Euro 2024 Group C Final Points Table:- ইউরো ২০২৪-এর গ্রুপ ‘সি’ এর শেষ ম্যাচে ডেনমার্ক বনাম সার্বিয🅺়া ও স্লোভেনিয়ার সঙ্গে ইংল্যান্ড প্রায় একই সময়ে লড়াই করেছিল। আর উভয় ম্যাচই গোলশূন্য ড্রতে শেষ হয়েছিল। এই গ্রুপ থেকে তিনটি দল পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে। এই গ্রুপ থেকে ইংল্যান্ড, ডেনমার্ক ও স্লোভেনিয়া রাউন্ড ১৬ তে পা রেখেছে।
ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া ম্যাচ-
ইউরো ২০২৪-এর গ্রুপ পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার, জার🍨্মানির কোলোগ্নে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া। এই ম্যাচ শেষ হল গোলশূন্য অবস্থাতেই। খেলার শুরু থেকেই ইংল্যান্ডের উপর চাপ বাড়াতে শুরু করে স্লোভেনিয়া। এমনকি, খুব তাড়াতাড়ি ফ্রিকিকও আদায় করে নিয়েছিল তারা। তবে মাঝে মাঝেই প্রতি-আক্রমণে উঠে আসার চেষ্টা করেছিল ইংল্যান্ডও। হ্যারি কেন এবং সাকার তরফ থেকে বেশ কিছু পজিটিভ মুভ দেখতে পাওয়া যায়। ফিল ফোডেন কিছু সুযোগ তৈরি করেছিলেন, তবে ম্যাচের প্রথমার্ধে তিনি গোল করতে ব্যর্থ হন।
ম্যাচের ২৯ মিনিটে একবার আক্রমণে উঠে আসে স্লোভেনিয়া। তবে এই আক্রমণে গোল হয়নি। অপরদিকে, কর্নার পেলেও তাকে কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড। প্রথমার্ধে এ ভাবেই কোনও দলই গোল ক♔রতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস🐻্থাতেই। দ্বিতীয়ার্ধের খেলাও বেশ ধীর গতিতেই শুরু হয়। আক্রমণে উঠে আসার চেষ্টা করে দুই পক্ষই। খেলার ৬৮ মিনিটে ফাউল করার অপরাধে হলুদ কার্ড দেখেন ইংল্যান্ডের গুয়েহি। অন্যদিকে, ম্যাচের ৭৪ মিনিটে, ফোডেনের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়।
আরও পড়ুন… WI vs♛ SA: নবম সংস্করণেও হল না শাপমুক্তি, জিতবে ন🐽া হোম টিম; দশ বছর বাদে শেষ চারে প্রোটিয়ারা
ম্যাচের একেবারে শেষদিকে গোল মিস করেন পালমার। এদিন সকলেই স্লোভেনিয়ার রক্ষণের প্রশংসা করেন। ইংল্যান্ডের বেশকিছু আক্রমণ প্রতিহত করে স্লোভেনিয়ার রক্ষণ। শেষপর্যন্ত, আর কোনও গোল হয়নি। তবে এই ম্যাচেও ফুটবলপ্রেমীদের মন জিততে পারলেন না𓆉 হ্যারি কেনরা। একাধিক সুযোগ আসলেও, কাজে লাগাতে পারল না তাঁরা। এই ম্যাচ থেকে খালি হাতেই ফিরতে হল ইংল্যান্ডকে। শেষপর্যন্ত, ম্যাচের ফলাফল ছিল ০-০।
ডেনমার্ক বনাম সার্বিয়া-
এদিকে ইউরো ২০২৪-এর গ্রুপ পর্যায়ের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার, জার্মানির মিউনিখ স্টেডিয়ামে ডেনমার্কের মুখোমুখি হয়েছ🐽িল সার্বিয়া। এই ম্যাচেও কোনও গোলের দেখা পাওয়া যায়নি। খেলার ফল ছিল ০-০। আক্রমণ ও প্রতি-আক্রমণের খেলায় দুই দলই বেশ কয়েকবার গোলের মুখ খোলার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই তারা তাতে ব্যর্থ হয়। সার্বিয়া ফরোয়ার্ড জিভকোভিচ ভালো আক্রমণ করে। তবে পাল্টা অ্যাটাকে উঠে আসে ডেনমার্কও। এরিকেসেনকেও বারবার বিপক্ষের টপ বক্সে উঠে আসতে দেখা যায়।
আরও পড়ুন… ভিডিয়ো: আর একটু হলেই… বাউন✤্ডারি আটকাতে গিয়ে বড় সংঘর্ষ! অল্পের জন্য রক্ষা পেলেন জানসেন-রাবাদা
কার্যত বেশ কয়েকবার গোলের কাছেও পৌঁছে যান ড্যানিশরা। কিন্তু গোল করতে পারেননি। এক্ষেত্রে অবশ্য দুই দলেরই ডিফেন্সের প্রশংসা করতে হয়। দুই দলের তরফেই বেশ কিছু ভালো অ্যাটাক 🐟দেখা গেলেও গোল হয়নি। শেষপর্যন্ত, ম্যাচটি গোলশূন্য অবস্থাতেই শেষ হয়। স্লোভেনিয়ার বিরুদ্ধে ড্র করার পর ইংল্যান্ড তাদের গ্রুপে শীর্ষস্থানে থেকেই পরের রাউন্ডে গিয়েছে। ডেনমার্ক এবং স্লোভেনিয়া, উভয় দল গ্রুপ সি থেকে তাদের পরবর্তী রাউন্ডের যোগ্যতা নিশ্চিত করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।