ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলেও বড় চাপে পড়ে গিয়েছে ব্রাজিল। কারণ তাদের তারকা ফুটবলার ন🍌েইমার জুনিয়রের গোড়ালির চোট নিয়ে চিন্তায় ব্রাজিল শিবির। নেইমারের চোট নিয়ে উদ্বেগে ফুটবল বিশ্বও। তবে নেইমারের চোট নিয়ে এ বার মুখ খুলেছেন ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক রডরিগো লেসমার। তিনি জানিয়েছে যে,🌳 এই চোট সরাসরি আঘাত অর্থাৎ তিনি বলে দিয়েছেন, ‘ডিরেক্ট ট্রমা’।
তিনি আরও জানিয়েছেন, ডান পায়ের গোড়ালি মচকে গিয়েছে নেইমারের। কাতার বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না, আগামী ২৪ 𝔍থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিত হওয়া যাবে। চোটের পরিস্থিতি ফের মূল্যায়ন করা হবে। রডরিগো লেসমার আরও বলেছেন,ꦕ ‘এমআরআই দরকার নেই।’
আরও পড়ুন: ইনজুরি টাইমে জোড়া গোল করে ১০জনের ওয়েলসকে হারিয়ে চমক🌄 ইরানের
বৃহস্পতিবার গোটা ম্যাচেই সার্বিয়ার টার্গেট ছিলেন নেইমার। ৮০ মিনিটে সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচের ট্য𝓡াকেলে পায়ে মারাত্মক ভাবে চোট পান ব্রাজিলের তারকা। পিএসজি-র ফরোয়ার্ড এর আগেও একই🍎 পায়ে চোট পেয়েছিলেন। ব্রাজিল ২-০–তে এগিয়ে থাকার সময়ে কোচ নেইমারকে তুলে নেন। তখনও চোটের তীব্রতা সম্পর্কে বোঝা যায়নি।
তবে বেঞ্চে বসে থাকার সময় টিম ট্রেনার কর্তৃক তাঁর ডান পায়ে আইস প্যাক লাগিয়ে রাখতে দেখা যায়। এই সময়ে নেইমারের চোখে জল দেখা গিয়েছিল। সেটা ব্যথায়, নাকি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায়, সেটা বোঝা যায়নি। ম্যাচ শেষে ব্রাজিলের ড্রেসিংরুমে যাওয়ার সময়ে নেইমারকে খুঁড়িয়ে হাঁটতে দেখไা যায়। তখন রীতিমতো বিমর্ষ দেখাচ্ছিল নেইমারকে।
আরও পড়ুন: শিখ খুদের হাত ধরে মাঠে ঢোকেন নেইমার- তুমুল ভাইরাল﷽ 🐈ভিডিয়ো
ব্রাজিল দলের চিকিৎসক পরিষ্কার 𓂃বলেছেন, ‘ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছে নেইমার। সার্বিয়ান খেলোয়াড়ের হাঁটু দিয়ে সরাসরি আঘাত লেগেছে। তাৎক্ষণিক ভাবে বেঞ্চেই আমরা চিকিৎসা শুরু করেছি। ফিজিও 💎কাজ করছেন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টি বোঝা যাবে।’
নেইমারের চোট নিয়ে প্রধান কোচ তিতে আবার বলেছেন, ‘দলকে সাহায্য করার জন্য’ তিনি ১১ মিনিট চোট নিয়ে খেলেছেন। এই প্রচেষ্টাকে তিনি ‘উল্লেখযোগ্য’ বলে অভিহিত করেছেন। তিতে বলেছেন যে, তিনি বুঝতেই পারেননি যে, নেইমারের আঘাত লেগেছে। তবে চিকিৎসকেরা নেইমারের চোট নিয়ে সরাসরি কিছু বলতে না চাইলেও, তিতে বলে দিয়েছেন, ‘পরের ম্যাচ থেকে খেলবে নেইমার। নেইমার বিশ্বকাপে খেলা চালিয়ে যেতে পারবেন। এই বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। এই পরিস্থিতি কাটিয়ে ওঠার সামর্থ্য ওর মধ্যে রয়েছে। ম্যাচের পর ও সুস্থ বোধ করছে। হাল ছেড়ে দেওয়ার পাত্র ꦡনয় ও।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।