যত কাণ্ড ‘রামধনু রঙা আর্ম ব্যান্ড’ নিয়ে! তবে শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলল জার্মান শিবির। উয়েফার শাস্তির হাত থেকে মুক্তি পেলেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়াল নয়ার।𓆉 জার্মানির ফুটবল অ্যাসেসাসিয়েশনের বক্তব্যে সন্তুষ্ট হয়েছে উয়েফা। যে কারণে শাস্তির কবলে পড়তে হচ্ছে না জার্মানির গোলরক্ষককে।
পর্তুগাল ম্যাচে জার্মানির কিপার তথা অধিনায়ক নয়ারকে 🥂‘রামধন൩ু রঙা আর্ম ব্যান্ড’ পরে মাঠে নামতে দেখা গিয়েছিল। সেই ব্যান্ডটি নিয়েই শুরু হয় বিতর্ক। তবে শুধু ইউরোতে নয়। টুর্নামেন্ট শুরুর আগে প্রদর্শনী ম্যাচেও একই রামধনু রঙা আর্ম ব্যান্ড পরে মাঠে নামতে দেখা গিয়েছিল নয়ারকে। তবে এ বার উয়েফা বিষয়টি নজর করার পরই তারা নড়চড়ে বসে। শুরু হয় বিতর্ক। তবে এই বিতর্কের পিছনে কারণ কী?
আসলে এই রং সাধারণত ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রতীক বহন করে। তবে জার্মান গোলরক্ষক যদি কোনও রাজনৈতিক কারণে এই কাজ করে থাকতেন, সেক্ষেত্রে তাঁকে বড় ধরনের শাস্তি পেতে হতো। আর্থিক জরিমানার পাশাপাশি বেশ কয়েকটি ম্যাচেও তাঁক🍌ে সাসপেন্ড করা হতে পারত। এমনটাই উয়েফার তরফে জানানো হয়েছিল।
জার্মান ফুটবল অ্যাসেসাসিয়েশনের তরফে উয়েফাকে একটি চিঠির মাধ্য়মে জানানো হয়, নয়ারের ‘রা🎐মধনু রঙা আর্ম ব্যান্ড’ পরাটা কোনও রাজনৈতিক কারণে নয়। নিতান্তই বৈচিত্র♚্য আনতে এবং ভাল কিছুর উদ্দেশ্যেই এই ধরনের আর্ম ব্যান্ড নয়ার পরেছেন। ডিএফবি-র জবাবে সন্তুষ্ট হয়েছে উয়েফা। টুইটারে এ কথা জানিয়ে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে লেখা হয়েছে, ‘উয়েফা ডিএফবি-কে জানিয়েছে, নয়ারের রামধনু রঙা অধিনায়কের আর্ম ব্যান্ড পরা নিয়ে যে তদন্ত শুরু করছিল উয়েফা, সেটা তারা বন্ধ করেছে।’
পর্তুগালকে হারিয়ে আবার ইউরোতে ঘুরে দাঁ🦂ড়িয়েছে জার্মানি। পরের ম্যাচে তারা হাঙ্গেরির মুখোমুখি হবে। ধারেভারে কিছুটা দুর্বল টিমের বিরুদ্ধে ৩ পয়েন্ট𓂃 নিয়ে পরের পর্বে ওঠার জন্য মরিয়া জার্মানি। তবে হাঙ্গেরি কিন্তু ফ্রান্সকে আটকে দিয়ে সকলকে চমকে দিয়েছে। স্বাভাবিক ভাবে তাদের খুব হাল্কা ভাবে নিলে সমস্যায় পড়তে হতে পারে জার্মানিকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।