শনিবার পর্তুগাল কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মরক্কোর কাছে হেরে গিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। মরক্কো ম্যাচটি ১-০ জিতে যায়। তবে ম্যাচটির একেবারে শেষের দিকে পর্তুগালের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার পেপেও সমতা ফেরানোর এꦆকটি সুবর্ণ সুযোগ মিস করেন।
পেপে যদি গোলটি করে দিতেন, তবে ম্যাচের রং কিন্তু বদলে যেতে পারত। এবং ম্যাচ যদি অতিরিক্ত সময়ে গড়াত, তা হলে ফলও অন্য রকম হতে পারত। তবে ইনজুরি টাইমে পেপের হেডার এক🌳 চুল ব্যবধানের জন্য মিস হয়ে যায়।
আরও পড়ুন: হারের পরেই সরগরম🐬 পর্তুগাল শিবির, কোচকে কটাক্ষ রোনাল্ডোর বান🌱্ধবীর
এর পরপরই মরক্কোর ডিফেন্ডার জাওয়াদ এল ইয়ামিককে দেখা যায় পেপের টাক মাথায় চুমু খেতে। যা ভক্তদের বাকরুদ্ধ করে দিয়েছিল। এই ছবি এবং ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হতে এক মুহুর্তও সময়ꦑ নেয়নি এবং ভক্তদের মন্তব্য যꦐেন উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।
হাফটাইমের ঠিক আগে এন নাসেরির একমাত্র গোলে 🌳মরক্কো ১-০ করে। সেই লিড ধরেই রেখেই পর্তুগালকে হারায় তারা। এই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে বিপদ বুঝে তাঁকে বিরতির পর ৫১ মিনিটে🤪 নামান পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস। টার্গেটে একটি মাত্রই শট মেরেছিলেন রোনাল্ডো, যেটা গোল হয়নি। এর বাইরে তিনি তেমন কিছুই করতে পারেননি। কারণ মরক্কোর বুটের জালেই পর্তুগালের যাবতীয় আক্রমণে হারিয়ে যায়।
আরও 𝄹পꦫড়ুন: WC-এর স্বপ্নে ইতি,দলকে জেতাতে না পেরে বাচ্চাদের মতো কেঁদে ভাসালেন রোনাল্ডো
উত্তর আ🌟ফ্রিকার এই দেশ সেমিফাইনালে উঠে ইতিহাস লিখে ফেলেছে। আফ্রিকার প্রথম দেশ হিসেবে তারা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। ২০২২ ফিফা বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ নিঃসন্দেহে মরক্কো। তারা সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে। ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ জয় ছিনিয়ে নিয়েছে।
মরক্কো এখনও পর্যন্ত টুর্♔নামেন্টে মাত্র একটি গোল খেয়েছে। যেটা তাদের আত্মঘাতী গোল ছিল। এর থেকেই বোঝা যাচ্ছে মরক্কোর ডিফেন্স কতটা শক্তিশালী। এমন কী গোলকিপারও দুরন্ত ছন্দে রয়েছেন।
মরক্কো কাতার বিশ্বকাপে🍨র গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করেছিল। তবে বেলজিয়াম এবং কানাডাকে তারা হারিয়ে গ্রুপ এফ-এর শীর্ষে থেকে শেষ ষোলোতে পৌঁছয়। পরপর দুই নকআউট ম্যাচে তারা প্রথমে স্পেন এবং পরে পর্তুগালকে হারায়। স্পেনের টাইব্রেকারেও কোনও গোল খেতে হয়নি মরক্কোকে।
মরক্কো এব🔥ং ফ্রান্স ছাড়াও ক্রোয়েশিয়া আর আর্জেন্তিনাও সেমিফাইনালে উঠেছে। তারা একে অ🐲পরের মুখোমুখি হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।