২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলতে নামার আগে ফ্রান্সের শিবিরে এক ফালি কালো মেঘ।൩ কারণ ফ্রান্সের প্রথম একাদশের দুই প্রধান ফুটবলারের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাঁরা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। মরক্কোর বিরুদ্ধে তাঁদের পাওয়া যাবে কি 🦂না, সেটাও নিশ্চিত নয়। স্বাভাবিক ভাবে দল গঠন নিয়ে কিছুটা হলেও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংল্য🧜ান্ডকে ২-১ হারিয়ে সেমিফাইনালে ಌওঠে। ম্যাচের শেষের দিকে ব্রিটিশ অধিনায়ক হ্যারি কেনকে পেনাল্টি মিস করেন। তা না হলে ম্যাচের ফল কী হত, সেটা বলা মুশকিল ছিল।
আরও পড়ুন: মেসির ম্﷽যাজিক-আলভারেজের চমক, ক্রোটদের হারিয়ে ৮ বছর🃏 পরে আবার ফাইনালে আর্জেন্তিনা
দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে যে, ফ্রান্সের ডিফেন্ডার ডেওট উপমেকানো এবং মিডফিল্ডার আদ্রিয়েন রাবিওট বেশ অসুস্থ হয়ে পড়েছেন। জানা গিয়েছে, উপমেকানোর ঠান্ডা লেগেছে। আর রাবিওট জ্বর হয়েছে। তাঁরা আদৌ খেলতে পারবেন কিনা, সেটা নিয়েই সন্দেহ রয়েছে কোচের। কারণ তাঁদের শারীরিক অবস্থা খুব ভালো নয়। মঙ্গলবার তাঁদের অনুশীলনেও নামাননি দেশঁ। জানা গিয়েছে, তাঁদের 🃏চিকিৎসা চলছে। মরক্কোর বিরুদ্ধে প্রথম একাদশে তাঁদের না পাওয়া গেলে কিন্তু বড় ধাক্কা খাবে ফ্রান্স। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, উপমেকানো গলা ব্যথার কারণে সোমবারও প্রশিক্ষণ মিস করেছেন।
🌸আরও পড়ুন: বাꦫস্তবতার তিনটি দিক- WC থেকে ছিটকে যাওয়ার পর রোনাল্ডোর রহস্যময় পোস্ট ঘিরে চাঞ্চল্য
কাতারে রাবিওট পাঁচটি ম্যাচ🅷েই খেলেছেন। একটি গোল করেছেন এবং একটি গোলে সহায়তা করেছেন। এ দিকে তিউনিশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের লড়াইয়ে উপমেকানোকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
সেমিফাইনালের আগে ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস প্রকাশ করেছেন যে, তাঁর দল মরক্কোকে নিয়ে যথেষ্ট সাবধানী। তিনি বলেছেন, ‘ওরা যা করছে, তার জন্য আমরা কেবল সম্মান এবং প্রশংসা করতে পারি। তবে এই স্তরে দৈবক্রমে কিছুই ঘটে না। যখন একটি দল বেলজিয়াম, স্পেন এবং পর্তুগালকে হারায় এবং তাদের গ্রুপের শীর্ষে উঠে নকআউটে পৌঁছয়, সেখান থেকে সেমিফাইনালে ওঠে, ত﷽ারা যথেষ্ট ভালো টিম। ওদের মধ্যে সংহতি রয়েছে এবং ওরা লড়াকু মানসিকতার। ওরা নিঃসন্দেহে শক্তিশালী প্রতিপক্ষ। পাশাপাশি স্টেডিয়ামে একটি প্রতিকূল পরিবেশ থাকবে আমাদের জন্য।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।