লিওনেল মেসি ম্যাজিকের হাত ধরেই শনিবার গভীর রাতে কোয়ার্টারে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা। তারা অস্ট্রেলিয়াকে ২-১ হারিয়ে দিয়েছে। কোয়ার্টার ফাইনಌালে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। যারা এই বার নিয়ে ছয় বার কোয়ার্টার ফাইনালে উঠল।
ন꧙েদারল্যান্ডসের বিশ্বকাপের ইতিহাস কিন্তু কম সমৃদ্ধ নয়। এখনও পর্যন্ত কোনও শিরোপা জিততে না পারলেও, তিনটি ফাইনাল খেলে ফেলেছে দলটি। দু'বার খেলেছে সেমিফাইনালে। অন্যদিকে আর্জেন্তিনা এই নিয়ে দশ বার কোয়ার্টার ফা🐎ইনাল খেলতে চলেছে। দু'টি শিরোপা জেতা দলটি ফাইনাল খেলেছে পাঁচ বার।
আরও পড়ুন: স্বপ্নে🙈র ফেরিওয়ালা মেসি- অজিদের হারিয়ে কোয়ার্টারে আর্জেন্তিনা
এ দিকে অস্ট্রেলিয়াকে হারানোর পর তৃপ্ত আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের তিনি বলেন, ‘আমরা সন্তুষ্ট। আজকের ম্যাচ ভীষণ কঠিন ছিౠল। অস্ট্রেলিয়া প্রবল চাপে ফেলে দিয়ে আমাদের নাভিশ্বাস তুলে দেয়। শেষ দিকে এমন ভোগান্তিতে পড়া আমাদের উচিত হয়নি। কারণ আমাদের সামনে ব্যবধান বাড়ানোর অনেক সুযোগ ছিল। তবে আমার ছেলেদের জন্ম হয়েছে এই ধরনের ম্যাচ খেলার জন্যই।’
পাশাপাশি কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী স্কালোনি। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, কোয়ার্টারফাইনাল থেকে সেমিতে উঠবে🔥 আর্জেন্তিনাই।
আরও পড়ুন: FIFA World Cup-এর ꦿনকআ꧋উটে প্রথম গোল,মারাদোনাকে টপকালেন মেসি,সামনে শুধু বাতিস্তুতা
এটা ঘটনা, ঐতিহ্যবাহী দু'টি দলের মধ্যে একটি কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যাবে। আগামী শুক্রবারের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া সেই দলটি যে নেদারল্যান্ডসই হবে, সেই বিষয়ে আত্মবিশ্বাসী আর্জেন্তিনার কোচ। তিনি বলেছেন, ‘ঐতিহাসিক দুটি দলের মধ্যে অসাধারণ একটি ম্যাচই হবে। দুঃখ এই যে �🍰�একটি দলকে হারতে হবে। আশা করছি, আমরাই পরের রাউন্ডে যাব।’
স্কালোনি এর পর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, ডাচ কোচ লুইস ভ্যান গলকে। ডাচ কোচকে নিজের আইডল মনে করেন স্কালোনি। মেসিদের কোচ বলেছেন, ‘ওঁর মুখোমুখি হওয়াটা গর্বের বিষয়। আমরা♌ জানি, ফুটবলে ওঁর অবদান কতটা। কত কোচ যে ওঁকে অনুকরণ করতে চেয়েছেন! ওঁর মতো একজনের মুখোমুখি হওয়ার আনন্দ দিচ্ছে ফুটবলই। বিশেষ করে এটা যখন বিশ্বকাপে হয়, ব꧃িষয়টি আরও আনন্দের।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।