হিমশীতল মুখ, বজ্রকঠিন মানস𒊎িকতা, ইউরোর ফাইনালে জিয়ানলুইজি দোনারুমাকে দেখে কে বলবে তাঁর বয়স মাত্র ২২। তবে সাম্প্রতিক সময়ে ইতালির ইতিহাসের সবচেয়ে বড় রাতে তাঁর দস্তানায় ভর করেই ষষ্ঠ বড় আন্তর্জাতিক খেতাব (চারটি বিশ্বকাপ ও দুইটি ইউরো) জিতল আজুরিরা।
ইতালির তেকাঠির নীচে জিয়ানলুইজি নামটা অতিপরিচিত। দীর্ঘ সময় আজুরিদের হয়ে গোল আগলেছেন বুফোঁ। তার পরবর্তীতে বর্তমানে তাঁরই ভাবশিষ্য দোনারুমার কাঁধে সেই দায়িত্ব। ইউরো ফাইনালে নিজের দায়িত্ব বকলমে পালন করলেন তিনি🐷। দেশে বসে হয়তো বুফোঁকে মনে করিয়ে দিচ্ছিলেন দেড় দশক আগে বার্লিনের সেই মায়াবী রাত। সেইবারও বিশ্বকাপ ফাইনালে পেনাল্টিতে জয় সুনিশ্চিত করেছিল ইতালি, ত্রাতা হয়ে উঠেছিলেন বুফোঁ। এবারও ত্রাতা সেই গোলরক্ষকই।
তবে অবাক লাগলেও দোনারুমা বর্তমানে কোন ক্লাবেরই সদস্য নন। ২২ বছর বয়স হলেও ইতিমধ্যেই ২৫০-র ওপর এসি মিলানের হয়ে ম্যাচ খেলার পর এই বছরই তা♈ঁর চুক্তি শেষ হয়েছে। বর্তমানে তিনি ফ্রি-এজেন্ট। কিন্তু শীঘ্রই সেই ছবি বদলাত চলেছে। বহুদিন আগে থেকেই প্যারিস সাঁ-জাঁর সঙ্গে চুক্তি পাকা তাঁর। ইউরোর পরেই মেডিকেল সেরে পাকাপাকিভাবে ফ্রেঞ্চ দলে যোগ দেওয়ার কথা ঘোষণা করা হবে। নতুন দলে যোগ দিয়েই প্রায় দ্বিগুন পরিমাণ অর্থ উপার্জন করবেন দোনারুমা। এবার তাঁর পরের লক্ষ্য হলে তারকাখচিত পিএসজি দলে কেইলর নাভাসের বদলে গোল পোস্টের নীচে নিজের জায়কা পাকা করা। মোটের ওপর সময়টা দারুণ কাটছে প্রথম গোলরক্ষকহিসাবে ইউরোর সেরা ফুটবলার নির্বাচিত হওয়া দোন
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।