𝓰স্কটল্যান্ডের একটা রিপোর্টে আতঙ্ক ছড়িয়েছে ইউরো কাপে। স্কটল্যান্ডের একটি রিপোর্টে বলা হয়েছে, ১৯শে জুন ইউরোর গ্রুপ লিগের ম্যাচ দেখতে, ওয়েম্বলিতে ভিড় করেছিলেন স্কটল্যান্ডের সমর্থকেরা। সেখানে গ্রুপ ‘ডি’ লিগরে ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচ দেখতে গিয়ে স্কটিশ সমর্থকেরা ওয়েম্বলির রাস্তায় ভিড় জমিয়েছিলেন। এরপর তারা যখন দেশে ফেরেন তাদের মধ্যে প্রায়্ ২০০০ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া যায়। যা দেখে রীতি মতো ভীত স্কটল্যান্ড সরকার। তারা তড়িঘড়ি এই খবর ইংল্যান্ড সরকারকে পাঠিয়েছে।
෴স্কটল্যান্ডে স্বাস্থ্য সংস্থা মারাত্মক তথ্যই সামনে আনল। তাদের দাবি, অন্তত ২০০০ স্কটল্যান্ডের সমর্থক কোভিড নিয়েই লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা দেখতে মাঠে এসেছিলেন। রিপোর্ট প্রকাশের পরেই হইচই পড়ে গিয়েছে! শুধু স্টেডিয়ামেই নয়, সিটি সেন্টারে সবাই মিলে জায়ান্ট স্ক্রিনেও অনেকে খেলা দেখেছেন৷ রাস্তায় উৎসব করেছেন৷ অধিকাংশের মুখেই ছিল না মাস্ক৷ কোভিড আবহে মানুষ যেন ফুটবলের আনন্দে সব কিছু ভুলেই গিয়েছেন৷ ওয়েম্বলির ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কে রয়েছেন ইউরোপের অন্য দেশের ফুটবলপ্রেমীরাও।
🤡এমন অবস্থায় আতঙ্ক ছড়িয়েছে ভারতীয় শিবিরেও। ২৯শে জুন ওয়েম্বলিতে উপস্থিত হয়েছিলেন ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্ত। তিনিও ভিড়ের মধ্যে সকলের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখেন। সেই ছবি তিনি নিজের সোশ্যাল মাধ্যমে পোস্টও করেছিলেন। যেখানে দেখা যাচ্ছে ঋষভ পন্ত গ্যালারিতের বসে খেলা উপভোগ করছেন। এরপরেই আতঙ্ক ছড়িয়েছে টিম ইন্ডিয়া শিবিরে। আতঙ্কে রয়েছেন ভারতের অন্যান্য ক্রিকেটাররাও। স্কটল্যান্ডের নতুন করোনা রিপোর্টে আতঙ্ক ছড়িয়েছে ভারতীয় শিবিরে। এরপরেই নড়েচড়ে বসেছে ব্রিটিশ সরকার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।