আর্জেন্তিনা তাদের দশম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। ভারতীয় সময়ে আজ মাঝরাতে তাদের সপ্তম কোয়ার্টার ফাইনাল খেলবে। এ দিক💖ে বিশ্বকাপে শেষ আট বারের মধ্যে ডাচেরা তিন বার ফাইনালে উঠেছে।
বিশ্বকাপের দুই দলের তুল্যমূল্য বিচার
২০১৪ সালে জার্মানির কাছে ফাইনালে হেরেছিল লিওনেল মেসির দল। শেষ বার তারা রাউন্ড অফ ১৬ থেকে ছিটকে গিয়েছিল। ২০২২ ফিফা কাতার বিশ্বক꧒াপে আর্জেন্তিনা হেরে শুরু করলেও, দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ায়। পরপর দুই ম্যাচ জিতে তারা নকআউটে ওঠে। এ দিকে লুই ভ্যান গালের দল এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত 🧜অপরাজিত।
নেদারল্যান্ডসের হাল
লিওনেল মেসিকে থামাতে ডাচ ডিফেন্ডার জুরিয়েন টিমবার্স এবং নাথান আকেকে প্রধান ভূমিকা পালন করতে হবে। রাউন্ড অফ ১৬-তে দুর্দান্ত পারফরম্যান্স করে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে পরাজিত করে শেষ আটে ওঠে নেদারল্যান্ডস। টানা তৃতীয় মরশুমে কোয়ার্টার ফাইনালে ওঠে কমলা ব্রিগেড। সেম𝕴িফাইনালে যেতে হলে আর্জেন্তিনা বাধা অতিক্রম করতে হবে তাদের।
আর্জেন্তিনার হাল
আর্জেন্তিনা গলে রয়েছে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। তবে নেদারল্যান্ডস মেসির ব্যাপারে বাড়তি সতর্ক থাকবে, তাই শুধু মেসির উপর নির্ভর না করে আর্জেন্তিনাকে দল হিসেবে ভালো খেলতে হবে। সৌভাগ্যবশত দক্ষিণ আমেরিকান দলে জুলিয়ান আলভারেজের ম𓂃তো প্লেয়াররা রয়েছেন। যিনি ইতিমধ্যে ২𒅌টি গোলও করেছেন।
আরও পড়ুন: ডি মারিয়াকে নিয়ে ধীরে চলো নীতি ✱স্কালোনির
পরিসংখ্যানে এগিয়ে নেদারল্যান্ডস
নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে আর্জেন্তিনা। মোট পাঁচটি ফিফা বিশ্বকাপ ম্যাচে আর্জেন্তিনা এবং নেদারল্যান্ডস একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে। এই পাঁচটি খেলার মধ্যে আর্জꦉেন্তিনা মাত্র এক বারই জিতেছে।নেদারল্যান্ড দু'টি ম্যাচ জিতেছে। দু'টি ম্যাচ ড্র হয়েছে। সব মিলিয়ে এই দুই দল একে অপরের বিপক্ষে ন'টি ম্যাচ খেলেছে। আর্জেন্তিনা তিনটি এবং ডাচরা চারটিতে জিতেছে এবং দু'টি ♏ম্যাচ ড্র হয়েছে।
ম্যাচের সময়
নেদারল্যান্ডস বন📖াম আর্জেন্তিনা ম্যাচটি ১০ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে (ভারতীয় সময়) মাঝরাত সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। রাত ১২টার প꧒র ম্যাচ বলে তারিখ ১০।
লাইভ-স্ট্রিমিং বিশদে
নেদারল্যান্ড বনাম আর্🐓জেন্তিনা ম্যাচটি ভারতের Sports18 এবং Sports18 HD টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এবং Jio Cinema-এর অ্যাপ এবং ওয়েবসাইটে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।