বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের মাঝেই মাথায় গভীর চিন্তার ভাঁজ পড়ল ব্রাজিলের কপালে। ম্যাচের ৮০তম মিনিট। তখনও ব্রাজিলিয়ান সমর্থকরা রিচার্লিসনের সেই বাইসাইকেল কিকের গ♔োলে বিভোর। সেই সময়ই নেইমারের বদলে মাঠে নামলেন অ্যান্টনি। নেইমারকে মাঠের বাইরে যাওয়ার সময় কাঁদতে দেখা গেল। ততক্ষণে বুট খুলে ফেলেছেন নেইমার। পরে দেখা গিয়েছে, তা পায়ের গোড়ালি ফুলে গিয়েছে। ডাগআউটে বসেও তাঁকে ডার্সিতে মুখ ঢেকে কাঁদতে দেখা যায় নেইমারকে। যা দেখে অনেকেই আশঙ্কায় ভুগছেন। সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে, নেইমারের বিশ্বকাপ কি চোটের কারণে শেষ হয়ে গেল?
নেইমারকে নিয়ে সমর্থকদের আশঙ্কার মাঝেই অবশ্য ব্রাজিলের কোচ তিতে আশ্বাস দেন যে, পরের ম্যাচে খেলতে পারবেন নেইমার। এদিকে মাঠের বাইরে গিয়ে নেইম꧅ারকে নিজের পায়ে বরফ লাগাতে দেখা যায়। যগিও সেলেকাওদের কোচের কথায়, ‘আমি বুঝতে পারিনি যে নেইমারের চোট লেগেছে। এই চোট স🍰ারিয়ে ফেরার ক্ষমতা ওঁর আছে।’
এদিকে নেইমারের চোটের আপডেট দিতে গিয়ে ব্রাজিল দলের চিকিৎসক রড্রিগো লাসমার জানান, ডান গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। সার্বিয়ার ফুটবলারের হাঁটুর সঙ্গে ধাক্কা খেয়ে এই চোট পেয়েছেন নেইমার। চিকিৎসকের কথায়, ন😼েইমারের চোটের কতটা গম্ভীর, তা বুঝতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগবে। শুক্রবার নেইমারের চেটোর পরিস্থিতি দেখে এমআরআই-এর সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে গ্রুপ জি-তে রয়েছে ব্রাজিল। গতরাতই ফুটবল মহারণে༺ প্রথমবার মাঠে নেমেছিলেন নেইমাররা। সার্বিয়াকে অনায়াসে হারিয়ে তিন পয়েন্ট ঝুলিতে ভরেছের তারা। ব্রাজিলের পরবর্তী ম্যাচ সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ২৮ নভেম্বর। গ্রুপ পর্যায়ে ব্রাজিলের শেষ ম্যাচ ক্যামেরুনের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে ২ ডিসেম্বর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।