শুভব্রত মুখার্জি:- একজন বিশ্ব ফুটবলের অতি পরিচিত নাম, আর অপরজন বিশ্ব গানের জগতে সুপ্রতিষ্ঠিত চরিত্র। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে। ♋সেই বিশ্বকাপের থিম সং গেয়েছিলেন শাকিরা। ওই গানের শুটিংয়েই তাঁর আলাপ হয়েছিল পিকের সঙ্গে। তারপরেই শুরু তাদের প্রেমপর্ব। টানা ১২ বছর একসঙ্গে থাকার পরে সম্পর্ক ভাঙ꧙ে দুজনের।
২০২৩ সালে পিকের সঙ্গে হওয়া ব্র꧙েকআপ নিয়ে এবার মুখ খুলেছেন শাকিরা। জানিয়েছেন ওই খবর শোনার পরে ঠিক তাঁর কি মনে হয়েছিল। তিনি🤪 জানান মনে হয়েছিল কেউ যেন আমার বুকে ছুরি বসিয়ে একটা গর্ত করে দিয়েছে!
সম্প্রতি শাকিরা তাদের ব্রেকআপ নিয়ে একটি গান বের করেছেন। ২০২৩ ব্রেক আপ অ্যান্থেমে তিনি তাঁর যন্ত্রনার কথা তুলে ধরেছেন। সম্প্রতি এক🍬 সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ওই ব্রেক আপের ঘটনা কিভাবে তাঁর মানসিক স্থিতি🎐র উপর প্রভাব ফেলেছিল। কিভাবে সেই সময়ে তাঁকে নিজের সঙ্গে নিজেকে লড়াই করতে হয়েছে। পাশাপাশি এই ঘটনা যে তাঁকে বাজেভাবে প্রভাবিত করেছিল সেকথা জানাতেও ভোলেননি তিনি।
রোলিং স্টোনে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এই মুহূর্তেও 💟তিনি সেই যন্ত্রনা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। ২ বছর হতে চলল তাঁর ব্রেক আপের। এই মুহূর্তে কেমন আছেন তাও জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেꦕন এই সময়টা তাঁর জীবনের অন্ধকারতম অধ্যায় ছিল।
গ্র্যামিজয়ী শাকিরা জানিয়েছেন, 'যে কষ্টটা আমি পেয়েছি তা আমার জীবনের সেরা কষ্ট। আমার সারা জীবনে আমি যা যন্ত্রনা পাইনি ওই বিষয়টি (ব্রেক আপ) আমাকে সেই যন্ত্রনা দিয়েছিল। এতটাই প্রভাব পড়েছিল যে আমি আমার কাজও ঠিক করে কয়েকদিন করতে পারিনি। আমার মনে হয়েছিল কেউ যেন আমার বুকে ছুরি মেরে গর্ত করে দিয়েছে। এমন মনে হয়েছিল সত্যিকারের যন্ত্রণা হচ্ছে আমার। আমার শারীরিকভাবে সত্যি সত্যি মনে হত আমার হৃদয়ে যেন একটা গর্ত হয়ে গিয়েছে।♕ মনে হত ওই গর্ত দিয়ে বাইরের মানুষরা যেন আমাকে দেখছে।'
শাকিরার বাবা তখন বাজেভাবে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন। সেই সময়েই পিকে শাকিরার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। পিকে বর্তমান বান্ধবী ক্লারা চিয়া মার্তির সঙ্গে সম্পর্কে জড়ান। এই যন্ত্র⛄নার কথা শাকিরা তাঁর ব্রেক আপ অ্যান্থেমে তুলে ধরেছেন। তাঁর এই গানটি বেরিয়েছে বিজেডআরপি মিউ🍌জিক সেশনের ভলিউম ৫৩'তে । যেখানে তাঁর যন্ত্রনার পাশাপাশি তাঁর সঙ্গে ঘটা বিশ্বাসঘাতকাতার দিকটি ও তুলে ধরেছেন শাকিরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।