা-তে। যা𓄧 রীতিমতো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। অভিনেত্রীকে পরবর্তীতে আলফা আর লাভ অ্যান্ড ওয়ারে দেখা যাওয়ার কথা রয়েছে।